Tripura: ফলের পরও রক্তাক্ত হচ্ছে নেতা-কর্মীরা, সিপিআইএম-কংগ্রেস জোট বেঁধে এবার বড় সিদ্ধান্ত নিল!

Last Updated:

Tripura: রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে বাম কংগ্রেস প্রতিনিধিদের।

জোট বেঁধে প্রতিবাদে
জোট বেঁধে প্রতিবাদে
রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি : আগামীকাল ত্রিপুরা যাচ্ছে কংগ্রেস ও বামেদের প্রতিনিধি দল। সিপিআইএম, সিপিআই এবং কংগ্রেসের মোট ৮ জনের প্রতিনিধি দল ত্রিপুরা যাচ্ছে। সেখানে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখবেন প্রতিনিধি দলের সদস্যরা। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করবেন তাঁরা। পরে রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিনিধিদের।
সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি বলেছেন, "ত্রিপুরা যাচ্ছে সিপিআই, সিপিআইএম এবং কংগ্রেসের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে থাকছেন ৭ জন সাংসদ এবং একজন প্রাক্তন সাংসদ। এছাড়াও ত্রিপুরায় কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা অজয় কুমার থাকবেন এই প্রতিনিধি দলে।" তিনি আরও বলেন, "যেদিন ভোটের ফল প্রকাশ হয়েছে, সেদিন রাত থেকে ব্যাপক সন্ত্রাস শুরু হয়েছে। সন্ত্রাস করছে ভারতীয় জনতা পার্টি। যেখানে যেখানে ওরা হেরেছে সেখানে সন্ত্রাস করছে বিজেপি। সিপিআইএম কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে।"
advertisement
advertisement
ইয়েচুরি জানিয়েছেন প্রতিনিধি দলে থাকছেন, সিপিআইএমের এলামারান করিম, পি আর নটরাজন, বিকাশরঞ্জন ভট্টাচার্য, এ এ রহিম, সিপিআই নেতা বিনয় বিশ্বম, এবং কংগ্রেসের অজয় কুমার ও আরও এক নেতা। কংগ্রেসের তিনজন প্রতিনিধি দলে থাকছেন ত্রিপুরার পর্যবেক্ষক অজয় কুমার, রঞ্জিত রঞ্জন এবং আব্দুল খালেক।
advertisement
অভিযোগ, ত্রিপুরা জুড়েই ভোটের পর থেকে বিরোধীদের উপরে শারীরিক আক্রমণ, খুন, অগ্নিসংযোগ, বাড়িঘরে আক্রমণ, পরিবার প্রতিপালনের উৎসকে বিনষ্ট করে দেওয়া, মিথ্যা মামলা রুজু করে বিরোধী দলের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের বিপদগ্রস্ত ও বিপন্ন করার চেষ্টা চলছে। সিপিএম নেতৃত্বের দাবি, এই অবস্থায় শাসক দলের পক্ষ থেকে পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষভাবে সদর্থক ভূমিকা থাকা দরকার। ফল প্রকাশের আগে ভিডিও বার্তা দিয়ে রাজ্যবাসীকে শান্তি রক্ষার আবেদন জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, রাজ্যের গণতন্ত্রপ্রিয় জনগণ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে গত ১৬ ফেব্রুয়ারি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যার ফলাফল ঘোষণা হবে আগামী ২ মার্চ। ভোট গণনার দিন এবং এর পরবর্তী সময়ে শান্তি এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি দলমত নির্বিশেষে সকলের প্রতি আবেদন রাখছি।’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura: ফলের পরও রক্তাক্ত হচ্ছে নেতা-কর্মীরা, সিপিআইএম-কংগ্রেস জোট বেঁধে এবার বড় সিদ্ধান্ত নিল!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement