হোম /খবর /দেশ /
'এত বছর সুযোগ পেয়ে কী করেছেন?' কংগ্রেসকে সরাসরি প্রশ্ন মমতার

Mamata Banerjee questions Congress Failure: 'এত বছর সুযোগ পেয়ে কী করেছেন?' কংগ্রেসকে সরাসরি প্রশ্ন মমতার

জুলাই মাসে দিল্লি গিয়ে সনিয়া এবং রাহুল গান্ধির সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ Photo-File

জুলাই মাসে দিল্লি গিয়ে সনিয়া এবং রাহুল গান্ধির সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ Photo-File

দলীয় মুখপাত্র জাগো বাংলার শারদ সংখ্যাতেও কয়েকদিন আগে একই ভাষাতে কংগ্রেসের সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee questions Congress Failure)৷

  • Last Updated :
  • Share this:

#শিলিগুড়ি: 'অনেক বছর সুযোগ পেয়েছেন৷ কিন্তু আপনারা কিছু করেননি বলেই আমাদের এগিয়ে আসতে হচ্ছে৷' সরাসরি কংগ্রেসের উদ্দেশে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee questions Congress Failure) ৷ এ দিনই উত্তর প্রদেশ কংগ্রেসের দুই নেতা শিলিগুড়িতে তৃণমূলে যোগ দেন৷ সেখানেই কংগ্রেসের ব্যর্থতা নিয়ে বলতে গিয়ে এই মন্তব্য করেন তৃণমূলনেত্রী (Mamata Banerjee on Congress)৷

দলীয় মুখপাত্র জাগো বাংলার শারদ সংখ্যাতেও কয়েকদিন আগে একই ভাষাতে কংগ্রেসের সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee attacks Congress)৷ একের পর এক রাজ্যে তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরাতে শুরু করায় দুই দলের সম্পর্কেও তিক্ততার সৃষ্টি হচ্ছে৷ তৃণমূল এবং কংগ্রেস নেতারা পরস্পরকে আক্রমণ করতেও ছাড়ছেন না৷

আরও পড়ুন: উত্তর প্রদেশেও কংগ্রেসে ভাঙন ধরালো তৃণমূল, যোগ দিলেন দুই নেতা, বারণসী যাচ্ছেন মমতা

২০২৪-এর আগে যেখানে বিজেপি বিরোধী জোট তৈরি নিয়ে এগোচ্ছিল দুই দল, সেখানে কেন তৃণমূল বিভিন্ন রাজ্যে কংগ্রেসকে দুর্বল করছে, সেই প্রশ্নও উঠছিল রাজনৈতিক মহলে৷ এ দিন সেই প্রশ্নেরই সম্ভবত উত্তর দিয়ে দিলেন তৃণমূলনেত্রী৷ তবে ২০২৪-এ তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে না, এমন কথাও বলেননি মমতা৷ বরং মনে করিয়ে দিয়েছেন, ২০২৪-এর এখনও অনেক দেরি৷ তাই এখনই লোকসভা নির্বাচন নিয়ে কথা বলতে চান না তিনি৷

এ দিন উত্তর প্রদেশের দুই তৃণমূল নেতার যোগদান অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় লখিমপুর খেরির ঘটনার উদাহরণ দিয়েও কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন৷ মুখ্যমন্ত্রী বলেন, 'যখন তৃণমূল উত্তর প্রদেশে ছিল না তখনও কংগ্রেস লখিমপুরে পৌঁছতে পারেনি৷ আমাদের সাংসদরা রাতভর জেগে ছোট ছোট জায়গা দিয়ে লখিমপুর পৌঁছেছে৷ কৃষক সংগঠনগুলি আমাদের সাহায্য করেছে৷'

কৃষি আইন বিরোধী আন্দোলন নিয়েও কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা৷ তিনি বলেন, 'এক বছর ধরে কৃষকরা রাস্তায় বসে আন্দোলন করছেন৷ আপনারা এমন কিছু করতে পেরেছেন যাতে কেন্দ্রীয় সরকার কালো কৃষি আইন প্রত্যাহারে বাধ্য হয়? বরং আমরা করে দেখিয়েছি৷ আমি নিজে তিন বার কৃষকদের সমর্থনে ভার্চুয়াল বক্তৃতা দিয়েছি৷ ডেরেক ও ব্রায়েন সহ সাংসদরা কৃষকদের সঙ্গে গিয়ে দেখা করেছেন৷ রাকেশ টিকায়েত এসে আমাদের সঙ্গে দেখা করে গিয়েছেন৷' এর পরই সরাসরি কংগ্রেসকে ব্যর্থতা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'অনেক বছর সুযোগ পেয়েছেন৷ আপনারা কিছু করেননি বলেই আমাদের এগিয়ে আসতে হচ্ছে৷'

কংগ্রেসের পাশাপাশি এ দিন বিজেপি-কেও কড়া আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী৷ সব্জি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, পেট্রোল- ডিজেলের আকাশছোঁয়া দাম নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কিচ্ছু হয়নি৷ খালি বড় বড় কথা৷ কোভিডের সময় দেহ গঙ্গায় ভাসিয়ে দিয়েছে৷ শেষকৃত্যটুকু করতে দেয়নি৷ যে সরকার মৃতের সংখ্যা কমানোর জন্য সৎকারটুকু করতে দেয় না, তাদের থেকে মানুষ আর কী আশা করবে?'

তবে কংগ্রেসের সমালোচনা করলেও এখনই ২০২৪ নিয়ে চূড়ান্ত কিছু বলতে রাজি নন তৃণমূলনেত্রী৷ ফলে কংগ্রেসের সঙ্গে জোট সম্ভাবনাও খারিজ করে দেননি তিনি৷ কিন্তু আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, কংগ্রেসের ব্যর্থতার পর আর তাদের শর্ত মানবে না তৃণমূল৷ মুখ্যমন্ত্রী বরং বুঝিয়ে দিয়েছেন, কংগ্রেসের উপরে নির্ভরশীল না হয়ে বিভিন্ন রাজ্যের ছোট ছোট দল এবং স্থানীয় নেতাদের সঙ্গে নিয়েই বিজেপি-কে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে এগোবে তৃণমূল৷

মুখ্যমন্ত্রী বলেন, '২০২৪ নিয়ে এখনই কথা বলছি না৷ ২০২৪-এর অনেক দেরি৷ এক এক রাজ্যে এক একজন ফাইটার থাকে, নেতা থাকে৷ সবার সঙ্গে কথা বলে দেশের জন্য যেটা ভাল হবে সেটাই করব৷'

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Congress, Mamata Banerjee, TMC