Tripura Bypolls: ত্রিপুরায় আজ চার কেন্দ্রে ২২ প্রার্থীর লড়াই

Last Updated:

Tripura Bypolls: নির্বিঘ্নে ভোট করতে ভোটার হেল্পলাইন চালু করল নির্বাচন কমিশন। 

Representative Image
Representative Image
আবীর ঘোষাল, আগরতলা: আজ, বৃহস্পতিবার ত্রিপুরায় বিধানসভা উপনির্বাচন। চার কেন্দ্রের উপনির্বাচনে নিরাপত্তার কড়াকড়ি  ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে লড়াই করছেন ২২ জন প্রার্থী। এর মধ্যে আগরতলা কেন্দ্রে ছয় জন, টাউন বরদোয়ালি কেন্দ্রে ছয় জন এবং সুরমা ও যুবরাজনগর কেন্দ্রে ৫ জন করে প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন (Tripura Bypolls)।
আগরতলা কেন্দ্রে তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, এসইউসিআই ও নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্রেই রয়েছেন হেভিওয়েট প্রার্থী কংগ্রেসের সুদীপ রায় বর্মণ এবং বিজেপির অশোক সিনহা। টাউন বরদোয়ালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই ও নির্দল প্রার্থীর মধ্যে লড়াই হবে। এই কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, কংগ্রেসের প্রার্থী আশিষ সাহা ৷ ফলে এই দুই কেন্দ্র নিয়ে আগ্রহ দানা বেঁধেছে রাজনৈতিক মহলে।
advertisement
advertisement
রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে ২২ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১ লাখ ৮৯ হাজার ৩২ জন ভোটার৷ এর মধ্যে আগরতলা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫১৭৩৯ জন। টাউন বরদোয়ালি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৪৬৬২২ জন। সুরমা কেন্দ্রে ভোটার ৪৭৩০০ জন। যুবরাজনগর কেন্দ্রে ভোটার ৪৩৩৭১ জন। রাজ্যের এই চার কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি ৷ ৯৫৩৮৯ জন ৷ পুরুষ ভোটারের সংখ্যা ৯৩৬৩৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৫ জন ৷ রাজ্যের চার কেন্দ্রে মোট ২২১টি পোলিং স্টেশন আছে। এর মধ্যে ১১১টি পোলিং স্টেশন শহরাঞ্চলে। ১১০ টি পোলিং স্টেশন আছে গ্রামাঞ্চলে। সুরমায় ৬০ টি পোলিং স্টেশন আছে। টাউন বরদোয়ালিতে আছে ৫৬ টি পোলিং স্টেশন। আগরতলাতে আছে ৫৫টি পোলিং স্টেশন ও যুবরাজনগরে আছে ৫০টি পোলিং স্টেশন।
advertisement
এই নির্বাচনে সর্বমোট ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া রয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরাও। রাজ্যের চার কেন্দ্রের জন্য চালু করা হয়েছে ভোটার হেল্পলাইন। ফোনে ও হোয়াটসঅ্যাপে জানানো যাবে অভিযোগ। সাহায্য চাওয়া যাবে নির্বাচন সংক্রান্ত।
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Bypolls: ত্রিপুরায় আজ চার কেন্দ্রে ২২ প্রার্থীর লড়াই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement