#কলকাতা: মেদিনীপুরে নরেন্দ্র মোদির সভা। বিজেপির কথায় কৃষক কল্যাণ সমাবেশ। কিন্তু, বৃহস্পতিবারের এই সমাবেশে যত না কৃষকদের কথা, তার থেকে অনেক বেশি রাজনৈতিক আক্রমণ। মোদির সভা শেষ হতে না হতেই প্রেস বিবৃতি প্রকাশ করে প্রধানমন্ত্রীর প্রতিটি আক্রমণের জবাব দিল তৃণমূল ৷ একইসঙ্গে মোদির সভায় দুর্ঘটনায় উদ্যোক্তাদের ঘটনার দায় নিতে হবে বলে প্রেস বিবৃতিতে দাবি তৃণমূলের ৷
ছিল কৃষক কল্যাণ সমাবেশ। কিন্তু সেখানে কৃষকদের নিয়ে যত না কথা, তার থেকে বেশি রাজনৈতিক আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এসে, বার বার তৃণমূলকেই নিশানা করলেন নরেন্দ্র মোদি। প্রথমেই বাংলার সিন্ডিকেট দুর্নীতি নিয়ে মোদি নিশানায় রাজ্য সরকার ৷ তিনি বলেন,
প্রেস বিবৃতি প্রকাশ করে মোদির সিন্ডিকেট খোঁচার পাল্টা জবাব দিয়েছে জোড়াফুল ৷ ‘আপনাদের পার্টি অত্যাচারের সিন্ডিকেট ৷ আপনাদের পার্টি গণপিটুনির সিন্ডিকেট ৷ আপনাদের পার্টি ফ্যানাটিকসের সিন্ডিকেট ৷ তৃণমূল সিন্ডিকেটের কাছে মাথা নত করে না ৷ বাংলা হল সবার জন্য,প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভাষণের নিট ফল জিরো জিরো’, প্রেস বিবৃতিতে দাবি তৃণমূলের ৷
আরও পড়ুন
সোমবার, দিল্লি থেকে কলাইকুণ্ডার বায়ুসেনা ঘাঁটিতে নেমে সেখান থেকে হেলিকপ্টারে মেদিনীপুর শহরে যান নরেন্দ্র মোদি। সেই হেলিপ্যাড থেকে সড়কপথে কলেজ মাঠে সভাস্থলে। এই রাস্তা জুড়ে ছিল তৃণমূলের একুশে জুলাইয়ের ব্যানার-ফেস্টুন। তা নিয়ে তৃণমূলনেত্রীকে কটাক্ষ শুরু। বলেন
মোদির সভায় ভিড় ‘বহিরাগত’-দের দাবি তৃণমূলের ৷ প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘সভায় সিংহভাগ লোক ঝাড়খণ্ডের ৷ লোক আনা হয়েছে ওড়িশা থেকেও, পটনা থেকেও গাড়িতেও লোক এসেছে ৷ স্থানীয় বা কৃষকরা সভায় ছিল না বললেই চলে ৷ এই সভা করার জন্য কর্পোরেটের টাকা ব্যবহার হয়েছে ৷ এতে মানুষ ও কৃষকদের কোনও উন্নতি হবে না ৷’
আরও পড়ুন
মোদির সভায় মঞ্চের ছাদ ভেঙে দুর্ঘটনা, আহতদের সাহায্যের আশ্বাস দিয়ে ট্যুইট মমতার
কৃষক আয় নিয়ে ভাষণে মিথ্যা দাবি করেছেন নরেন্দ্র মোদি ৷ প্রেস বিবৃতিতে দাবি তৃণমূলের ৷
মোদি সরকারকে দিল্লি থেকে উৎখাত করতে কোমর বেঁধে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের নানা রাজ্যের আঞ্চলিক দলগুলিকে জোটবদ্ধ করার চেষ্টা করছেন। এই প্রেক্ষাপটে, মেদিনীপুরে কৃষক কল্যাণ সমাবেশের নামে কার্যত লোকসভা ভোটের প্রচারই শুরু করে দিলেন নরেন্দ্র মোদি। কিন্তু বাংলার মাটিতে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ তৃণমূলনেত্রী কোনও সময় ব্যয় না করেই দিলেন পাল্টা জবাব৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi, Narendra Modi's Rally, PM Narendra Modi, TMC Press Release