Tripura assembly election: বিজেপি-র প্রত্যাবর্তন নাকি ফের পালাবদল? কড়া নিরাপত্তায় ত্রিপুরায় শুরু ভোটগ্রহণ

Last Updated:

এবার ত্রিপুরার নির্বাচনে অবশ্যই সবার নজর রয়েছে বাম-কংগ্রেসের অঘোষিত জোট এবং তিপরামোথার দিকে৷

সাতসকাল ত্রিপুরার একটি ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন। Photo-ANI
সাতসকাল ত্রিপুরার একটি ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন। Photo-ANI
আগরতলা: দ্বিতীয় বারের জন্য ত্রিপুরায় ক্ষমতায় ফিরবে বিজেপি? নাকি বাম-কংগ্রেস জোটের উপরে আস্থা রাখবেন উত্তর-পূর্বের এই রাজ্যের মানুষ? নাকি সবাইকে চমকে দিয়ে ত্রিপুরায় সরকার গঠনে নির্ণায়ক শক্তি হয়ে উঠবে প্রদ্যোৎ মাণিক্যর তিপরামোথা?
আজ এই সিদ্ধান্তই নেবেন ত্রিপুরার ২৮ লক্ষ ভোটার৷ যদিও এই সব প্রশ্নের জবাব মিলবে আগামী ২ মার্চ৷ ওই দিন ত্রিপুরার সঙ্গেই মেঘালয় এবং নাগাল্যান্ড নির্বাচনেরও ফল ঘোষণা৷ যদিও উত্তর পূর্বের এই দুই রাজ্যে ভোট গ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি৷
advertisement
advertisement
সকাল ৭টা থেকেই ত্রিপুরায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ৷ ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল ৪টে পর্যন্ত৷ গোটা রাজ্যে মোট ৩ হাজার ৩৩৭টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে৷ যার মধ্যে ১১০০ কেন্দ্রকে স্পর্শকাতর এবং ২৮টিকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন৷ অশান্তি এড়াতে রাজ্যের সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে৷ নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর ৩১ হাজার জওয়ান এবং রাজ্য পুলিশের ২৫ হাজার কর্মীকে মোতায়েন করা হয়েছে৷
advertisement
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা লড়ছেন টাউন বরদৌলি কেন্দ্র থেকে৷ আগরতলার তুলসিবাথি হাইস্কুলে ভোট দেবেন তিনি৷ এক বছর আগে বিপ্লব দেবকে সরিয়ে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করার যে সিদ্ধান্ত বিজেপি নিয়েছিল, তা সঠিক না ভুল, এই নির্বাচন সেই প্রশ্নেরও উত্তর দেবে৷
advertisement
তবে এবার ত্রিপুরার নির্বাচনে অবশ্যই সবার নজর রয়েছে বাম-কংগ্রেসের অঘোষিত জোট এবং তিপরামোথার দিকে৷ সরাসরি জোট না বাঁধলেও বিজেপি-কে রুখতে আসন সমঝোতার পথে হেঁটেছে বাম এবং কংগ্রেস৷ পশ্চিমবঙ্গে ব্যর্থ হওয়ার পর ত্রিপুরায় তাদের এই কৌশল ফলপ্রসূ হয় কি না, সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে রাজনৈতিক মহল৷ আবার পৃথক রাজ্য গ্রেটার তিপরাল্যান্ড গঠনের দাবিতে সরব হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আদিবাসীদের সমর্থন পুষ্ট তিপরামোথা শেষ পর্যন্ত বিজেপি-কে কতটা বেগ দেয়, সেটাও দেখার৷ কারণ ত্রিপুরার রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ মাণিক্যর দল ৪২টি আসনে লড়ছে৷ আদিবাসীরা ত্রিপুরার নির্বাচনে অন্যতম বড় ফ্যাক্টর৷ রাজ্যের ৬০টি আসনের এক তৃতীয়াংশই আদিবাসীদের জন্য সংরক্ষিত৷
advertisement
গত নির্বাচনে আদিবাসী ভোট টানতে আইপিএফটি-র সঙ্গে জোট বেঁধেছিল বিজেপি৷ মাঝে সংঘাতের পর এবারেও দুই দল জোট বেঁধেই লড়ছে৷ তবে তিপরামোথার উত্থানে অনেকটাই কোণঠাসা আইপিএফটি৷ এবারের নির্বাচনে মাত্রা ৬টি আসনে লড়ছে তারা৷ বিজেপি প্রার্থী দিয়েছে ৫৫টি আসনে৷ একটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে দুই দলের৷
এর পাশাপাশি ত্রিপুরার ২৮টি আসনে লড়ছে তৃণমূল কংগ্রেস৷ ত্রিপুরায় ভোট প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা৷ প্রথমে ক্ষমতা দখলের কথা বললেও নিজেদের সাংগঠনিক শক্তি বিচার করে শেষ পর্যন্ত ২৮টি আসনেই লড়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল৷ লক্ষ্য ত্রিপুরায় নিজেদের পায়ের তলার মাটি শক্ত করা৷ গোয়ায় ব্যর্থতার পর বাঙালি ত্রিপুরায় তৃণমূল কেমন ফল করে, এই নির্বাচনে সেটিও কৌতূহলের বিষয়৷
advertisement
সব সর্বশেষ পড়ুন ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023  এখানে খবর
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura assembly election: বিজেপি-র প্রত্যাবর্তন নাকি ফের পালাবদল? কড়া নিরাপত্তায় ত্রিপুরায় শুরু ভোটগ্রহণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement