Trains Cancelled due to Assam Flood: বিপর্যস্ত অসম! ভয়াবহ বন্যা ও ধসের জেরে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন তালিকা

Last Updated:

Assam Flood and Landslide: ধস ও বন্যার কারণে ১১ জোড়া ট্রেনের যাত্রাপথ বাতিল করা হয়েছে। ৫ জোড়া ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে ভারতীয় রেল।

Assam Flood
Assam Flood
#অসম: ক্রমেই ভয়াবহ হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি! অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত অসমের যমুনামুখ জেলার দু’টি গ্রামের ৫০০ টিরও বেশি পরিবারকে এখন রেললাইনের ধারে বাস করতে হচ্ছে। এই সম্পূর্ণ এলাকাতে একমাত্র এক এই রেলপথ ছাড়া বাকি সবটাই এখন জলের তলায়। বন্যার জেরে লামডিং ডিভিশনের লামডিং-বদরপর পাহাড়ি সেকশনের জাটিঙ্গ লামপুর-নিউ হারাঙ্গাজাও ও বান্দরকাল-ডিটকছড়ার মধ্যে একাধিক স্থানে ভূমিধস নেমেছে। ধস ও বন্যার কারণে ১১ জোড়া ট্রেনের যাত্রাপথ বাতিল করা হয়েছে। ৫ জোড়া ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে ভারতীয় রেল।
বাতিল ট্রেনের তালিকা
ট্রেন নং 12503 বেঙ্গালুরু ক্যান্ট – আগরতলা এক্সপ্রেস, ৩১ মে এবং ৭, ১৪, ২১ এবং ২৮ জুন বেঙ্গালুরু ক্যান্ট এবং আগরতলার মধ্যে বাতিল থাকবে।
advertisement
ট্রেন নং 12504 আগরতলা – বেঙ্গালুরু ক্যান্ট এক্সপ্রেস, ২৮ মে এবং ৪, ১১, ১৮ এবং ২৫ জুন আগরতলা এবং বেঙ্গালুরু ক্যান্টের মধ্যে বাতিল থাকবে।
advertisement
ট্রেন নং 14620 ফিরোজপুর ক্যান্ট – আগরতলা এক্সপ্রেস, ২৩, ৩০ মে, এবং ৬, ১৩, ২০ এবং ২৭ জুন ফিরোজপুর ক্যান্ট এবং আগরতলার মধ্যে বাতিল থাকবে৷
ট্রেন নং 14619 আগরতলা – ফিরোজপুর ক্যান্ট এক্সপ্রেস, ২৬ মে এবং ২, ৯, ১৬ এবং ২৩ এবং ৩০ জুন আগরতলা এবং ফিরোজপুর ক্যান্টের মধ্যে বাতিল থাকবে৷
advertisement
ট্রেন নং 14037 শিলচর- নয়াদিল্লি পূর্বোত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, ২৩, এবং ৩০ মে, ৬, ১৩, ২০ এবং ২৭ জুন এবং ৪ জুলাই শিলচর এবং নয়াদিল্লির মধ্যে বাতিল থাকবে৷
ট্রেন নং 14038 নয়াদিল্লি – শিলচর পূর্বোত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, ২৬ মে, ২, ৯, ১৬, ২৩ এবং ৩০ জুন নয়াদিল্লি এবং শিলচরের মধ্যে বাতিল থাকবে৷
advertisement
ট্রেন নং 15626 আগরতলা – দেওঘর এক্সপ্রেস, ২৮ মে, ৪, ১১, ১৮ এবং ২৫ জুন আগরতলা এবং দেওঘরের মধ্যে বাতিল থাকবে৷
ট্রেন নং 15625 দেওঘর- আগরতলা এক্সপ্রেস, ৩০ মে, ৬, ১৩, ২০ এবং ২৭ জুন দেওঘর এবং আগরতলার মধ্যে বাতিল থাকবে৷
ট্রেন নং 15641 শিলচর- নতুন তিনসুকিয়া এক্সপ্রেস, ২৮ মে, ৪, ১১, ১৮ এবং ২৫ জুন শিলচর এবং নতুন তিনসুকিয়ার মধ্যে বাতিল থাকবে৷
advertisement
ট্রেন নং 15642 নতুন তিনসুকিয়া- শিলচর এক্সপ্রেস, ২৯ মে, ৫, ১২, ১৯ এবং ২৬ জুন নতুন তিনসুকিয়া এবং শিলচরের মধ্যে বাতিল থাকবে৷
ট্রেন নং 20501 আগরতলা – আনন্দ বিহার টার্মিনাস তেজস এক্সপ্রেস, ২৩ ও ৩০ মে এবং ৬, ১৩, ২০ এবং ২৭ জুন আগরতলা এবং আনন্দ বিহার টার্মিনাসের মধ্যে বাতিল থাকবে৷
advertisement
ট্রেন নম্বর 20502 আনন্দ বিহার টার্মিনাস- আগরতলা তেজস এক্সপ্রেস, ২৫ মে এবং ১, ৮, ১৫ এবং ২২ এবং ২৯ জুন আনন্দ বিহার টার্মিনাস এবং আগরতলার মধ্যে বাতিল থাকবে৷
ট্রেন নং 01665 রানী কমলাপতি – আগরতলা স্পেশাল, ২৬ মে এবং ২, ৯, ১৬ এবং ২৩ এবং ৩০ জুন রানি কমলাপতি এবং আগরতলার মধ্যে বাতিল থাকবে৷
advertisement
ট্রেন নং 01666 আগরতলা- রানি কমলাপতি স্পেশাল, ২২ ও ২৯ মে এবং ৫, ১২, ১৯ এবং ২৬ জুন এবং ৩ জুলাই আগরতলা এবং রানি কমলাপতির মধ্যে বাতিল থাকবে৷
ট্রেন নং 15615/15616 গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস, ২৩ মে থেকে ৩০ জুন পর্যন্ত বাতিল থাকবে৷
ট্রেন নং 15611 গুয়াহাটি – শিলচর এক্সপ্রেস, ২৩, ২৬, ২৮ ও ৩০ মে এবং ২, ৪, ৬, ৯, ১১, ১৩, ১৬, ১৮, ২০, ২৩, ২৫, ২৭, ৩০ জুন গুয়াহাটি এবং শিলচরের মধ্যে বাতিল থাকবে।
ট্রেন নং 15612 শিলচর – গুয়াহাটি এক্সপ্রেস, ২৫, ২৭ ও ২৯ মে এবং ১, ৩, ৫, ৮, ১০, ১২, ১৫, ১৭, ১৯, ২২, ২৪, ২৬, ২৯ জুন, এবং ১ জুলাই শিলচর এবং গুয়াহাটির মধ্যে বাতিল থাকবে।
ট্রেন নং 07030 সেকেন্দ্রাবাদ – আগরতলা স্পেশাল ২৩ এবং ৩০ মে এবং ৬, ১৩, ২০ এবং ২৭ জুন সেকেন্দ্রাবাদ এবং আগরতলার মধ্যে বাতিল থাকবে৷
ট্রেন নম্বর 07029 আগরতলা- সেকেন্দ্রাবাদ স্পেশাল, ২৭ মে, ৩, ১০, ১৭ এবং ২৪ জুন এবং ১ জুলাই আগরতলা এবং সেকেন্দ্রাবাদের মধ্যে বাতিল থাকবে৷
ট্রেন নং 15888/15887 গুয়াহাটি – বদরপুর জংশন – গুয়াহাটি ট্যুরিস্ট এক্সপ্রেস, ২৫ ও ২৮ মে এবং ১, ৪, ৮, ১১, ১৫, ১৮, ২২, ২৫ এবং ২৯ জুন থেকে বাতিল থাকবে।
আংশিকভাবে বন্ধ ট্রেন
শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
13174-আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
অসমের বন্যায় এখনও অবধি মোট ২৯ টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী, রাজ্যের ৮৪ টি রাজস্ব সার্কেলের ২২৫১ টি গ্রাম বন্যার কবলে চলে গিয়েছে। ৮০ হাজার হেক্টর জমির ফসলও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার জেরে আট লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে এখন ১৪।
বাংলা খবর/ খবর/দেশ/
Trains Cancelled due to Assam Flood: বিপর্যস্ত অসম! ভয়াবহ বন্যা ও ধসের জেরে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন তালিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement