IAF Aircraft Crash: প্রশিক্ষণের সময়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, বায়ুসেনার বিমান ভেঙে মৃত ২ পাইলট
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
IAF Aircraft Crash: সোমবার সকালে তেলঙ্গানার দিন্দিগালে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন পিলাটাস ট্রেনার বিমান ভেঙে পড়ে।
তেলঙ্গনাঃ ভারতীয় বিমান বাহিনী (IAF) Pilatus PC 7 Mk-II বিমান ভেঙে পড়ল। তেলঙ্গানার মেদক জেলার তুপ্রানের রাভেল্লির মেদক জেলায় বিমানটি ভেঙে পড়ে। তেলঙ্গানার (Telangana) দিন্দিগালে এয়ারফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ চলাকালীন একটি বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
বায়ুসেনার এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে তেলঙ্গানার দিন্দিগালে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন পিলাটাস ট্রেনার বিমান ভেঙে পড়ে। একজন প্রশিক্ষক ও ক্যাডেট ছিলেন বিমানে। দুর্ঘটনায় বায়ুসেনার পাইলটের মৃত্যু হয়।
advertisement
advertisement
বায়ুসেনার এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে তেলঙ্গানার দিন্দিগালে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন পিলাটাস ট্রেনার বিমান ভেঙে পড়ে। একজন প্রশিক্ষক ও ক্যাডেট ছিলেন বিমানে। দুর্ঘটনায় বায়ুসেনার পাইলটের মৃত্যু হয়। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাইলটদের মৃত্যুতে শোক প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ পোস্টে লেখেন, “হায়দরাবাদের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুই পাইলট প্রাণ হারিয়েছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।”
advertisement
#WATCH | A Pilatus PC 7 Mk II aircraft met with an accident today morning during a routine training sortie from AFA, Hyderabad. Both pilots onboard the aircraft sustained fatal injuries. No damage to any civil life or property has been reported: Indian Air Force officials https://t.co/EbRlfdILfg pic.twitter.com/Eu65ldloo6
— ANI (@ANI) December 4, 2023
advertisement
সূত্রের খবর, কয়েক মিনিটের মধ্যেই বিমানটি পুড়ে ছাই হয়ে যায়। তবে আইএএফ বিমানটিতে কতজন লোক ছিল তা নিয়ে স্থানীয়রা এখনও নিশ্চিত নয়। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। বায়ুসেনার তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আইএএফের একটি বিবৃতিতে বলা হয়েছে, “বিমানটি সুরাতগড়ের এয়ারফোর্স স্টেশন থেকে একটি নিয়মিত অপারেশনাল ট্রেনিংয়ের জন্য আকাশে উড়েছিল৷ এরপরেই, পাইলট অনবোর্ড জরুরি অবস্থার সম্মুখীন হন। তিনি বিমানটি অবতরণের চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। পাইলটকে সুরতগড় ঘাঁটি থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তর পূর্ব থেকে উদ্ধার করা হয়।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 12:35 PM IST