Tripura Assembly Election 2023: জোটে জট, কংগ্রেসকে প্রার্থী ফেরাতে আবেদন বামেদের! লালের সঙ্গে হাত কি মিলবে?

Last Updated:

Tripura Assembly Election 2023: ত্রিপুরায় সিপিআইএম ৪৩ আসনে প্রার্থী দিয়েছিল। এছাড়া শরিক দল সিপিআই, আরএসপি,ফরওয়ার্ড ব্লক ও নির্দলকে একটি করে আসন ছাড়ে। সব মিলিয়ে বামেদের আসন ছিল ৪৭'টি।

জোটে জট!
জোটে জট!
আগরতলা: ত্রিপুরায় জোটে জট। কংগ্রেস দলের কাছে ৪টি কেন্দ্রের প্রার্থী পদ প্রত্যাহারের আবেদন জানাল বামফ্রন্ট। কংগ্রেস ১৭ আসনে প্রার্থী দিয়েছে। তারা যেন ১৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সেই আবেদন জানানো হল। আজই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
ত্রিপুরায় সিপিআইএম ৪৩ আসনে প্রার্থী দিয়েছিল। এছাড়া শরিক দল সিপিআই, আরএসপি,ফরওয়ার্ড ব্লক ও নির্দলকে একটি করে আসন ছাড়ে। সব মিলিয়ে বামেদের আসন ছিল ৪৭'টি। বামেদের বক্তব্য কংগ্রেসের লড়ার কথা ছিল ১৩ আসনে। তারা ১৭ আসনে প্রার্থী দিয়েছে। ফলে একটা মতানৈক্য তৈরি হয়েছে উভয়ের মধ্যেই।
advertisement
advertisement
বামেদের তরফে দাবি করা হয়েছে, কৈলাসহর, ধর্মনগর,পেচারথল, করমছড়া, কমলপুর, তেলিয়ামুড়া, মোহনপুর, আগরতলা, বড়দোয়ালী, বনমালীপুর, সূর্যমণিনগর, চড়িলাম ও মাতাবাড়ি কেন্দ্রে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে বলে স্থির হয়েছিল। এরপর কংগ্রেস দল একটি তপশিলি সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিপ্রায় জানায়। তারা পাবিয়াছাড়া আসনটি দাবি করে৷ সেই বিষয়ে ফায়সালা হওয়ার আগেই, কংগ্রেস ১৭ আসনে প্রার্থী দিয়ে দেয়। তাই পাল্টা বামেরাও ১৩ আসনে প্রার্থী দিয়েছে।
advertisement
বামেদের তরফে জানানো হয়েছে, পাবিয়াছাড়া তপশিলি আসন, তারা পেচারথল আসনের বদলে কংগ্রেসকে ছেড়ে দেবে। কংগ্রেস যেন চার আসনের মনোনয়ন প্রত্যাহার করে নেয়৷ বামেরাও মনোনয়ন বাকি আসন থেকে তুলে নেবে বলে জানিয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Assembly Election 2023: জোটে জট, কংগ্রেসকে প্রার্থী ফেরাতে আবেদন বামেদের! লালের সঙ্গে হাত কি মিলবে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement