বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের জানেন? সামনে এল র্যাঙ্কিং, ভারত কত নম্বরে দেখুন
- Published by:Satabdi Adhikary
- trending desk
Last Updated:
অবশেষে সামনে এল ২০২৪ সালের পাসপোর্ট র্যাঙ্কিং। ২২৭ দেশের মধ্যে ভারতীয় পাসপোর্ট জায়গা পেয়েছে ৮২ নম্বরে। ভিসা ছাড়াই ৫৮টি দেশে ঘুরতে পারবেন ভারতীয় পর্যটকরা। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্টের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স।
কলকাতা: অবশেষে সামনে এল ২০২৪ সালের পাসপোর্ট র্যাঙ্কিং। ২২৭ দেশের মধ্যে ভারতীয় পাসপোর্ট জায়গা পেয়েছে ৮২ নম্বরে। ভিসা ছাড়াই ৫৮টি দেশে ঘুরতে পারবেন ভারতীয় পর্যটকরা। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্টের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স।
র্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। স্বাভাবিকভাবে তারাই রয়েছে এক নম্বরে। ভিসা ছাড়াই ১৯৫টি দেশে প্রবেশের অনুমতি পাচ্ছেন সিঙ্গাপুরের নাগরিকরা। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন এবং জাপান। ১৯২টি দেশে ভিসা ছাড়া প্রবেশের অনুমতি রয়েছে এই দেশগুলির নাগরিকদের।
তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া এবং সুইডেন। ১৯১টি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার পেয়েছেন এই দেশের নাগরিকরা। নিউজিল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম, ডেনমার্কের সঙ্গে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া এবং পতুর্গাল যুগ্মভাবে রয়েছে পঞ্চম স্থানে। মার্কিন যুক্তরাষ্ট্র নেমে গিয়েছে অষ্টম স্থানে। ১৮৬টি দেশে ভিসা ছাড়াই ঘুরতে পারবেন মার্কিন মুলুকের অধিবাসীরা।
advertisement
advertisement
ভারতের পাসপোর্ট রয়েছে ৮২ নম্বরে। ভারতীয় নাগরিকরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো জনপ্রিয় গন্তব্য সহ ভিসা ছাড়া ৫৮টি দেশে ভ্রমণ করতে পারবেন। প্রতিবেশী পাকিস্তান র্যাঙ্কিং তালিকায় ১০০ নম্বরে জায়গা পেয়েছে। ৩৩টি দেশে বিনা ভিসায় ঘুরতে পারবেন পাকিস্তানিরা। তালিকায় সবার শেষে রয়েছে আফগানিস্তান। এই দেশের নাগরিকরা ২৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশের অনুমতি পেয়েছেন।
advertisement
২০২৪ সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা: প্রথম স্থানে, সিঙ্গাপুর (ভিসা ছাড়া ১৯৫ দেশে প্রবেশের অনুমতি)
দ্বিতীয় স্থানে, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, স্পেন (ভিসা ছাড়া ১৯২ দেশে প্রবেশের অনুমতি)
তৃতীয় স্থানে, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, সুইডেন (ভিসা ছাড়া ১৯১ দেশে প্রবেশের অনুমতি)
advertisement
চতুর্থ স্থানে, বেলজিয়াম, ডেনমার্ক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য (ভিসা ছাড়া ১৯০ দেশে প্রবেশের অনুমতি)
পঞ্চম স্থানে, অস্ট্রেলিয়া, পর্তুগাল (ভিসা ছাড়া ১৮৯ দেশে প্রবেশের অনুমতি)
ষষ্ঠ স্থানে, গ্রিস, পোল্যান্ড (ভিসা ছাড়া ১৮৮ দেশে প্রবেশের অনুমতি)
সপ্তম স্থানে, কানাডা, চেকিয়া, হাঙ্গেরি, মাল্টা (ভিসা ছাড়া ১৮৭ দেশে প্রবেশের অনুমতি)
advertisement
অষ্টম স্থানে, মার্কিন যুক্তরাষ্ট্র (ভিসা ছাড়া ১৮৬ দেশে প্রবেশের অনুমতি)
নবম স্থানে, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, সংযুক্ত আরব আমিরশাহি (ভিসা ছাড়া ১৮৫ দেশে প্রবেশের অনুমতি)
দশম স্থানে, আইসল্যান্ড, লাটভিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া (ভিসা ছাড়া ১৮৪ দেশে প্রবেশের অনুমতি)।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2024 5:25 PM IST