#শিলিগুড়ি: ত্রিপুরার পর গোয়া৷ ফের তৃণমূলের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি সরকারের বিরুদ্ধে৷ প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়েই প্রচার কর্মসূচি সারলেন তৃণমূল সাংসদ ও নেতারা (TMC denied permission to protest in Goa)৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিলেন, বিজেপি শাসিত রাজ্যে যতই বাধার মুখে পডড়তে হোক না কেন, প্রয়োজনে চায়ের দোকান থেকেও লড়াই চালিয়ে যাবে তৃণমূল (amata Banerjee on Goa)৷
এ দিন থেকেই গোয়ায় আনুষ্ঠানিক ভাবে প্রচার শুরু করার কথা ছিল তৃণমূলের (TMC in Goa)৷ বিজেপি শাসিত গোয়ায় পিপলস চার্জশিট নামে বিশেষ ভিডিও প্রকাশ করে প্রচার অভিযানে নামার পরিকল্পনা করেছিল তৃণমূল৷ সেই মতো গোয়া পৌঁছে গিয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, ডেরেক ও ব্রায়েন, সদ্য দলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়রা৷
তৃণমূলের অভিযোগ, চার দিন আগে কর্মসূচির অনুমতি দিলেও শেষ মুহূর্তে গোয়া প্রশাসনের তরফে সেই অনুমতি বাতিল করা হয়৷ তৃণমূলের তরফে ট্যুইট করে অভিযোগ করা হয়, 'মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সমর্থনে গোয়ার মানুষের ভালবাসা দেখে গোয়ার বিজেপি সরকার আতঙ্কে ভুগছে৷ তাই চার দিন আগে অনুমতি দিয়েও এখন তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে৷ '
In #Goa, the @BJP4Goa Govt. seems to be rattled by the love that the people of Goa have for us and @MamataOfficial! Despite permissions being granted 4 days earlier, they are now stopping @AITC4Goa members just ahead of the ‘People’s Chargesheet’ release!#DoubleEngineDisaster https://t.co/eGrM45s7yC
— All India Trinamool Congress (@AITCofficial) October 25, 2021
আরও পড়ুন: 'এত বছর সুযোগ পেয়ে কী করেছেন?' কংগ্রেসকে সরাসরি প্রশ্ন মমতার
গোয়া তৃণমূলের কর্মসূিচতে বাধা দেওয়া নিয়ে শিলিগুড়িতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, শুধু গোয়া নয়, ত্রিপুরা, অসম সহ বিজেপি শাসিত সব রাজ্যেই তৃণমূলকে একই ভাবে বাধা দেওয়া হচ্ছে৷ তৃণমূলনেত্রী অবশ্য জানান, বাধা পেলেও গোয়ার রাস্তার ফুটপাথে বসেই নিজেদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গিয়েছেন দলের নেতা কর্মীরা৷
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলায় বিধানসভা নির্বাচনের সময় বিজেপি নেতারা ডেইলি প্যাসেঞ্জারি করেছেন৷ আমরা কোনও আপত্তি করিনি৷ কিন্তু বিজেপি শাসতি ত্রিপুরা, অসম, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডে আমাদের যেতে দেবে না৷'
নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপি অনুমতি দিক না দিক আমরা রাস্তা থেকেই লড়াই চালিয়ে যাবো, কারণ আমরা স্ট্রিট ফাইটার৷ প্রয়োজনে চায়ের দোকানে বসে লড়াই চালাবো৷ আপনি চা বিক্রির কথা বলে ক্ষমতায় এসেছিলেন৷ এবার আমরা চায়ের দোকানে বসে চা খেতে খেতেই লড়াই চালিয়ে যাবো৷'
গোয়ায় ইতিমধ্যেই কংগ্রেসে বড়সড় ভাঙন ধরিয়েছে তৃণমূল৷ আগামী ২৮ অক্টোবর গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রীর সফরের সময়ই আরও বেশ কয়েকজন নামজাদা ব্যক্তিত্ব গোয়ায় তৃণমূলে যোগ দিতে পারেন বলে খবর৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যে দাবি করেছেন, গোয়ায় বিজেপি-কে হারিয়ে ক্ষমতা দখল করবে তৃণমূল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Goa, Mamata Banerjee, TMC