Trinamool Congress: লোকসভায় এবার উত্তর প্রদেশ থেকেও লড়বে তৃণমূল কংগ্রেস, পূর্ণ সমর্থন সপা-র

Last Updated:

সূত্রের খবর, প্রাক্তন কংগ্রেস নেতা কমলাপতি ত্রিপাঠীর নাতি রাজেশ ত্রিপাঠী ঘাসফুলের হয়ে ময়দানে নামতে চলেছেন। বাবার মতোই চান্দোলি আসন থেকেই লড়তে চাইছেন রাজেশ। তাঁকে পূর্ণ সমর্থন দেবে সমাজবাদী পার্টি।

এই প্রথম উত্তর প্রদেশ থেকে লোকসভার একটি আসনে লড়তে চলেছে তৃণমূল
এই প্রথম উত্তর প্রদেশ থেকে লোকসভার একটি আসনে লড়তে চলেছে তৃণমূল
আবীর ঘোষাল, কলকাতা: এই প্রথম দেশের সর্ববৃহৎ রাজ্য উত্তর প্রদেশ থেকে লোকসভার একটি আসনে লড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। গত ডিসেম্বর মাসেই সমাজবাদী পার্টির কোর কমিটির বৈঠকে বিষয়টিতে চূড়ান্ত সিলমোহর পড়েছে। সমাজবাদী পার্টির কোর কমিটির বৈঠক হয়। সেখানেই তৃণমূল কংগ্রেসকে একটি আসন ছাড়ার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়। এনিয়ে দলের সহ-সভাপতি কিরণময় নন্দ বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একটি আসনে লড়তে চেয়েছিলেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূলকে একটি আসন ছাড়া হবে। আমাদের নেতা অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে।” সূত্রের খবর, প্রাক্তন কংগ্রেস নেতা কমলাপতি ত্রিপাঠীর নাতি রাজেশ ত্রিপাঠী ঘাসফুলের হয়ে ময়দানে নামতে চলেছেন। বাবার মতোই চান্দোলি আসন থেকেই লড়তে চাইছেন রাজেশ। তাঁকে পূর্ণ সমর্থন দেবে সমাজবাদী পার্টি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্ডিয়া জোটের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে একটি অংশ বিশেষভাবে সক্রিয়। সেই গোষ্ঠীতে রয়েছেন অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরের মতো নেতারা। মূলত, কংগ্রেসের সঙ্গে টানাপোড়েনই এই নেতাদের একসাথে আসা। কংগ্রেসের ‘জমিদারি’ মেজাজ নিয়েও সুর চড়িয়েছেন অনেকেই। বিশেষ করে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর সেই আওয়াজ আরও জোরাল হয়েছে। রাজনৈতিক মহলের অনেকের প্রশ্ন হচ্ছে, তৃণমূলকে আসন ছাড়ার বিনিময়ে কী পাবে অখিলেশের দল? আপাতত এসপির বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাবশত এই সিদ্ধান্ত।
advertisement
advertisement
সমাজবাদী পার্টির এক নেতা বলেন, “উত্তর প্রদেশে গত বিধানসভা নির্বাচনে ৪০০টি আসনে কংগ্রেস লড়ে মাত্র ২টি পেয়েছিল। বহু আসনে তাদের জমানত বাজেয়াপ্ত হয়ে যায়। অমেঠী এবং রায়বরেলীতে কংগ্রেসের তুলনায় এসপি-র শক্তি অনেক বেশি থাকা সত্ত্বেও ঐতিহ্য মেনে এই দু’টি আসন সনিয়া এবং রাহুল গান্ধিকে ছেড়ে থাকে এসপি।” প্রসঙ্গত এবার রায়বেরেলী থেকে লড়বেন না সনিয়া গান্ধি। অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে গোটা রাজ্যেই হিন্দুত্বের প্রচারে নেমে পড়তে চাইছে বিজেপি। লোকসভার প্রচারে কোন অস্ত্রে তার মোকাবিলা করবে দল? এসপি সূত্রে বলা হচ্ছে, জাতভিত্তিক জনগণনা, গণনার ভিত্তিতে জনসংখ্যা অনুযায়ী ওবিসি-দের ভাগীদারি, কিছু কর্পোরেটের হাতে দেশের অর্থব্যবস্থাকে তুলে দেওয়া, কৃষকের দুরবস্থা, বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো সাধারণ মানুষের সমস্যার বিষয়গুলিকে আনা হবে প্রচারে। গত পাঁচ বছরে যোগী সরকারের বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগকেও সামনে আনা হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Trinamool Congress: লোকসভায় এবার উত্তর প্রদেশ থেকেও লড়বে তৃণমূল কংগ্রেস, পূর্ণ সমর্থন সপা-র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement