Train Alert: বুধবার থেকেই বাতিল আটটি জরুরি ট্রেন! না জেনে বাড়ি থেকে বেরোলেই তুমুল হয়রানি
- Published by:Ankita Tripathi
- local18
Last Updated:
বুধবার, ১০ থেকে ১৫ই মে এই তারিখের মধ্যে অনেকগুলি ট্রেন বাতিল করা হয়েছে৷ পূর্ব মধ্য রেলওয়ের চার জোড়া অর্থাৎ মোট আটটি ট্রেন বাতিল।
বুধবার, ১০ থেকে ১৫ই মে এই তারিখের মধ্যে অনেকগুলি ট্রেন বাতিল করা হয়েছে৷ পূর্ব মধ্য রেলওয়ের চার জোড়া অর্থাৎ মোট আটটি ট্রেন বাতিল। সামনেই যদি ট্রেনযাত্রার পরিকল্পনা থাকে, তা হলে অবশ্যই জেনে নিন কোন কোন রুটে কোন ট্রেনগুলি বাতিল করা হবে৷
সাম্প্রতিকতম খবর অনুযায়ী উত্তর রেলওয়ের বানথ্রা স্টেশনে রেলের উন্নয়ন সংক্রান্ত কাজের পরিপ্রেক্ষিতেই এই ট্রেনগুলিকে বাতিল করা হয়েছে৷ এর মধ্যে বেশিরভাগ ট্রেনগুলিই হল দূরপাল্লার ট্রেন৷ অনেকগুলি হাজার কিলোমিটারেরও বেশি ভ্রমণ করে৷ নীচে বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা দেওয়া হল৷
advertisement
১. ১২৩৬৯ হাওড়া-দেরাদুন এক্সপ্রেস
১২৩৬৯ নম্বরের হাওড়া-দেরাদুন এক্সপ্রেস ১৩ এবং ১৪ মে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল৷ এটি বাতিল করা হল৷ আবার ১২৩৭০ নম্বরের দেরাদুন-হাওড়া এক্সপ্রেসের ১৪ এবং ১৫ মে দেরাদুন থেকে ছাড়ার কথা৷ দেরাদুন থেকে হাওড়াগামী এই ট্রেনটিও বাতিল করা হল৷ আপ এবং ডাউন মিলিয়ে এই ট্রেনটি হাওড়া, ঝাঝা, জামুই, কিউল, মোকামা, পাটনা, আররাহ, বক্সার, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, লখনউ, বেরেলি, মোরাদাবাদ-সহ বিভিন্ন স্টেশনে থামে।
advertisement
২. ১৩২৫৭ দানাপুর – আনন্দ বিহার টার্মিনাস এক্সপ্রেস
১৩২৫৭ দানাপুর-আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস ১৩ এবং ১৪ মে দানাপুর থেকে ছাড়বে৷ আবার অন্যদিকে ১৩২৫৮ নম্বরের ট্রেনটি ১৪ এবং ১৫ মে আনন্দ বিহার টার্মিনাল থেকে ছাড়বে৷ আপ এবং ডাউন দুই দিকে এই ট্রেনটি দানাপুর, আরাহ, বক্সার, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, লখনউ, মোরাদাবাদ এবং অন্যান্য কিছু স্টেশনে থামার কথা৷ এই ট্রেনটিও বাতিল করা হয়েছে৷
advertisement
৩. ১৪৬১৭ বনমানখি-অমৃতসর এক্সপ্রেস
১৪৬১৭ নম্বর বনমানখি-অমৃতসর এক্সপ্রেস ১৩ থেকে ১৬ মে বনমানখি থেকে ছেড়ে যাওয়ার কথা। ফিরতি পথে, ১১ থেকে ১৪ মে অমৃতসর থেকে ছেড়ে যাওয়া ট্রেন নম্বর ১৪৬১৮ অমৃতসর-বনমানখি এক্সপ্রেস বাতিল থাকবে। আপ এবং ডাউন দিকে এই ট্রেনটি বনমানখি, সহরসা, সিমরি বখতিয়ারপুর, খাগরিয়া, বেগুসরাই, বারাউনি, হাজিপুর, সিওয়ান-সহ অন্যান্য স্টেশনে থামে। এই ট্রেনটি বাতিল৷
advertisement
৪. ১২২০৩ সহরসা-অমৃতসর এক্সপ্রেস
১২২০৩ সহরসা-অমৃতসর এক্সপ্রেসকেও বাতিল করা হয়েছে৷ এই ট্রেনটি ১৪ই মে সহরসা থেকে ছাড়ার কথা৷ আবার অন্য দিকে, ১৩ মে অমৃতসর থেকে ছাড়ে৷ আপ এবং ডাউন দিকে, এই ট্রেনটি সাহারসা, সিমরি বখতিয়ারপুর, খাগরিয়া, বেগুসরাই, বারাউনি, মুজাফফরপুর, হাজিপুর, সিওয়ান-সহ আরও অন্যান্য কিছু স্টেশনে থামে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 5:52 PM IST