Mamata Banerjee questions Congress Failure: 'এত বছর সুযোগ পেয়ে কী করেছেন?' কংগ্রেসকে সরাসরি প্রশ্ন মমতার

Last Updated:

দলীয় মুখপাত্র জাগো বাংলার শারদ সংখ্যাতেও কয়েকদিন আগে একই ভাষাতে কংগ্রেসের সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee questions Congress Failure)৷

জুলাই মাসে দিল্লি গিয়ে সনিয়া এবং রাহুল গান্ধির সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ Photo-File
জুলাই মাসে দিল্লি গিয়ে সনিয়া এবং রাহুল গান্ধির সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ Photo-File
#শিলিগুড়ি: 'অনেক বছর সুযোগ পেয়েছেন৷ কিন্তু আপনারা কিছু করেননি বলেই আমাদের এগিয়ে আসতে হচ্ছে৷' সরাসরি কংগ্রেসের উদ্দেশে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee questions Congress Failure) ৷ এ দিনই উত্তর প্রদেশ কংগ্রেসের দুই নেতা শিলিগুড়িতে তৃণমূলে যোগ দেন৷ সেখানেই কংগ্রেসের ব্যর্থতা নিয়ে বলতে গিয়ে এই মন্তব্য করেন তৃণমূলনেত্রী (Mamata Banerjee on Congress)৷
দলীয় মুখপাত্র জাগো বাংলার শারদ সংখ্যাতেও কয়েকদিন আগে একই ভাষাতে কংগ্রেসের সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee attacks Congress)৷ একের পর এক রাজ্যে তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরাতে শুরু করায় দুই দলের সম্পর্কেও তিক্ততার সৃষ্টি হচ্ছে৷ তৃণমূল এবং কংগ্রেস নেতারা পরস্পরকে আক্রমণ করতেও ছাড়ছেন না৷
advertisement
advertisement
২০২৪-এর আগে যেখানে বিজেপি বিরোধী জোট তৈরি নিয়ে এগোচ্ছিল দুই দল, সেখানে কেন তৃণমূল বিভিন্ন রাজ্যে কংগ্রেসকে দুর্বল করছে, সেই প্রশ্নও উঠছিল রাজনৈতিক মহলে৷ এ দিন সেই প্রশ্নেরই সম্ভবত উত্তর দিয়ে দিলেন তৃণমূলনেত্রী৷ তবে ২০২৪-এ তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে না, এমন কথাও বলেননি মমতা৷ বরং মনে করিয়ে দিয়েছেন, ২০২৪-এর এখনও অনেক দেরি৷ তাই এখনই লোকসভা নির্বাচন নিয়ে কথা বলতে চান না তিনি৷
advertisement
এ দিন উত্তর প্রদেশের দুই তৃণমূল নেতার যোগদান অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় লখিমপুর খেরির ঘটনার উদাহরণ দিয়েও কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন৷ মুখ্যমন্ত্রী বলেন, 'যখন তৃণমূল উত্তর প্রদেশে ছিল না তখনও কংগ্রেস লখিমপুরে পৌঁছতে পারেনি৷ আমাদের সাংসদরা রাতভর জেগে ছোট ছোট জায়গা দিয়ে লখিমপুর পৌঁছেছে৷ কৃষক সংগঠনগুলি আমাদের সাহায্য করেছে৷'
কৃষি আইন বিরোধী আন্দোলন নিয়েও কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা৷ তিনি বলেন, 'এক বছর ধরে কৃষকরা রাস্তায় বসে আন্দোলন করছেন৷ আপনারা এমন কিছু করতে পেরেছেন যাতে কেন্দ্রীয় সরকার কালো কৃষি আইন প্রত্যাহারে বাধ্য হয়? বরং আমরা করে দেখিয়েছি৷ আমি নিজে তিন বার কৃষকদের সমর্থনে ভার্চুয়াল বক্তৃতা দিয়েছি৷ ডেরেক ও ব্রায়েন সহ সাংসদরা কৃষকদের সঙ্গে গিয়ে দেখা করেছেন৷ রাকেশ টিকায়েত এসে আমাদের সঙ্গে দেখা করে গিয়েছেন৷' এর পরই সরাসরি কংগ্রেসকে ব্যর্থতা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'অনেক বছর সুযোগ পেয়েছেন৷ আপনারা কিছু করেননি বলেই আমাদের এগিয়ে আসতে হচ্ছে৷'
advertisement
কংগ্রেসের পাশাপাশি এ দিন বিজেপি-কেও কড়া আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী৷ সব্জি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, পেট্রোল- ডিজেলের আকাশছোঁয়া দাম নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কিচ্ছু হয়নি৷ খালি বড় বড় কথা৷ কোভিডের সময় দেহ গঙ্গায় ভাসিয়ে দিয়েছে৷ শেষকৃত্যটুকু করতে দেয়নি৷ যে সরকার মৃতের সংখ্যা কমানোর জন্য সৎকারটুকু করতে দেয় না, তাদের থেকে মানুষ আর কী আশা করবে?'
advertisement
তবে কংগ্রেসের সমালোচনা করলেও এখনই ২০২৪ নিয়ে চূড়ান্ত কিছু বলতে রাজি নন তৃণমূলনেত্রী৷ ফলে কংগ্রেসের সঙ্গে জোট সম্ভাবনাও খারিজ করে দেননি তিনি৷ কিন্তু আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, কংগ্রেসের ব্যর্থতার পর আর তাদের শর্ত মানবে না তৃণমূল৷ মুখ্যমন্ত্রী বরং বুঝিয়ে দিয়েছেন, কংগ্রেসের উপরে নির্ভরশীল না হয়ে বিভিন্ন রাজ্যের ছোট ছোট দল এবং স্থানীয় নেতাদের সঙ্গে নিয়েই বিজেপি-কে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে এগোবে তৃণমূল৷
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, '২০২৪ নিয়ে এখনই কথা বলছি না৷ ২০২৪-এর অনেক দেরি৷ এক এক রাজ্যে এক একজন ফাইটার থাকে, নেতা থাকে৷ সবার সঙ্গে কথা বলে দেশের জন্য যেটা ভাল হবে সেটাই করব৷'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee questions Congress Failure: 'এত বছর সুযোগ পেয়ে কী করেছেন?' কংগ্রেসকে সরাসরি প্রশ্ন মমতার
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement