PM Kisan: অ্যাকাউন্টে আসবে ৪০০০ টাকা, তবে তার জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে এই কাজ

Last Updated:

কীভাবে করবেন রেজিস্ট্রেশন ?

#নয়াদিল্লি: কেন্দ্রের তরফে পিএম কিষান সম্মান নিধি যোজনার টাকা দ্বিগুণ করা হতে পারে বলে বিভিন্ন মহলে গত কয়েকদিনে ধরেই চর্চা চলছে ৷ তবে এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারের তরফে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ বর্তমানে এই যোজনায় কৃষকদের বছরে ৬০০০ টাকা দেওয়া হয় ৷ তিনটি কিস্তিতে অর্থাৎ ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করে সরকার ৷ দেশের কোটি কোটি কৃষকরা এই যোজনার সুবিধা নিয়ে থাকেন ৷
তবে এখনও যে কৃষকরা এই যোজনার সুবিধা নিচ্ছেন না তাঁদের কাছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে ৷ এই আর্থিক বছরে পিএম কিষান সম্মান নিধি যোজনার দ্বিতীয় অর্থাৎ অগাস্ট-নভেম্বরের কিস্তির ২০০০ টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ৷ এই যোজনার সঙ্গে বর্তমানে ১২.১৪ কোটি কৃষক পরিবার যুক্ত রয়েছে ৷
advertisement
advertisement
এখনও পর্যন্ত এই যোজনায় রেজিস্ট্রেশন না করিয়ে থাকলে কৃষকদের কাছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে ৷ রেজিস্ট্রেশন করিয়ে নিলে ৪০০০ টাকা পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে ৷ আবেদন জমা দেওয়ার পর নভেম্বরে পেয়ে যেতে পারবেন অগাস্ট-নভেম্বরের ২০০০ টাকা ৷ এরপর ডিসেম্বরে পেয়ে যাবেন পরের কিস্তির ২০০০ টাকা ৷ এবং এরপর থেকে লাগাতার এই যোজনার লাভ নিতে পারবেন কৃষকরা ৷
advertisement
রেজিস্ট্রেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে?
পিএম কিষানের জন্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতমূলক কারন যোজনার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে ৷ পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক ৷ আধার কার্ড না থাকলে এই স্কিমের সুবিধা মিলবে না ৷
advertisement
কীভাবে করবেন রেজিস্ট্রেশন ?
  • প্রথমে Google play store থেকে PMKISAN GoI Mobile App ডাউনলোড করতে হবে
  • এবার অ্যাপ খুলে NEW FARMER REGISTRATION-এ ক্লিক করতে হবে
  • আধার নম্বর, ক্যাপচা কোড সঠিক ভাবে দিয়ে Continue বটনে ক্লিক করতে হবে
  • এরপর রেজিস্ট্রেশন ফর্মে নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল, আইএফএসসি কোড ইত্যাদি দিতে হবে
  • সমস্ত তথ্য দেওয়ার পর সাবমিট বটনে ক্লিক করতেই পিএম কিষান মোবাইল অ্যাপ আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে
  • এই যোজনা সংক্রান্ত আরও তথ্য জানতে 155261 / 011-24300606 হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবেন
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Kisan: অ্যাকাউন্টে আসবে ৪০০০ টাকা, তবে তার জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে এই কাজ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement