Assam Panchayat Election: অসমে উড়ল জয়পতাকা, পাঁচটি পঞ্চায়েত জিতে শক্তি বাড়াল তৃণমূল কংগ্রেস, শুভেচ্ছা অভিষেকের

Last Updated:

Assam Panchayat Election: পাঁচটি পঞ্চায়েত জিতে অসমে শক্তি বাড়াল তৃণমূল কংগ্রেস, উল্লেখযোগ্য জয় কামরূপে। সম্প্রতি সম্পন্ন হওয়া অসমের পঞ্চায়েত নির্বাচনে চমকপ্রদ সাফল্য পেল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
গুয়াহাটি: পাঁচটি পঞ্চায়েত জিতে অসমে শক্তি বাড়াল তৃণমূল কংগ্রেস, উল্লেখযোগ্য জয় কামরূপে। সম্প্রতি সম্পন্ন হওয়া অসমের পঞ্চায়েত নির্বাচনে চমকপ্রদ সাফল্য পেল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। রাজ্যজুড়ে মোট পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তাৎপর্যপূর্ণভাবে, এর মধ্যে দু’টি গুরুত্বপূর্ণ কামরূপ জেলার আসন। তৃণমূল কংগ্রেস ২৮ জন জেলা পরিষদ প্রার্থী এবং ৪৪ জন আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল।
একজন মহিলা প্রার্থী-সহ জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নামগুলি হল:. মহম্মদ সফিকুল ইসলাম – কামরূপ জেলার আচলপাড়া আঞ্চলিক পঞ্চায়েত,  আক্কাস আলি – দরং জেলার বান্দিয়া আঞ্চলিক পঞ্চায়েত, বদর আলি সইকিয়া – কামরূপ জেলার দামপুর আঞ্চলিক পঞ্চায়েত, ফরিদা বড়ভুঁইঞা – কাছাড় জেলার গোবিন্দপুর-আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত, ফয়েজ আহমেদ – শ্রীভূমি জেলার বিনোদিনী আঞ্চলিক পঞ্চায়েতভোট গ্রহণ হয়েছিল দুই দফায় – ২ ও ৭ মে। মোট ১,৮০,৩৬,৬৮২ জন ভোটার ছিলেন, যার মধ্যে ৯০,৭১,২৬৪ জন পুরুষ, ৮৯,৬৫,০১০ জন মহিলা এবং ৪০৮ জন অন্যান্য ভোটার। ভোটদানের হার ছিল ৭৪.৭১%। ভোট গণনা শেষ হয়েছে সোমবার।
advertisement
advertisement
এক্স-এ (X) একটি পোস্টে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমি অসম প্রদেশ তৃণমূল কংগ্রস ইউনিটকে তাদের ঐক্যবদ্ধ এবং নিষ্ঠাবান প্রচেষ্টার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। প্রতিটি অর্জন, যত ছোটই হোক না কেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও অঙ্গীকারের ফসল।
advertisement
অসমে তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে।আচলপাড়া, বান্দিয়া, দামপুর, গোবিন্দপুর-আলগাপুর ও বিনোদিনী অঞ্চলের বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানাই। এই জয়গুলি প্রমাণ করে যে অসমে তৃণমূল ক্রমশই মানুষের আস্থা ও সমর্থন অর্জন করছে। এটি কেবল শুরু মাত্র। ধারাবাহিক প্রচেষ্টা ও জনগণের সঙ্গে নিবিড় সংযোগের মাধ্যমে আমরা ভবিষ্যতে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য বিকল্প হয়ে উঠব। অভিষেক বন্দোপাধ্যায় জানিয়েছেন, ধীরে ধীরে অসমে শক্তি বাড়াচ্ছে বাংলার শাসকদল।
বাংলা খবর/ খবর/দেশ/
Assam Panchayat Election: অসমে উড়ল জয়পতাকা, পাঁচটি পঞ্চায়েত জিতে শক্তি বাড়াল তৃণমূল কংগ্রেস, শুভেচ্ছা অভিষেকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement