Mamata Banerjee: কয়েকশো কোটির ডালি, পাখির চোখ বর্ধমানের জন্য বিশেষ পরিকল্পনা মুখ্যমন্ত্রীর!
- Published by:Suman Biswas
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: কয়েকশো কোটি টাকার উপহারের ডালি নিয়ে আজ বর্ধমান জেলায় মুখ্যমন্ত্রী। পূর্ব - পশ্চিম দুই বর্ধমানের একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বর্ধমান: বৃহস্পতিবার কয়েকশো কোটি টাকার উপহারের ডালি নিয়ে পঞ্চায়েত ভোটের আগে বর্ধমান জেলায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান এই দুই জেলার এই একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ পূর্ব বর্ধমানের পৌঁছানোর কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মূলত পূর্ব ও পশ্চিম বর্ধমান এই দুই জেলার ছাত্রছাত্রীদের সাইকেল তুলে দেওয়ার পাশাপাশি দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন প্রকল্প উপভোক্তাদের হাতে তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার থেকেই চার দিনের জেলা সফর শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার মালদহ জেলায় মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, বুধবার বোলপুরে বীরভূম জেলার এবং এদিন পূর্ব ও পশ্চিমে এই দুই বর্ধমানে সরকারি পরিষেবার বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগেই বিভিন্ন জেলায় জেলায় দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দিতে চান স্বয়ং মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই তার জেলা সফর শেষ হচ্ছে। এদিন পূর্ব বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দিয়ে বিকেলেই কলকাতা ফিরে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন সূত্রে খবর আগামী সপ্তাহে বিধানসভা ভোটের প্রচারে ত্রিপুরা যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা থেকে ফিরে এসেই ফের জেলা সফরে বের হতে পারেন তৃণমূল নেত্রী। যদিও এর মাঝে রাজ্য বিধানসভার অধিবেশন আছে।
advertisement
advertisement
নবান্ন সূত্রে খবর এরপর পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই এই কর্মসূচিও করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি ও নিতে শুরু করেছে নবান্নের শীর্ষ মহল। বুধবার বোলপুরের অনুষ্ঠান থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন ফের মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
বিশেষত বুধবার কেন্দ্রের তরফে পেশ করা বাজেট নিয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বর্ধমানের প্রশাসনিক সভা থেকেও কেন্দ্রের বিরুদ্ধে ১০০দিনের কাজের টাকা না দেওয়াসহ একাধিক ইস্যু নিয়ে ফের যে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2023 9:28 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: কয়েকশো কোটির ডালি, পাখির চোখ বর্ধমানের জন্য বিশেষ পরিকল্পনা মুখ্যমন্ত্রীর!