Tripura BJP TMC: 'প্রার্থী দেখলেই দৌড় করান’, ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর সামনেই 'বিস্ফোরক' নিদান বিজেপি বিধায়কের...

Last Updated:

বিজেপির দলীয় কর্মিসভায় হাজির ছিলেন ত্রিপুরার বিধায়ক সুরজিৎ দত্ত। সেখান বিজেপি (BJP) প্রার্থীদের পাশাপাশি ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব-ও।

উত্তপ্ত মুর্শিদাবাদ
উত্তপ্ত মুর্শিদাবাদ
#আগরতলা: ফের তৃণমূল প্রার্থীদের নিরাপত্তা প্রশ্ন উঠল ত্রিপুরায়। বিপ্লব দেবের সামনেই হুঁশিয়ারি BJP নেতার। ত্রিপুরায় TMC-র প্রার্থী দেখলেই দৌড় করানোর নিদান দিলেন বিজেপি বিধায়ক। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সামনেই বেলাগাম বিজেপি বিধায়ক। খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উপস্থিতিতেই তৃণমূল প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ত্রিপুরার বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তের বিরুদ্ধে। যা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বিজেপির দলীয় কর্মিসভায় হাজির ছিলেন ত্রিপুরার বিধায়ক সুরজিৎ দত্ত। সেখান বিজেপি (BJP) প্রার্থীদের পাশাপাশি ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব-ও। কর্মিসভায় সুরজিৎ দত্তকে বলতে শোনা যায়, “বাইরে থেকে যারা আসবে, তাদের শুধু মার দিতে হবে। তৃণমূল প্রার্থীদের দেখলেই তাড়া কর। কোনও মার্সি নেই, কোনও কার্সি নেই।” অর্থাৎ সৌজন্য কিংবা ক্ষমা নয়, বিরোধী দলের প্রার্থীদের উপর কার্যত হামলার হুমকি দিলেন বিজেপি বিধায়ক।
advertisement
advertisement
সুরজিৎ দত্ত আরও বলেন, “তৃণমূলকে একটুকরোও জমি ছাড়া যাবে না। ভোটবাক্সে হাজার হাজার ভোট ফেলতে হবে। আমি তোমাদের জন্য করি। এবার তোমাদের আমাদের জন্য করতে হবে।”
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তৃণমূলের অন্যতম মুখপাত্র বলেন, “ত্রিপুরায় জঙ্গলরাজ চালাচ্ছে বিজেপি। তাদের বিধায়কের এই মন্তব্য প্ররোচনামূলক। সুপ্রিম কোর্টের অবমাননা করছে এই মন্তব্য। কারণ, আদালত অবাধ ও স্বচ্ছ ভোটের নির্দেশ দিয়েছে। বিষয়টি আদালতের নজরে আনা হবে। তবে এটা স্পষ্ট ত্রিপুরায় তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি।” এই ঘটনা থেকে প্রমাণিত দলের কর্মীরা আত্মবিশ্বাসী।”
advertisement
উল্লেখ্য, দিন কয়েক আগেই সুপ্রিম কোর্টের তরফে ত্রিপুরা সরকারকে সতর্ক করা হয়। আদালত স্পষ্ট জানিয়েছে, ভোটের আগে সমস্ত রাজনৈতিক দলকে নিরাপদে প্রচার করতে দিতে হবে। যথাযথ নিরাপত্তা দিতে হবে প্রার্থীদের। নির্বাচনও যাতে অবাধ, সুষ্ঠুভাবে হয়, সেই দায়িত্বও বিপ্লব দেব সরকারেরই। ত্রিপুরায় (Tripura) রাজনৈতিক হিংসা নিয়ে তৃণমূলের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে একথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। তার পরেও অবশ্য সে রাজ্যে হিংসা কমছে না বলেই অভিযোগ তৃণমূল কংগ্রেসের।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura BJP TMC: 'প্রার্থী দেখলেই দৌড় করান’, ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর সামনেই 'বিস্ফোরক' নিদান বিজেপি বিধায়কের...
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement