Tripura Assembly Election 2023 || Offbeat News: কর্তব্যই শেষ কথা! বাবা মারা যাওয়ার দু'দিনে অশৌচ'এই Vote-ডিউটিতে ত্রিপুরার ঝুটন চৌধুরী
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Tripura Assembly Election 2023: পিতৃবিয়োগের দু'দিনের মাথায় কাজে অনড় ঝুটন চৌধুরী৷ দিনভর দায়িত্ব সামলালেন রাইমাভ্যালি ভোটকেন্দ্রে৷
আগরতলা : ত্রিপুরার ৬০ আসনে আজ ছিল বিধানসভা ভোট। সকাল থেকেই নির্বিঘ্নেই চলে ভোটদান প্রক্রিয়া। কিছু ইভিএম সমস্যা হওয়ায় কোনও কোনও বুথে ভোটগ্রহণ বিলম্বিত হলেও সুষ্ঠুভাবেই ভোট চলে এদিন। এই নির্বাচনে এদিন দেখা গেল অন্য ছবিও।
পিতৃবিয়োগের দু'দিনের মাথায় কাজে অনড় ঝুটন চৌধুরী৷ দিনভর দায়িত্ব সামলালেন রাইমাভ্যালি ভোটকেন্দ্রে৷ দু'দিন আগেই ওনার পিতৃবিয়োগ হয়েছে৷ তা সত্ত্বেও নিজের কাজের প্রতি তিনি অনড়৷ ভোটের দিন তিনি দায়িত্ব সামলালেন হাসি মুখেই৷
advertisement
তার কাজের প্রশংসা করেছেন খোদ নির্বাচনী আধিকারিকরা৷ তাঁর কাজে যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্যেই তাঁকে বিশেষ ভাবে সাহায্য করে নির্বাচন কমিশন। অশৌচ অবস্থার মধ্যেও এদিন তিনি কাজ করে গেলেন ভোট প্রক্রিয়া সামলাতে৷ তাঁর এই কর্তব্যনিষ্ঠ মনোভাবের প্রশংসা করেছেন সকলেই।
advertisement
ঝুটন চৌধুরী অবশ্য মনে করেন এটা তাঁর দায়িত্ব। বিশেষ কিছুই করেননি তিনি। তাঁর কথায় এটা তার কর্তব্য। তিনি চাইলে অব্যাহতি নিতে পারতেন কাজ থেকে। রিজার্ভ থেকে কাউকে নিয়ে এসে ডিউটি করানো যেতে পারত। কিন্তু তিনি নিজে স্ব-ইচ্ছায় সেই কাজ করলেন।
advertisement
সব আপডেট পড়ুন ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2023 (Tripura Election Result 2023) এখানে খবর
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2023 7:20 PM IST