Train Alert: বুধবার থেকেই বাতিল আটটি জরুরি ট্রেন! না জেনে বাড়ি থেকে বেরোলেই তুমুল হয়রানি

Last Updated:

বুধবার, ১০ থেকে ১৫ই মে এই তারিখের মধ্যে অনেকগুলি ট্রেন বাতিল করা হয়েছে৷ পূর্ব মধ্য রেলওয়ের চার জোড়া অর্থাৎ মোট আটটি ট্রেন বাতিল।

বুধবার থেকেই বাতিল আটটি জরুরি ট্রেন! না জেনে বাড়ি থেকে বেরোলেই তুমুল হয়রানি
বুধবার থেকেই বাতিল আটটি জরুরি ট্রেন! না জেনে বাড়ি থেকে বেরোলেই তুমুল হয়রানি
বুধবার, ১০ থেকে ১৫ই মে এই তারিখের মধ্যে অনেকগুলি ট্রেন বাতিল করা হয়েছে৷ পূর্ব মধ্য রেলওয়ের চার জোড়া অর্থাৎ মোট আটটি ট্রেন বাতিল। সামনেই যদি ট্রেনযাত্রার পরিকল্পনা থাকে, তা হলে অবশ্যই জেনে নিন কোন কোন রুটে কোন ট্রেনগুলি বাতিল করা হবে৷
সাম্প্রতিকতম খবর অনুযায়ী উত্তর রেলওয়ের বানথ্রা স্টেশনে রেলের উন্নয়ন সংক্রান্ত কাজের পরিপ্রেক্ষিতেই এই ট্রেনগুলিকে বাতিল করা হয়েছে৷ এর মধ্যে বেশিরভাগ ট্রেনগুলিই হল দূরপাল্লার ট্রেন৷ অনেকগুলি হাজার কিলোমিটারেরও বেশি ভ্রমণ করে৷ নীচে বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা দেওয়া হল৷
advertisement
১. ১২৩৬৯ হাওড়া-দেরাদুন এক্সপ্রেস
১২৩৬৯ নম্বরের হাওড়া-দেরাদুন এক্সপ্রেস ১৩ এবং ১৪ মে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল৷ এটি বাতিল করা হল৷ আবার ১২৩৭০ নম্বরের দেরাদুন-হাওড়া এক্সপ্রেসের ১৪ এবং ১৫ মে দেরাদুন থেকে ছাড়ার কথা৷ দেরাদুন থেকে হাওড়াগামী এই ট্রেনটিও বাতিল করা হল৷ আপ এবং ডাউন মিলিয়ে এই ট্রেনটি হাওড়া, ঝাঝা, জামুই, কিউল, মোকামা, পাটনা, আররাহ, বক্সার, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, লখনউ, বেরেলি, মোরাদাবাদ-সহ বিভিন্ন স্টেশনে থামে।
advertisement
২. ১৩২৫৭ দানাপুর – আনন্দ বিহার টার্মিনাস এক্সপ্রেস
১৩২৫৭ দানাপুর-আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস ১৩ এবং ১৪ মে দানাপুর থেকে ছাড়বে৷ আবার অন্যদিকে ১৩২৫৮ নম্বরের ট্রেনটি ১৪ এবং ১৫ মে আনন্দ বিহার টার্মিনাল থেকে ছাড়বে৷ আপ এবং ডাউন দুই দিকে এই ট্রেনটি দানাপুর, আরাহ, বক্সার, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, লখনউ, মোরাদাবাদ এবং অন্যান্য কিছু স্টেশনে থামার কথা৷ এই ট্রেনটিও বাতিল করা হয়েছে৷
advertisement
৩. ১৪৬১৭ বনমানখি-অমৃতসর এক্সপ্রেস
১৪৬১৭ নম্বর বনমানখি-অমৃতসর এক্সপ্রেস ১৩ থেকে ১৬ মে বনমানখি থেকে ছেড়ে যাওয়ার কথা। ফিরতি পথে, ১১ থেকে ১৪ মে অমৃতসর থেকে ছেড়ে যাওয়া ট্রেন নম্বর ১৪৬১৮ অমৃতসর-বনমানখি এক্সপ্রেস বাতিল থাকবে। আপ এবং ডাউন দিকে এই ট্রেনটি বনমানখি, সহরসা, সিমরি বখতিয়ারপুর, খাগরিয়া, বেগুসরাই, বারাউনি, হাজিপুর, সিওয়ান-সহ অন্যান্য স্টেশনে থামে। এই ট্রেনটি বাতিল৷
advertisement
৪. ১২২০৩ সহরসা-অমৃতসর এক্সপ্রেস
১২২০৩ সহরসা-অমৃতসর এক্সপ্রেসকেও বাতিল করা হয়েছে৷ এই ট্রেনটি ১৪ই মে সহরসা থেকে ছাড়ার কথা৷ আবার অন্য দিকে, ১৩ মে অমৃতসর থেকে ছাড়ে৷ আপ এবং ডাউন দিকে, এই ট্রেনটি সাহারসা, সিমরি বখতিয়ারপুর, খাগরিয়া, বেগুসরাই, বারাউনি, মুজাফফরপুর, হাজিপুর, সিওয়ান-সহ আরও অন্যান্য কিছু স্টেশনে থামে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Train Alert: বুধবার থেকেই বাতিল আটটি জরুরি ট্রেন! না জেনে বাড়ি থেকে বেরোলেই তুমুল হয়রানি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement