তোলা হল মমতা-অভিষেকের ৫ প্রশ্ন...! জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল

Last Updated:

TMC Election Commission Meet: রাজধানী দিল্লিতে গিয়ে আজ, শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তাঁর টিমের সঙ্গে দেখা করলেন তৃণমূলের ১০ সদস্যের টিম। এসআইআর শুরু হওয়ার পর ৪০ জন মৃত ব্যক্তির বিস্তারিত তালিকা তুলে ধরা হয়েছে তাঁদের তরফে।

জ্ঞানেশ কুমারের সঙ্গে  তৃণমূলের বৈঠক
জ্ঞানেশ কুমারের সঙ্গে তৃণমূলের বৈঠক
নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে গিয়ে আজ, শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তাঁর টিমের সঙ্গে দেখা করলেন তৃণমূলের ১০ সদস্যের টিম। এসআইআর শুরু হওয়ার পর ৪০ জন মৃত ব্যক্তির বিস্তারিত তালিকা তুলে ধরা হয়েছে তাঁদের তরফে।
তৃণমূলের তরফে এদিন রীতিমতো এসআইআর নিয়ে কমিশনকে চরম আক্রমণ করা হয় বৈঠকে। কমিশনের হাতে রক্ত লেগে রয়েছে বলে উল্লেখ করে বৈঠক শুরু হয়। মোট ৫টি প্রশ্ন তুলে ধরা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে।
advertisement
advertisement
কল‍্যান বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং মমতাবালা ঠাকুর প্রায় ৪০ মিনিট বক্তব্য রাখেন এদিনের বৈঠকে। তারপর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রায় ১ ঘণ্টা কথা বলেন। তৃণমূলের তরফে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এরপর জানানো হয়, “আমরা আমাদের ৫টি প্রশ্নের যদিও কোনও জবাব পাইনি।”
advertisement
প্রসঙ্গত, দলীয় সূত্রে জানানো হয়েছে, সংসদের শীতকালীন অধিবেশনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গে যেভাবে একের পর এক ব্যক্তির মৃত্যুর খবর এসেছে, তা সংসদের উভয় কক্ষে তুলতে চায় তৃণমূল। এই ইস্যুতে পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও দেন তিনি। এরপরেই আজ কমিশনে গিয়েছিলেন দলের ১০ সদস্যের প্রতিনিধি দল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তোলা হল মমতা-অভিষেকের ৫ প্রশ্ন...! জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement