Covid free states in India: চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মধ্যেও সুখবর, করোনা মুক্ত হল দেশের এই দুই রাজ্য

Last Updated:

শনিবার রাত থেকে অরুণাচল প্রদেশে কোনও করোনা আক্রান্ত রোগীর খোঁজ মেলেনি৷ ত্রিপুরায় গত এক সপ্তাহ ধরে কোনও সক্রিয় রোগী পাওয়া যায়নি (Covid free states in India)৷

#আগরতলা: শেষ হয়েও যেন শেষ হচ্ছে না করোনা অতিমারি (Covid 19)৷ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউয়ের পর চতুর্থ ঢেউয়ের (Covid 19 Fourth Wave) আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা৷ এরই মধ্যে করোনার ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা দেশই৷
এই পরিস্থিতিতেই আরও বড় সুসংবাদ এলো উত্তর পূর্ব ভারত থেকে৷ অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) এবং ত্রিপুরা (Tripura)- এই দুই রাজ্যই আপাতত করোনা মুক্ত৷ কারণ এই মুূহূর্তে দুই রাজ্যেই সক্রিয় কোনও করোনা আক্রান্ত নেই বলে দাবি করেছে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসন৷
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাত থেকে অরুণাচল প্রদেশে কোনও করোনা আক্রান্ত রোগীর খোঁজ মেলেনি৷ ত্রিপুরায় গত এক সপ্তাহ ধরে কোনও সক্রিয় রোগী পাওয়া যায়নি৷ অনেকটা একই ছবি অসমেও৷ সেখানেও শনিবার নতুন করে কোনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি৷ অসমের বেশিরভাগ জেলাতেই গত দশদিনে করোনা আক্রান্তের খোঁজ মিলছে না৷
advertisement
advertisement
অরুণাচল প্রদেশের স্বাস্থ্য সচিব পি পার্থিবনের দাবি, তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে স্বাস্থ্য দফতরের আধিকারিক ও কর্মীদের কঠিন পরিশ্রমের ফলেই করোনা মুক্ত হয়েছে রাজ্য৷ অন্যদিকে সংক্রমণ আটকাতে কঠোর পদক্ষেপ করেছিল ত্রিপুরাও৷ আগরতলা বিমানবন্দরে অবতরণ করা সব বিমানের যাত্রীদেরই করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল৷ এমন কি, আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকলেও কাউকে ছাড় দেওয়া হয়নি৷
advertisement
ত্রিপুরার স্বাস্থ্য অধিকর্তা শুভাশিস দেব শর্মা জানিয়েছেন, গত দশ থেকে পনেরো দিনে দৈনিক প্রায় এক হাজার করে পরীক্ষা করা হলেও রাজ্যে কারও করোনা ধরা পড়েনি৷ যে কারণেই ত্রিপুরাকে আপাতত করোনা মুক্ত বলা চলে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid free states in India: চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মধ্যেও সুখবর, করোনা মুক্ত হল দেশের এই দুই রাজ্য
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement