Central Vista: পুরনো-নতুনে সুরক্ষার ব্যবধান কতটা? সেন্ট্রাল ভিস্তা নিয়ে প্রশ্নপত্র সাজালেন জহর সরকার

Last Updated:

Central Vista: তৃণমূল সাংসদ জহর সরকার জানতে চেয়েছেন, পুরনো সংসদ ভবন ভূমিকম্প থেকে কতটা অসুরক্ষিত? 

সেন্ট্রাল ভিস্তা নিয়ে প্রশ্ন জহরের
সেন্ট্রাল ভিস্তা নিয়ে প্রশ্ন জহরের
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি : নতুন সংসদ ভবন-সহ সেন্ট্রাল ভিস্তা নিয়ে নতুন একগুচ্ছ প্রশ্নের জবাব চাইলেন তৃণমূল রাজ্যসভার সাংসদ জহর সরকার। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরীকে পরপর দুটি চিঠি দিয়েছেন তিনি। তাঁর মূল প্রশ্ন, নতুন সংসদ ভবন কি ভূমিকম্প থেকে পুরোপুরি সুরক্ষিত? একইসঙ্গে তিনি জানতে চেয়েছেন, পুরনো সংসদ ভবন ভূমিকম্প থেকে কতটা অসুরক্ষিত ?
১৪ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রীকে প্রথম চিঠি দেন জহর সরকার। সেই চিঠির জবাব না পেয়ে ফের কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রীর থেকে ৯ টি প্রশ্নের জবাব চেয়েছেন তিনি। তাঁর প্রশ্ন, বর্তমান সংসদ ভবনটি কি ভূমিকম্পের পক্ষে সুরক্ষিত নয়? জহর সরকার আরও জানতে চেয়েছেন, নতুন সংসদ ভবনটি কি ভূমিকম্প থেকে পুরোপুরি সুরক্ষিত? চিঠিতে জহর সরকার আরও জানতে চেয়েছেন, ভূমিকম্প সুরক্ষার পঞ্চম পর্যায়ের রক্ষাকবচ রাখায় নতুন সংসদ ভবন তৈরির খরচ কি ১২ হাজার কোটি ছাড়িয়েছে? কৃষি ভবন, উদ্যোগ ভবন, শাস্ত্রী ভবন, নির্মাণ ভবন, বিজ্ঞান ভবনের মত সেন্ট্রাল ভিস্তার অন্যান্য ভবনগুলো কি ভূমিকম্পের পক্ষে সুরক্ষিত? কেন্দ্রীয় মন্ত্রীর থেকে তিনি জানতে চেয়েছেন, বায়ু ভবন, রেল ভবন, পার্লামেন্ট অ্যানেক্স ভবনে হাত দেওয়া হয়নি, এই ভবনগুলো কি ভেঙে দেওয়া হবে? সাউথ এবং নর্থ ব্লক ভূমিকম্পের পক্ষে কতটা সুরক্ষিত তাও কেন্দ্রীয় মন্ত্রীর থেকে জানতে চান তিনি। চিঠিতে জহর সরকার প্রশ্ন করেছেন, কেন নতুন সংসদ ভবনে কোনও সেন্ট্রাল হল রাখা হয়নি।
advertisement
advertisement
কেন্দ্রীয় মন্ত্রীকে তিনি জানিয়েছেন, নতুন সংসদ ভবন উদ্বোধন করার আগে তাঁর প্রশ্নের উত্তরগুলি সামনে আনা দরকার।
তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা চিঠিতে অভিযোগ করেছেন, বিগত দুবছর ধরে নতুন সংসদ ভবনের সামগ্রিক চিত্র সম্পর্কে সাংসদদের অন্ধকারে রাখা হয়েছে।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, শীতকালীন অধিবেশনে নতুন সংসদ ভবন উদ্বোধন হওয়ার কথা থাকলেও তার সম্ভাবনা কম। বেশ কিছু কাজ বাকি থাকায় আগামী বাজেটে অধিবেশনের আগে নতুন সংসদ ভবন নির্মাণের কাজ শেষ হবে না বলে সূত্রের খবর।
বাংলা খবর/ খবর/দেশ/
Central Vista: পুরনো-নতুনে সুরক্ষার ব্যবধান কতটা? সেন্ট্রাল ভিস্তা নিয়ে প্রশ্নপত্র সাজালেন জহর সরকার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement