Tomato Price Today: হুড়মুড়িয়ে দাম কমল টোম্যাটোর! গৃহস্থের মুখে হাসি, হতাশা চাষিদের

Last Updated:

Tomato Price Today: পরিস্থিতি কিছুটা সামলে দেওয়া যেতে পারে বলে মনে হচ্ছে। তেমনই ইঙ্গিত দিচ্ছে দেশীয় বাজারগুলি।

টোম্যাটোর দাম কমল
টোম্যাটোর দাম কমল
কর্নাটক: টোম্যাটো না ধানিলঙ্কা বোঝা দায়… অন্তত কিছুদিন আগে পর্যন্ত তেমনই ছিল পরিস্থিতি। দামের ঝাঁঝে চোখ দিয়ে জল গড়াচ্ছিল আম জনতার। এবার সেই পরিস্থিতি কিছুটা সামলে দেওয়া যেতে পারে বলে মনে হচ্ছে। তেমনই ইঙ্গিত দিচ্ছে দেশীয় বাজারগুলি।
দেশের বেশ কিছু শহরে খানিকটা নিম্নমুখী টমেটোর দর। কর্নাটকেও দেখা যাচ্ছে তেমনই ছবি। সেরাজ্যের দাভানগেরে শহরে এই মুহূর্তে এক কেজি টোম্যাটোর দাম ৭০ টাকা। গত কয়েক মাসের তুলনায় এই দাম যে অনেকটাই সাধ্যের মধ্যে তা বলছেন ক্রেতারাই।
advertisement
আরও পড়ুন: ছেলেদের এই পোশাকের নাম কেন স্যান্ডো-গেঞ্জি জানেন? উত্তর কিন্তু চমকে দেবে!
জানা গিয়েছে, দাভানগেরে জেলার বাসপত্তনমে এক কেজি টোম্যাটো এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়। সেই রাজ্যের সংবাদ সংস্থায় এই বিষয়ে খবরও হয়েছে।
advertisement
চলতি বছরের প্রায় শুরু থেকেই টোম্যাটোর দাম বাড়তে শুরু করেছিল। তাতে গৃহস্থের রান্নাঘরে আগুন লাগলেও বহু চাষি দেখছিলেন লাভের মুখ। এখন টোম্যাটোর দাম পড়ছে। যেন নাগরদোলার উল্টো মুখ। হাসি ফুটছে সাধারণ গৃহস্থের মুখে। কিন্তু হতাশ হতে হচ্ছে চাষিদের।
আরও পড়ুন: ডায়াবেটিস কমাতে আটা ছেড়ে গোন্দলি চালের রুটি খান, রোগীদের জন্য অত্যন্ত উপকারী!
কর্নাটকের কোলা এলাকার এপিএমসি বাজারে ১৫ কেজি ওজনের এক বাক্স টোম্যাটোর দাম এখন নেমে এসেছে মাত্র ১১০০ টাকায়। অথচ, কিছুদিন আগেই এই ১৫ কেজি ওজনের এক বাক্স টোম্যাটো নিলাম হয়েছিল ১,৫৫০ টাকায়। হিসেব বলছে প্রায় প্রতিদিনই দাম পড়ছে টমেটোর। আর তাতেই মাথায় হাত পড়েছে চাষিদের।
advertisement
এই পরিমাণ টোম্যাটোর সর্বোচ্চ দাম ১,১০০ টাকা। কিন্তু সকলেই যে এই দাম পাচ্ছেন তা নয়, আবার রোজই দাম এক রকম থাকছে না। বাজারে টোম্যাটোর সর্বনিম্ন মূল্য ১৫০ টাকাও দেখা গিয়েছে৷ এক সপ্তাহ ধরে কোলার বাজারে টোম্যাটোর দাম ওঠানামা করছে।
কিন্তু কর্নাটকে এই ভাবে টমেটোর দাম পড়ে গেল কেন?
advertisement
বিশেষজ্ঞরা মনে করছেন পার্শ্ববর্তী রাজ্য থেকে টোম্যাটো আমদানি করায় এই ফল হয়েছে। গত কয়েকদিনে কোলার এপিএসিএম বাজারে টোম্যাটো আমদানি করা হয়েছে অন্ধ্রপ্রদেশের মান্ড্যা জেলার চিত্রদুর্গ চাল্লাকেরে থেকে। তবে চাষিদের হতাশা থাকলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আমজনতা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tomato Price Today: হুড়মুড়িয়ে দাম কমল টোম্যাটোর! গৃহস্থের মুখে হাসি, হতাশা চাষিদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement