কী রয়েছে এই পেঁয়াজিতে! দোকান খুলতেই লাইন দিয়ে আসছেন ক্রেতারা, ফাঁস হল সিক্রেট
- Published by:Ankita Tripathi
- local18
Last Updated:
চপ, পেঁয়াজির নাম শুনলেই মন বলে খাই খাই৷ তবে, এই বিশেষ দোকানের পেঁয়াজির কদরই আলাদা৷ যদিও বেশিরভাগ তেলেভাজার দোকানেই পেঁয়াজি পাওয়া যায় কিন্তু এই বিশেষ দোকানটিতেই ভিড় জমাচ্ছেন বেশিরভাগ মানুষ।
বিহার: তেলেভাজা বললে জিভে জল আসেনা এমন বাঙালি পাওয়া দুষ্কর৷ বিশেষ করে চপ, পেঁয়াজির নাম শুনলেই মন বলে খাই খাই৷ তবে, এই বিশেষ দোকানের পেঁয়াজির কদরই আলাদা৷ যদিও বেশিরভাগ তেলেভাজার দোকানেই পেঁয়াজি পাওয়া যায় কিন্তু এই বিশেষ দোকানটিতেই ভিড় জমাচ্ছেন বেশিরভাগ মানুষ।
অপূর্ব স্বাদের এই খেতে হলে যেতে হবে বিহারের গোপালগঞ্জের পোস্ট অফিস চত্ত্বরে। সেখানে একটি বিগত ১০ বছর ধরে একটি ছোট্ট দোকান অজয় শাহের৷ গাড়ির ওপর ওই ছোট্ট দোকানেই পেঁয়াজি ভেজে বিক্রি করেন তিনি৷ নিমেষেই ফাঁকা হয়ে যায় অজয় বাবুর বিশেষ পেঁয়াজি৷ কিন্তু, এত দোকান থাকতে অজয় বাবুর দোকানেই কেন হয় এত ভিড়? রহস্য ফাঁস করলেন কারিগর নিজেই৷
advertisement
advertisement
অজয়বাবু জানালেন , খাঁটি সরষের তেলে ভাল মানের বেসন ও পেঁয়াজ দিয়েই পেঁয়াজি ভাজেন তিনি, সঙ্গে তেল মশলার পরিমাণও থাকে পরিমিত৷ তাঁর পেঁয়াজিতে বাড়ির খাবারের স্বাদ পান ক্রেতারা৷ অন্যান্য দোকানের ভেজালের ভিড়ে তাই সবাই বেছে নেন অজয়বাবুর পেঁয়াজিকে৷ গুণমানের সঙ্গে কখনওই আপস করেননি দোকানদার অজয় শাহ৷
গোপালগঞ্জের অজয় শাহের এই পেঁয়াজির প্রতি পিসের দাম পাঁচ টাকা৷ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ দোকানে প্রতিদিন সাত থেকে আট হাজার টাকার বিক্রি হয়। সব খরচ বাদ দিয়ে দৈনিক ৩ থেকে ৪ হাজার টাকা সাশ্রয় হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 6:16 PM IST