Tmc in Tripura: 'ত্রিপুরায় সংগঠন দুর্বল হচ্ছে BJP-র', গোপন দলীয় বৈঠকের ভিডিও ফাঁস কুণালের!

Last Updated:

Tmc in Tripura: কুণাল ঘোষ লিখেছেন, 'ভয় পেয়েছে ত্রিপুরা বিজেপি। দলের সভাতেই স্বীকার করছে দুর্বলতা। আর টাটকা বৈঠকের ছবি দলের কর্মীরাই পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে। বিজেপির পায়ের তলা থেকে জমি সরছে।'

#আগরতলা: 'খেলা' শুরু হয়ে গিয়েছে ত্রিপুরায়। পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে একদিকে নতুনভাবে সংগঠন গড়ে তোলায় নজর দিয়েছে তৃণমূল। আর ঠিক সেই সময়ই একটি ভিডিও প্রকাশ্যে আনলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বর্তমানে ত্রিপুরাতেই রয়েছেন কুণাল। সেখান থেকেই ট্যুইটে ভিডিওটি দিয়ে তিনি দাবি করেছেন, ত্রিপুরা বিজেপির দলীয় বৈঠকেই সংগঠনের দুরাবস্থা নিয়ে আলোচনা করা হচ্ছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি News 18 Bangla। তবে, ভিডিও প্রকাশ করে কুণাল লিখেছেন, 'ভয় পেয়েছে বিজেপি। দলের সভাতেই স্বীকার করছে দুর্বলতা। আর টাটকা বৈঠকের ছবি দলের কর্মীরাই পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে। বিজেপির পায়ের তলা থেকে জমি সরছে।'
প্রসঙ্গত, ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির কার্যকারিনী সভায় বক্তব্য রাখছেন এক দলীয় নেতা। তিনি বলছেন, 'সংগঠকরা ঠিকমতো কাজ না করলে দুর্বল হবে সরকার। আর সরকার দুর্বল হলে দল দুর্বল হয়ে পড়বে।' যদিও দলের ভিতরকার বৈঠকের ভিডিও কীভাবে কুণাল পেলেন, তা বিশেষ তাৎপর্যপূর্ণ। কুণাল নিজেই জানিয়েছেন, টাটকা বৈঠকের ছবি দলের কর্মীরাই পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে। আর এখানেই বিজেপির গোষ্ঠীকোন্দলের আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, একদিনের ত্রিপুরা সফরে গিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, এবার অন্য লড়াই আগরতলাকে ঘিরে। সেই সূত্রেই গাড়িতে হামলার পরও তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বারবার ত্রিপুরা আসবেন। তা যে শুধুই কথার কথা নয়, 'বদলে যাওয়া' তৃণমূলের কর্মসূচিতেই তা স্পষ্ট। বুথস্তরে সংগঠন পোক্ত করতে হবে বলে দলীয় নেতাদের বারবার নির্দেশ দিয়েছেন অভিষেক। আর ঠিক সেই পথেই তাঁর সেনাপতি হয়ে যেন ত্রিপুরার কাজ সামলাচ্ছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ।
advertisement
বুধবার ত্রিপুরায় পা রেখেই কুণাল ঘোষ দেখা করতে গিয়েছিলেন প্রাক্তন সিপিএম সাংসদ তথা ত্রিপুরার প্রবাদপ্রতিম বাম নেতা অজয় বিশ্বাসের সঙ্গে। কুণালের সঙ্গে বৈঠক সেরেই অজয় বাবু বলেন, 'সিপিএমকে যারা ভরসা করতেন, সেই কৃষক, শ্রমিক, শিক্ষক, কর্মচারীরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিজেদের বন্ধু ভাবছেন। পশ্চিমবঙ্গে এই কারণে সিপিএম শূন্যে নেমেছে। ত্রিপুরাতেও বামেদের পিছনে ফেলে বিজেপির মোকাবিলায় বিকল্প হিসেবে উঠে আসছে তৃণমূল। বাকিটা মানুষ বিচার করবেন।' এই পরিস্থিতিতে তৃণমূলের সঙ্গে জোট সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেননি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tmc in Tripura: 'ত্রিপুরায় সংগঠন দুর্বল হচ্ছে BJP-র', গোপন দলীয় বৈঠকের ভিডিও ফাঁস কুণালের!
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement