'অপব্যবহার করে দেখান'! নিজের আধার নম্বর ট্যুইট করে চ্যালেঞ্জ জানালেন খোদ ট্রাই সভাপতি
Last Updated:
#নয়াদিল্লি: আধার কার্ড ও নাগরিকদের গোপনীয়তা নিয়ে বিতর্ক নতুন কোনও ঘটনা নয় । কিন্তু এবার আধার কার্ডের সমালোচকদের এক অভিনব চ্যালেঞ্জ জানালেন স্বয়ং টেলিকম নিয়ন্ত্রক পর্ষদের (ট্রাই) সভাপতি ।
ট্রাই-এর সভাপতি আর এস শর্মা গতকাল একটি ট্যুইটে নিজের আধার নম্বর প্রকাশ করেন ও ফলোয়ারদের উদ্দেশ্য চ্যালেঞ্জ জানিয়ে বলেন কেউ তাঁর আধার নম্বরের অপব্যবহার করে দেখাক । ট্যুইট করার সঙ্গে সঙ্গেই উত্তাল হয় গোটা ওঠে ট্যুইটার । একদল যেমন তাঁর এই প্রয়াসকে সমালোচনা করেছে, তেমনি পিছিয়ে থাকেনি ট্রোল বাহিনীও । অবশ্য ট্রোল বাহিনীকে জবাব দিতেও ছাড়েননি শর্মা ।
advertisement
Yes, I agree with you completely, Rajat. Data privacy is a big and very important issue in a digital world. I am one of the most vociferous supporter of that. However, the only thing I am saying is that Aadhaar does not violate privacy.
— RS Sharma (@rssharma3) July 28, 2018
advertisement
advertisement
This is not correct. I published my own Aadhaar number in response to one twitterati with a challenge to cause me any harm due to my Aadhaar number. The challenge is still open. Please do not give a false information about ‘Aadhaar data leak’. — RS Sharma (@rssharma3) July 28, 2018
advertisement
Dear Vijaya, I am not trying to prove anything. I am just saying that by knowing my Aadhaar number, which by the way, is a random 12 digit number, you cannot cause any harm to me. Please understand that I am merely trying to dis-abuse the mis-information around Aadhaar.
— RS Sharma (@rssharma3) July 28, 2018
advertisement
এ বিষয়ে সংবাদ মাধ্যমকেও কিছু বলেননি শর্মা । আরও কিছুদিন চলুক এই চ্যালেঞ্জ, মন্তব্য করেন তিনি । কেউ যদি তাঁর আধার নম্বর নিয়ে তার অপব্যবহার করে দেখায় তাহলে তিনি তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপও নেবেন না বলে জানিয়েছেন ট্রাই সভাপতি ।
Show me friend! I promise that I will take no action against you. — RS Sharma (@rssharma3) July 28, 2018
advertisement
প্রথম থেকেই শর্মা আধার বাধ্যতামূলক করার পক্ষপাতী । আধার বিষয়ক নানাবিধ অভিযোগ উঠলেও প্রত্যেকবারই তা খারিজ করে দিয়েছেন তিনি । এর আগেও আধার নম্বরকে কাজে লাগিয়ে ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে ব্যাঙ্ক জালিয়াতির মত ঘটনাও ঘটেছে । গতকালই জাস্টিস শ্রীকৃষ্ণ প্যানেল জানিয়েছে গোপনীয়তা রক্ষার্থে আধারের নিয়মাবলীতে বেশ বড়সড় পরিবর্তন আনা দরকার । তার একদিন পরেই খোদ ট্রাই সভাপতির এহেন অভিনব প্রয়াস-আধার বিতর্ক খুব সহজে থামছে না ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 29, 2018 11:42 AM IST
