হোম /খবর /দেশ /
বাম-বিজেপি হাতাহাতি! ভোটের সকালে উত্তপ্ত ত্রিপুরার শান্তিরবাজার এলাকা

Tripura Assembly Election: বাম-বিজেপি হাতাহাতি! ভোটের সকালে উত্তপ্ত ত্রিপুরার শান্তিরবাজার এলাকা

এর মধ্যেই ভোটের দিন সকালে উত্তেজনা ছড়ায় শান্তিরবাজার কালাছড়ায এলাকায়। মারপিঠের ঘটনায় আক্রান্ত চন্দন দাস, শিপন মজুমদার। দু'জনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে জানা গিয়েছে৷ জানা গিয়েছে, একজনের পায়ে আঘাত লেগেছে, আরেকজনের পিঠে।

আরও পড়ুন...
  • Share this:

আগরতলা: সকাল থেকেই অশান্ত ভোটের ত্রিপুরার শান্তিরবাজার এলাকা। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ বামেদের৷ গোটা ঘটনায় দু'জন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে৷

রাজনৈতিক হিংসার ঘটনা ত্রিপুরায় নতুন নয়। সেই কারণে নির্বাচনের আগেই কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্য। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে রাজ্য পুলিশ। সকলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর।

আরও পড়ুন: বিজেপি-র প্রত্যাবর্তন নাকি ফের পালাবদল? কড়া নিরাপত্তায় ত্রিপুরায় শুরু ভোটগ্রহণ

এর মধ্যেই ভোটের দিন সকালে উত্তেজনা ছড়ায় ত্রিপুরার শান্তিরবাজার কালাছড়ায় এলাকায়। মারপিঠের ঘটনায় আক্রান্ত চন্দন দাস, শিপন মজুমদার। দু'জনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে জানা গিয়েছে৷ জানা গিয়েছে, একজনের পায়ে আঘাত লেগেছে, আরেকজনের পিঠে।

আরও পড়ুন: বিজেপি-ও 'ভয়' পায় এই 'রাজা'কে! রইল ত্রিপুরার 'কিং'-এর 'কিং মেকার' হয়ে ওঠার কাহিনি

আজ, ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। এদিন সকাল ৭টা থেকেই ত্রিপুরায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ৷ ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল ৪টে পর্যন্ত৷ গোটা রাজ্যে মোট ৩ হাজার ৩৩৭টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে৷ যার মধ্যে ১১০০ কেন্দ্রকে স্পর্শকাতর এবং ২৮টিকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন৷ অশান্তি এড়াতে রাজ্যের সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে৷ নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর ৩১ হাজার জওয়ান এবং রাজ্য পুলিশের ২৫ হাজার কর্মীকে মোতায়েন করা হয়েছে৷

সব সর্বশেষ পড়ুন ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023  এখানে খবর
Published by:Satabdi Adhikary
First published:

Tags: Tripura Assembly Election 2023, Tripura Election