TMC forms new alliance in Goa: মমতার ফর্মুলাতেই বিজেপি-কে হারানোর অঙ্ক, গোয়ায় নতুন জোট সঙ্গী পেল তৃণমূল

Last Updated:

সুধীন ধাভিলকর গোয়ার মন্ত্রিসভাতেও জায়গা পেয়েছিলেন৷ কিন্তু ২০১৯ সালে তাঁর দলের দুই বিধায়ক বিজেপি-তে যোগ দেওয়ার পরই সুধীনকে গোয়ার মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয় (TMC MGP Alliance in Goa)৷

জোট গঠনের সিদ্ধান্তের পর দীপক ধাভিলকর ও লুইজিনহো ফেলেইরোর সঙ্গে মহুয়া মৈত্র৷ Photo- Twitter
জোট গঠনের সিদ্ধান্তের পর দীপক ধাভিলকর ও লুইজিনহো ফেলেইরোর সঙ্গে মহুয়া মৈত্র৷ Photo- Twitter
#পানাজি: জাতীয় স্তরে বিজেপি-কে পর্যুদস্ত করার জন্য বিভিন্ন রাজ্যের স্থানীয় দলগুলির সঙ্গে জোট তৈরির উপরে জোর দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ গোয়ায় সুধীন ধাভিলকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে হাত মিলিয়ে সেই কাজটাই শুরু করে দিল ঘাসফুল শিবির (TMC MGP Alliance in Goa)৷ সুধীন ধাভিলকরের এই দলই ২০১৭ সালে বিজেপি-কে গোয়ায় সরকার গঠনে সাহায্য করেছিল৷ এবার সেই বিজেপি-কেই গোয়ার ক্ষমতা থেকে সরাতে তৃণমূলের সঙ্গী হল তারা৷
সুধীন ধাভিলকর গোয়ার মন্ত্রিসভাতেও জায়গা পেয়েছিলেন৷ কিন্তু ২০১৯ সালে তাঁর দলের দুই বিধায়ক বিজেপি-তে যোগ দেওয়ার পরই সুধীনকে গোয়ার মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়৷
advertisement
advertisement
এমজিপি-র সঙ্গে জোট বাঁধার কথা সোমবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)৷ গোয়ায় তৃণমূলের ভারপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্র বলেন, 'এই জোট তৃণমূলের লড়াকু মানসিকতা এবং এমজিপি-র সঙ্গে গোয়ার গভীর সম্পর্কের বন্ধন৷ গোয়ার মানুষ বিজেপি-র বিকল্প সরকারের অপেক্ষা করছে৷ আমাদের বিশ্বাস তাঁরা আর পিছনে ফিরে তাকাবেন না৷'
advertisement
সূত্রের খবর, বিজেপি-র পুরনো এক জোট সঙ্গী এবং স্থানীয় একটি দলের সঙ্গেও জোট গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছিল তৃণমূলের৷ যদিও শেষ পর্যন্ত সেই আলোচনা ফলপ্রসূ হয়নি৷
advertisement
তবে এমজিপি-র সঙ্গে তৃণমূলের জোট গঠনের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি লুইজিনহো ফেলেইরো৷ জানা গিয়েছে, গোয়ার চল্লিশটি বিধানসভা আসনের মধ্যে নয় থেকে দশটিতে লড়াই করতে পারে এমজিপি৷ গোয়ার আরও বেশ কয়েকটি দলের সঙ্গেও আলোচনা চালাচ্ছে তৃণমূল৷
ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে গোয়া ফরওয়ার্ড পার্টি৷ তৃণমূলের অভিযোগ, ২০১৭ সালেবেশি আসনে জিতেও গোয়া ফরওয়ার্ড পার্টি এবং এমজিপি-র সাহায্যে বিজেপি-কে সরকার গঠনের সুযোগ করে দিয়েছিল কংগ্রেসই৷
বাংলা খবর/ খবর/দেশ/
TMC forms new alliance in Goa: মমতার ফর্মুলাতেই বিজেপি-কে হারানোর অঙ্ক, গোয়ায় নতুন জোট সঙ্গী পেল তৃণমূল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement