আজ থেকেই থেকে ফের হাওয়া বদলের ইঙ্গিত। ফের একবার কলকাতায় হালকা শীতের আমেজ। আগামী সোমবার পর্যন্ত এই শীতের আমেজ বজায় থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কনকনে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে কলকাতায়। রাজধানী শহরে ১৫ ডিগ্রির কাছাকাছি ও জেলার ক্ষেত্রে ১২ ডিগ্রির কাছাকাছি পারদ নামতে পারে। প্রতিবেদন: বিশ্বজিৎ সাহা। প্রতীকী ছবি।
দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা এ বার কমবে। ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আগামী ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা প্রায় একইরকম থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সিকিমের পার্বত্য এলাকায় বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। প্রতীকী ছবি।