মেদিনীপুরের সভায় মমতাকে মোদির তীব্র আক্রমণ, প্রেস বিবৃতিতে পাল্টা জবাব তৃণমূলের
Last Updated:
#কলকাতা: মেদিনীপুরে নরেন্দ্র মোদির সভা। বিজেপির কথায় কৃষক কল্যাণ সমাবেশ। কিন্তু, বৃহস্পতিবারের এই সমাবেশে যত না কৃষকদের কথা, তার থেকে অনেক বেশি রাজনৈতিক আক্রমণ। মোদির সভা শেষ হতে না হতেই প্রেস বিবৃতি প্রকাশ করে প্রধানমন্ত্রীর প্রতিটি আক্রমণের জবাব দিল তৃণমূল ৷ একইসঙ্গে মোদির সভায় দুর্ঘটনায় উদ্যোক্তাদের ঘটনার দায় নিতে হবে বলে প্রেস বিবৃতিতে দাবি তৃণমূলের ৷
ছিল কৃষক কল্যাণ সমাবেশ। কিন্তু সেখানে কৃষকদের নিয়ে যত না কথা, তার থেকে বেশি রাজনৈতিক আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এসে, বার বার তৃণমূলকেই নিশানা করলেন নরেন্দ্র মোদি। প্রথমেই বাংলার সিন্ডিকেট দুর্নীতি নিয়ে মোদি নিশানায় রাজ্য সরকার ৷ তিনি বলেন,
‘মা-মাটি-মানুষের সরকারের আড়ালে বাংলা জুড়ে চলছে সিন্ডিকেটরাজ ৷ সিন্ডিকেট ছাড়া পশ্চিমবঙ্গে কিছু হয় না ৷ শিক্ষা-স্বাস্থ্যেও সিন্ডিকেটরাজ চলছে ৷ তৃণমূল সরকারের আসল চেহারা সিন্ডিকেট ৷’

advertisement
advertisement
প্রেস বিবৃতি প্রকাশ করে মোদির সিন্ডিকেট খোঁচার পাল্টা জবাব দিয়েছে জোড়াফুল ৷ ‘আপনাদের পার্টি অত্যাচারের সিন্ডিকেট ৷ আপনাদের পার্টি গণপিটুনির সিন্ডিকেট ৷ আপনাদের পার্টি ফ্যানাটিকসের সিন্ডিকেট ৷ তৃণমূল সিন্ডিকেটের কাছে মাথা নত করে না ৷ বাংলা হল সবার জন্য,প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভাষণের নিট ফল জিরো জিরো’, প্রেস বিবৃতিতে দাবি তৃণমূলের ৷
advertisement
আরও পড়ুন
সোমবার, দিল্লি থেকে কলাইকুণ্ডার বায়ুসেনা ঘাঁটিতে নেমে সেখান থেকে হেলিকপ্টারে মেদিনীপুর শহরে যান নরেন্দ্র মোদি। সেই হেলিপ্যাড থেকে সড়কপথে কলেজ মাঠে সভাস্থলে। এই রাস্তা জুড়ে ছিল তৃণমূলের একুশে জুলাইয়ের ব্যানার-ফেস্টুন। তা নিয়ে তৃণমূলনেত্রীকে কটাক্ষ শুরু। বলেন
‘এটা আমাদের কৃষক ভাই-বোনদের জয় ৷ সভাস্থলের চারিদিকে মমতার কাট আউট ৷ আমাকে স্বাগত জানাতে মমতার হোর্ডিং ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ ৷ দিদি হাতজোড় করে স্বাগত জানিয়েছেন ৷ আমাকে স্বাগত জানিয়েছে তৃণমূলও ৷’ প্রেস বিবৃতিতে মোদির বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তাতে বলা হয়েছে,
‘মমতার পোস্টার ২১ জুলাইয়ের জন্য, মোদিকে স্বাগত জানানোর জন্য নয় ৷ বরং মমতার পোস্টার নষ্ট করেছে বিজেপি ৷’


advertisement
মোদির সভায় ভিড় ‘বহিরাগত’-দের দাবি তৃণমূলের ৷ প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘সভায় সিংহভাগ লোক ঝাড়খণ্ডের ৷ লোক আনা হয়েছে ওড়িশা থেকেও, পটনা থেকেও গাড়িতেও লোক এসেছে ৷ স্থানীয় বা কৃষকরা সভায় ছিল না বললেই চলে ৷ এই সভা করার জন্য কর্পোরেটের টাকা ব্যবহার হয়েছে ৷ এতে মানুষ ও কৃষকদের কোনও উন্নতি হবে না ৷’
advertisement
আরও পড়ুন
কৃষক আয় নিয়ে ভাষণে মিথ্যা দাবি করেছেন নরেন্দ্র মোদি ৷ প্রেস বিবৃতিতে দাবি তৃণমূলের ৷
‘কৃষকদের আয় বাড়াতে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ৷ প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি নিজেই, অথচ প্রতিশ্রুতির কিছুই বাস্তবায়িত হয়নি ৷ বরং বাংলায় কৃষকদের বার্ষিক আয় বেড়েছে ৷ বাংলায় বার্ষিক আয় বেড়েছে ২.২৫ গুণ ৷ ৭ বছরে কৃষকদের আয় ৯১ হাজার থেকে বেড়ে হয়েছে ২ লক্ষ ৷ মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে বিজেপি ৷ অথচ বিজেপি শাসিতমহারাষ্ট্রে ৬৩৫ জন কৃষকদের মৃত্যু হয়েছে ৷ বাংলায় একজন কৃষকেরও মৃত্যু হয়নি ৷’

advertisement
মোদি সরকারকে দিল্লি থেকে উৎখাত করতে কোমর বেঁধে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের নানা রাজ্যের আঞ্চলিক দলগুলিকে জোটবদ্ধ করার চেষ্টা করছেন। এই প্রেক্ষাপটে, মেদিনীপুরে কৃষক কল্যাণ সমাবেশের নামে কার্যত লোকসভা ভোটের প্রচারই শুরু করে দিলেন নরেন্দ্র মোদি। কিন্তু বাংলার মাটিতে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ তৃণমূলনেত্রী কোনও সময় ব্যয় না করেই দিলেন পাল্টা জবাব৷
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 16, 2018 5:24 PM IST