#আগরতলা: 'খেলা' শুরু হয়ে গিয়েছে ত্রিপুরায়। পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে একদিকে নতুনভাবে সংগঠন গড়ে তোলায় নজর দিয়েছে তৃণমূল। আর ঠিক সেই সময়ই একটি ভিডিও প্রকাশ্যে আনলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বর্তমানে ত্রিপুরাতেই রয়েছেন কুণাল। সেখান থেকেই ট্যুইটে ভিডিওটি দিয়ে তিনি দাবি করেছেন, ত্রিপুরা বিজেপির দলীয় বৈঠকেই সংগঠনের দুরাবস্থা নিয়ে আলোচনা করা হচ্ছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি News 18 Bangla। তবে, ভিডিও প্রকাশ করে কুণাল লিখেছেন, 'ভয় পেয়েছে বিজেপি। দলের সভাতেই স্বীকার করছে দুর্বলতা। আর টাটকা বৈঠকের ছবি দলের কর্মীরাই পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে। বিজেপির পায়ের তলা থেকে জমি সরছে।'
প্রসঙ্গত, ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির কার্যকারিনী সভায় বক্তব্য রাখছেন এক দলীয় নেতা। তিনি বলছেন, 'সংগঠকরা ঠিকমতো কাজ না করলে দুর্বল হবে সরকার। আর সরকার দুর্বল হলে দল দুর্বল হয়ে পড়বে।' যদিও দলের ভিতরকার বৈঠকের ভিডিও কীভাবে কুণাল পেলেন, তা বিশেষ তাৎপর্যপূর্ণ। কুণাল নিজেই জানিয়েছেন, টাটকা বৈঠকের ছবি দলের কর্মীরাই পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে। আর এখানেই বিজেপির গোষ্ঠীকোন্দলের আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে।
ত্রিপুরা: ভয় পেয়েছে বিজেপি। দলের সভাতেই স্বীকার করছে দুর্বলতা। আর টাটকা বৈঠকের ছবি দলের কর্মীরাই পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে। বিজেপির পায়ের তলা থেকে জমি সরছে। pic.twitter.com/nBjzYwxlJP
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 6, 2021
বুধবার ত্রিপুরায় পা রেখেই কুণাল ঘোষ দেখা করতে গিয়েছিলেন প্রাক্তন সিপিএম সাংসদ তথা ত্রিপুরার প্রবাদপ্রতিম বাম নেতা অজয় বিশ্বাসের সঙ্গে। কুণালের সঙ্গে বৈঠক সেরেই অজয় বাবু বলেন, 'সিপিএমকে যারা ভরসা করতেন, সেই কৃষক, শ্রমিক, শিক্ষক, কর্মচারীরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিজেদের বন্ধু ভাবছেন। পশ্চিমবঙ্গে এই কারণে সিপিএম শূন্যে নেমেছে। ত্রিপুরাতেও বামেদের পিছনে ফেলে বিজেপির মোকাবিলায় বিকল্প হিসেবে উঠে আসছে তৃণমূল। বাকিটা মানুষ বিচার করবেন।' এই পরিস্থিতিতে তৃণমূলের সঙ্গে জোট সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেননি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kunal Ghosh, TMC in Tripura