Tripura Assembly Election 2023 || Offbeat News: কর্তব্যই শেষ কথা! বাবা মারা যাওয়ার দু'দিনে অশৌচ'এই Vote-ডিউটিতে ত্রিপুরার ঝুটন চৌধুরী

Last Updated:

Tripura Assembly Election 2023: পিতৃবিয়োগের দু'দিনের মাথায় কাজে অনড় ঝুটন চৌধুরী৷ দিনভর দায়িত্ব সামলালেন রাইমাভ্যালি ভোটকেন্দ্রে৷

ভোট-ডিউটিতে ত্রিপুরার ঝুটন চৌধুরী
ভোট-ডিউটিতে ত্রিপুরার ঝুটন চৌধুরী
আগরতলা : ত্রিপুরার ৬০ আসনে আজ ছিল বিধানসভা ভোট। সকাল থেকেই নির্বিঘ্নেই চলে ভোটদান প্রক্রিয়া। কিছু ইভিএম সমস্যা হওয়ায় কোনও কোনও বুথে ভোটগ্রহণ বিলম্বিত হলেও সুষ্ঠুভাবেই ভোট চলে এদিন। এই নির্বাচনে এদিন দেখা গেল অন্য ছবিও।
পিতৃবিয়োগের দু'দিনের মাথায় কাজে অনড় ঝুটন চৌধুরী৷ দিনভর দায়িত্ব সামলালেন রাইমাভ্যালি ভোটকেন্দ্রে৷ দু'দিন আগেই ওনার পিতৃবিয়োগ হয়েছে৷ তা সত্ত্বেও নিজের কাজের প্রতি তিনি অনড়৷ ভোটের দিন তিনি দায়িত্ব সামলালেন হাসি মুখেই৷
advertisement
তার কাজের প্রশংসা করেছেন খোদ নির্বাচনী আধিকারিকরা৷ তাঁর কাজে যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্যেই তাঁকে বিশেষ ভাবে সাহায্য করে নির্বাচন কমিশন। অশৌচ অবস্থার মধ্যেও এদিন তিনি কাজ করে গেলেন ভোট প্রক্রিয়া সামলাতে৷ তাঁর এই কর্তব্যনিষ্ঠ মনোভাবের প্রশংসা করেছেন সকলেই।
advertisement
ঝুটন চৌধুরী অবশ্য মনে করেন এটা তাঁর দায়িত্ব। বিশেষ কিছুই করেননি তিনি। তাঁর কথায় এটা তার কর্তব্য। তিনি চাইলে অব্যাহতি নিতে পারতেন কাজ থেকে। রিজার্ভ থেকে কাউকে নিয়ে এসে ডিউটি করানো যেতে পারত। কিন্তু তিনি নিজে স্ব-ইচ্ছায় সেই কাজ করলেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Assembly Election 2023 || Offbeat News: কর্তব্যই শেষ কথা! বাবা মারা যাওয়ার দু'দিনে অশৌচ'এই Vote-ডিউটিতে ত্রিপুরার ঝুটন চৌধুরী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement