Tripura: বিজেপি-কে হারাতে বামেদের সঙ্গে জোট? নাকচ করে দিলেন ত্রিপুরা তৃণমূলের নতুন সভাপতি
- Published by:Debamoy Ghosh
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
দেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে, প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয় এক রাজ্য কমিটি মিটিং আয়োজিত হয়।
#আগরতলা: বিধানসভা ভোটের আগে জোট নয়৷ আপাতত সম মনোভাবাপন্ন দলগুলির একসঙ্গে আসা উচিত কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ত্রিপুরায়। তবে এখনই জোট নিয়ে আলোচনায় যেতে রাজি নয় তৃণমূল কংগ্রেস।
একই সঙ্গে দলের নয়া রাজ্য সভাপতি স্পষ্ট করে দিয়েছেন, বামেদের সঙ্গে কোনও ধরনের জোটে তারা যাবেন না। প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে, প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয় এক রাজ্য কমিটি মিটিং আয়োজিত হয়। পীযূষবাবু দায়িত্ব নেওয়ার পরে এটিই ছিল প্রথম রাজ্য কমিটির বৈঠক।
advertisement
advertisement
এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেছেন, "আপনরা জানেন ১০ হাজার ৩২৩ জন শিক্ষক যাঁরা চাকরি হারিয়েছিলেন, বামফ্রন্ট সরকার তাঁদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কিন্তু সেটা করেনি, তারপর নির্বাচনের আগে বিজেপি-র হিমন্ত বিশ্ব শর্মা, অমিত শাহ থেকে শুরু সবাই বলেছিলেন যে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে এই চাকরি হারানো শিক্ষকদের সমস্যা ও ৭ নম্বর পে কমিশন ঘোষণা করবে। কিন্তু আরেকটা নির্বাচন আসতে চলল, তারা কোনও প্রতিশ্রুতি পালন করেনি।”
advertisement
তিনি আরও বলেন, "আমাদের ২২ তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি থাকবে, তারপ রে সারা ত্রিপুরায় গরিব, দুঃস্থ যাঁরা আছেন, তাঁদের মধ্যে কম্বল বিতরণ করব। এই যে ১০,৩২৩ জনের উপরে অত্যাচার, এসটিজিটির উপরে অত্যাচার চলছে, তার জন্য সরকার এর মধ্যে যদি সঠিক ব্যবস্থা না নেয়, আমরা জানুয়ারি মাসে সারা ত্রিপুরা রাজ্যে সরকার, প্রশাসনকে অচল করে দেব। আজকে যাঁরা যোগদান করেছেন, তাঁরা বিভিন্ন সময় প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। আজকে মাধুরী চাকমা এবং মিল্টন চাকমার নেতৃত্বে ১০৫ পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 14, 2022 9:04 AM IST