Tripura Assembly Election 2023: গাড়ি ভাঙচুর, মারধর! ইট-পাথর-বাঁশ! একের পর এক অশান্তি বেলাশেষের ভোটে, ত্রিপুরায় ভোট পরিসংখ্যান কত দাঁড়াল?

Last Updated:

Tripura Assembly Election 2023: শেষবেলায় পৌঁছতেই ক্রমশ অশান্তির উত্তাপ ত্রিপুরা বিধানসভা ভোটেও। ভোটদান সকাল থেকে মোটের উপর নির্বিঘ্ন থাকলেও এই দিন বেলা গড়াতেই শুরু হয় ত্রিপুরায় বিক্ষিপ্ত অশান্তি৷

অশান্তির উত্তাপ ত্রিপুরা বিধানসভা ভোটে
অশান্তির উত্তাপ ত্রিপুরা বিধানসভা ভোটে
আগরতলা: শেষবেলায় পৌঁছতেই ক্রমশ অশান্তির উত্তাপ ত্রিপুরা বিধানসভা ভোটেও। ভোটদান সকাল থেকে মোটের উপর নির্বিঘ্ন থাকলেও এই দিন বেলা গড়াতেই শুরু হয় ত্রিপুরায় বিক্ষিপ্ত অশান্তি৷ মারধর করার পাশাপাশি ভেঙে দেওয়া হল গাড়ি৷ ত্রিপুরার খয়েরপুর বিধানসভা আসনের প্রার্থী পবিত্র করের মুখ্য নির্বাচনী এজেন্ট সদারঞ্জন দেবের গাড়ি ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।
প্রার্থী অভিযোগ করেছেন, এদিন সকালে একাধিক জায়গা থেকে অভিযোগ আসছিল তাঁদের বুথ এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না৷ তিনি অক্ষয়কুমার বিদ্যালয়ে গিয়েছিলেন অভিযোগ পেয়ে৷ আর সেই সময়েই তাঁর গাড়ি লক্ষ্য করে প্রথমে ইট, পাথর ছোঁড়া হয়। তারপরে বাঁশ দিয়ে ভাঙচুর করা হয়।
শেষমেষ ওই এলাকা থেকে পালিয়ে বাঁচেন ওই প্রার্থী৷ ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গাড়ির উইন্ডক্রিন ভেঙে, গাছের ডাল ঢুকিয়ে দেওয়া হয়েছে। গাড়ির একাধিক কাচ ভেঙে দেওয়া হয়েছে। সদারঞ্জন বাবু জানিয়েছেন, পুলিশের সামনেই গন্ডগোল হয়েছে৷ পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি৷ এমনকি কেন্দ্রীয় বাহিনী কোনও সাহায্য করেনি বলে অভিযোগ।
advertisement
advertisement
খয়েরপুরের জোট প্রার্থী বামেদের পবিত্র কর জানিয়েছেন, "সকাল থেকে নির্বাচন কমিশন-সহ একাধিক আধিকারিককে ফোন করেছি। অভিযোগ জানিয়েছি। যদিও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ রাস্তায় পুলিশ থাকলেও তাঁদের কোনও ভূমিকা নেই বলেও অভিযোগ।"  এদিকে বিক্ষিপ্ত হিংসের মধ্যেও বেলা তিনটে পর্যন্ত ভোট পড়ল ৬৯.৯ শতাংশ যা খুবই আশাব্যঞ্জক বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
advertisement
সব সর্বশেষ পড়ুন ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023  এখানে খবর
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Assembly Election 2023: গাড়ি ভাঙচুর, মারধর! ইট-পাথর-বাঁশ! একের পর এক অশান্তি বেলাশেষের ভোটে, ত্রিপুরায় ভোট পরিসংখ্যান কত দাঁড়াল?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement