Tripura Assembly Election: লক্ষ্য মহিলা ভোট! ত্রিপুরা বিধানসভা ভোটের দলীয় ইস্তাহারে চমক তৃণমূল কংগ্রেসের
- Published by:Sanjukta Sarkar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Tripura Assembly Election: দলীয় ইস্তাহারে লক্ষ্মীর ভান্ডার। মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা, তফশিলী, উপজাতি পরিবারের মহিলাদের ১০০০ টাকা মাসে। এছাড়া ইস্তাহারে উল্লেখ, প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা।
আগরতলা: দীর্ঘ ৫ বছর পরে ত্রিপুরায় আসছেন তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। আগামিকাল বিকেলে তিনি পুজো দেবেন ত্রিপুরেশ্বরী মন্দিরে৷ এরপর আগামী সাত তারিখ একটি রোড শো করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তার আগে এদিন ত্রিপুরা বিধানসভা ভোটের জন্য দলীয় ইস্তাহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। ইস্তাহারে তুলে ধরা হয়েছে মহিলাদের জন্য একাধিক প্রকল্পের কথা৷ লক্ষ্য মহিলা ভোট।
তৃণমূলের বাংলা মডেল এবার ত্রিপুরায়। দলীয় ইস্তাহারে লক্ষ্মীর ভান্ডার। মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা, তফশিলী, উপজাতি পরিবারের মহিলাদের ১০০০ টাকা মাসে। এছাড়া ইস্তাহারে উল্লেখ প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা। এডিসি এলাকায় মহিলাদের নেতৃত্বাধীন মান্ডির প্রসঙ্গ উল্লেখ ইস্তাহারে। চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের আর্থিক সহায়তাও উল্লেখ ইস্তাহারে। মোট ১০'টি বিষয় উল্লেখ করা হয়েছে এই ইস্তাহারে।
advertisement
advertisement
উল্লেখ করা হয়েছে - আগামী ৫ বছরে এমএসএমই এর সংখ্যা বাড়ানো হবে৷ স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বছরে বাড়ানো হবে৷ বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে ভিশন ত্রিপুরা ২০২৮ নিয়ে আসা হবে। ইস্তাহারে উল্লেখ আগামী ৫ বছরে তৈরি হবে দু'লক্ষ কর্মসংস্থান৷ এক লাখ কর্মহীন যুবকদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে৷ দেওয়া হবে ১০৩২৩ জন শিক্ষকদেরও।
advertisement
বাংলার মতোই স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজ সাথী প্রকল্পের উল্লেখ আছে৷ কৃষকবন্ধু প্রকল্প করা হবে৷ ২.৪ লাখ কৃষককে ১০ হাজার টাকা বার্ষিক আর্থিক সহায়তা দেওয়া হবে। আইন শৃঙ্খলা ব্যবস্থা যথাযথ রাখতে পুলিশ চেক পোস্ট বাড়ানো। মাদকের বিরুদ্ধে লড়াই বৃদ্ধি করা। এছাড়া প্রতিটি জেলায় ক্যান্সার কেয়ার ইউনিট। মা ও শিশুদের জন্য পুষ্টি কিট। এছাড়াও ইস্তাহারে বিদ্যুৎ, সড়কের নানা কথা উল্লেখ হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা বাংলার শিল্প মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, আমাদের আসল লক্ষ্য সুশাসন প্রতিষ্ঠিত করা৷ বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, "বাংলা মডেল সফল হয়েছে। এখানেও আমাদের সুযোগ দিলে এই কাজ আমরা করে দেখাব।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Agartala,West Tripura,Tripura
First Published :
February 05, 2023 5:29 PM IST