হোম /খবর /দেশ /
২৪ ঘণ্টাও কাটল না! ভোট পরবর্তী হিংসায় রক্তারক্তি ত্রিপুরায়

Tripura Assembly Election: ২৪ ঘণ্টাও কাটল না! ভোট পরবর্তী হিংসায় রক্তারক্তি ত্রিপুরায়

ত্রিপুরায় ভোট পরবর্তী হিংসা

ত্রিপুরায় ভোট পরবর্তী হিংসা

আহত কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছেন আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত। ত্রিপুরার বিভিন্ন জায়গায় আহত বিজেপির কর্মীদের দেখতে জি বি হাসপাতাল যান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবও।

  • Share this:

ত্রিপুরা: নির্বাচন পর্ব মিটেছে এখনও ২৪ ঘণ্টাও হয়নি। তার মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরা। ভোট পরবর্তী হিংসায় গুরুতর আহত হলেন ৮ বিজেপি কর্মী। আগরতলা বিধানসভার ঘটনা। হামলার ঘটনার পিছনে বাম-কংগ্রেস জোটের সমর্থকদের দিকে আঙুল তুলছে পদ্মশিবির। এই মুহূর্তে জি বি হাসপাতালে চিকিৎসাধীন আহতেরা।

আহত কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছেন আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত। ত্রিপুরার বিভিন্ন জায়গায় আহত বিজেপির কর্মীদের দেখতে জি বি হাসপাতাল যান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবও।

আরও পড়ুন: বিজেপি-ও 'ভয়' পায় এই 'রাজা'কে! রইল ত্রিপুরার 'কিং'-এর 'কিং মেকার' হয়ে ওঠার কাহিনি

আরও পড়ুন: গাড়ি ভাঙচুর, মারধর! ইট-পাথর-বাঁশ! একের পর এক অশান্তি বেলাশেষের ভোটে, ত্রিপুরায় ভোট পরিসংখ্যান কত দাঁড়াল?

অভিযোগ, শুধু আগরতলাই নয়। ভোটের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরার আরও বহু এলাকা। যেমন, গত রাতে চড়িলাম বিধানসভা কেন্দ্রেও বোমাবাজি হয়। চড়িলামের ১৬ নম্বর বুথ এলাকার পুরানবাড়ি নেতাজি কলোনির বাসিন্দা হরিধন দাস। গত বৃহস্পতিবার রাতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তাঁর গোটা পরিবার। অভিযোগ, মধ্যরাতে সেই হরিধনের বাড়ির বারান্দাতে বোমা ছুড়ে পালায় একদল দুষ্কৃতী।

এছাড়়া, ভোটের পরে সিপিএম নেতা বাদল চন্দ্র এস'র কমলপুর মাণিকভাণ্ডার বাজার সংলগ্ন বাড়িতেও তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। তাঁর মারুতি অল্টো গাড়ি আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয় বলে অভিযোগ। এ নিয়ে তাঁর বাড়িতে আটবার আক্রমণের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

গত বৃহস্পতিবারই ত্রিপুরার ৬০টি আসনে ভোটগ্রহণ হয়। সেই সময়েও নানা কেন্দ্রে অশান্তির খবর তুলে ধরেন রাজনৈতিক নেতারা। তবে কোথাও ভারী কোনও হিংসার ঘটনা ঘটেনি বলেই সূত্রের খবর। আগামী ২ মার্চ ত্রিপুরা নির্বাচনের ফলপ্রকাশ।

Published by:Satabdi Adhikary
First published: