Covid free states in India: চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মধ্যেও সুখবর, করোনা মুক্ত হল দেশের এই দুই রাজ্য
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শনিবার রাত থেকে অরুণাচল প্রদেশে কোনও করোনা আক্রান্ত রোগীর খোঁজ মেলেনি৷ ত্রিপুরায় গত এক সপ্তাহ ধরে কোনও সক্রিয় রোগী পাওয়া যায়নি (Covid free states in India)৷
#আগরতলা: শেষ হয়েও যেন শেষ হচ্ছে না করোনা অতিমারি (Covid 19)৷ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউয়ের পর চতুর্থ ঢেউয়ের (Covid 19 Fourth Wave) আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা৷ এরই মধ্যে করোনার ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা দেশই৷
এই পরিস্থিতিতেই আরও বড় সুসংবাদ এলো উত্তর পূর্ব ভারত থেকে৷ অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) এবং ত্রিপুরা (Tripura)- এই দুই রাজ্যই আপাতত করোনা মুক্ত৷ কারণ এই মুূহূর্তে দুই রাজ্যেই সক্রিয় কোনও করোনা আক্রান্ত নেই বলে দাবি করেছে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসন৷
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাত থেকে অরুণাচল প্রদেশে কোনও করোনা আক্রান্ত রোগীর খোঁজ মেলেনি৷ ত্রিপুরায় গত এক সপ্তাহ ধরে কোনও সক্রিয় রোগী পাওয়া যায়নি৷ অনেকটা একই ছবি অসমেও৷ সেখানেও শনিবার নতুন করে কোনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি৷ অসমের বেশিরভাগ জেলাতেই গত দশদিনে করোনা আক্রান্তের খোঁজ মিলছে না৷
advertisement
advertisement
অরুণাচল প্রদেশের স্বাস্থ্য সচিব পি পার্থিবনের দাবি, তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে স্বাস্থ্য দফতরের আধিকারিক ও কর্মীদের কঠিন পরিশ্রমের ফলেই করোনা মুক্ত হয়েছে রাজ্য৷ অন্যদিকে সংক্রমণ আটকাতে কঠোর পদক্ষেপ করেছিল ত্রিপুরাও৷ আগরতলা বিমানবন্দরে অবতরণ করা সব বিমানের যাত্রীদেরই করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল৷ এমন কি, আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকলেও কাউকে ছাড় দেওয়া হয়নি৷
advertisement
ত্রিপুরার স্বাস্থ্য অধিকর্তা শুভাশিস দেব শর্মা জানিয়েছেন, গত দশ থেকে পনেরো দিনে দৈনিক প্রায় এক হাজার করে পরীক্ষা করা হলেও রাজ্যে কারও করোনা ধরা পড়েনি৷ যে কারণেই ত্রিপুরাকে আপাতত করোনা মুক্ত বলা চলে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2022 12:10 AM IST