TMC forms new alliance in Goa: মমতার ফর্মুলাতেই বিজেপি-কে হারানোর অঙ্ক, গোয়ায় নতুন জোট সঙ্গী পেল তৃণমূল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সুধীন ধাভিলকর গোয়ার মন্ত্রিসভাতেও জায়গা পেয়েছিলেন৷ কিন্তু ২০১৯ সালে তাঁর দলের দুই বিধায়ক বিজেপি-তে যোগ দেওয়ার পরই সুধীনকে গোয়ার মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয় (TMC MGP Alliance in Goa)৷
#পানাজি: জাতীয় স্তরে বিজেপি-কে পর্যুদস্ত করার জন্য বিভিন্ন রাজ্যের স্থানীয় দলগুলির সঙ্গে জোট তৈরির উপরে জোর দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ গোয়ায় সুধীন ধাভিলকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে হাত মিলিয়ে সেই কাজটাই শুরু করে দিল ঘাসফুল শিবির (TMC MGP Alliance in Goa)৷ সুধীন ধাভিলকরের এই দলই ২০১৭ সালে বিজেপি-কে গোয়ায় সরকার গঠনে সাহায্য করেছিল৷ এবার সেই বিজেপি-কেই গোয়ার ক্ষমতা থেকে সরাতে তৃণমূলের সঙ্গী হল তারা৷
সুধীন ধাভিলকর গোয়ার মন্ত্রিসভাতেও জায়গা পেয়েছিলেন৷ কিন্তু ২০১৯ সালে তাঁর দলের দুই বিধায়ক বিজেপি-তে যোগ দেওয়ার পরই সুধীনকে গোয়ার মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়৷
Rajya Sabha MP Shri @luizinhofaleiro & Goa TMC In-Charge Smt @MahuaMoitra met MGP leader Shri Deepak Dhavalikar today! An official board resolution detailing the blueprint of the TMC-MGP alliance for #Goa2022 has been signed between the two parties. pic.twitter.com/x0pKldrxSn
— All India Trinamool Congress (@AITCofficial) December 6, 2021
advertisement
advertisement
এমজিপি-র সঙ্গে জোট বাঁধার কথা সোমবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)৷ গোয়ায় তৃণমূলের ভারপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্র বলেন, 'এই জোট তৃণমূলের লড়াকু মানসিকতা এবং এমজিপি-র সঙ্গে গোয়ার গভীর সম্পর্কের বন্ধন৷ গোয়ার মানুষ বিজেপি-র বিকল্প সরকারের অপেক্ষা করছে৷ আমাদের বিশ্বাস তাঁরা আর পিছনে ফিরে তাকাবেন না৷'
advertisement
সূত্রের খবর, বিজেপি-র পুরনো এক জোট সঙ্গী এবং স্থানীয় একটি দলের সঙ্গেও জোট গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছিল তৃণমূলের৷ যদিও শেষ পর্যন্ত সেই আলোচনা ফলপ্রসূ হয়নি৷
advertisement
তবে এমজিপি-র সঙ্গে তৃণমূলের জোট গঠনের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি লুইজিনহো ফেলেইরো৷ জানা গিয়েছে, গোয়ার চল্লিশটি বিধানসভা আসনের মধ্যে নয় থেকে দশটিতে লড়াই করতে পারে এমজিপি৷ গোয়ার আরও বেশ কয়েকটি দলের সঙ্গেও আলোচনা চালাচ্ছে তৃণমূল৷
ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে গোয়া ফরওয়ার্ড পার্টি৷ তৃণমূলের অভিযোগ, ২০১৭ সালেবেশি আসনে জিতেও গোয়া ফরওয়ার্ড পার্টি এবং এমজিপি-র সাহায্যে বিজেপি-কে সরকার গঠনের সুযোগ করে দিয়েছিল কংগ্রেসই৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2021 10:47 AM IST