গোটা সপ্তাহ জুড়ে ইঞ্জিনিয়ারিং কলেজে ঘুরছে বাঘ! বন্ধ ক্যাম্পাস, আতঙ্কে এলাকাবাসী
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Tiger In Bhopal College : একটি বাঘ ৩ অক্টোবর ইনস্টিটিউটে লুকিয়ে ঢুকে দুটি গরু মেরে ফেলে এবং আরও দুটি গরুকে আক্রমণ করে
#ভোপাল: প্রায় এক সপ্তাহ আগে ভোপালে মৌলানা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (MANIT) বিশাল ক্যাম্পাসে প্রবেশ করে এক বাঘ। রবিবার ধরা পড়ে বাঘটি। একজন বন কর্মকর্তা জানিয়েছেন ঘটনাটি।
১০০ একর ঝোপঝাড় সহ ৬৫০ একর এলাকা জুড়ে বিস্তৃত জায়গাটি, মানুষ বসবাস করে সেখানে। এই বাঘটি সেই নামকরা ইনস্টিটিউটে প্রবেশ করেছে, এমনটাই জানান সেই বন কর্মকর্তা।
আরও পড়ুন: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা এই বলিসুন্দরীরা
advertisement
এর আগে, টি-১২৩-৪ নামে একটি বাঘ ৩ অক্টোবর ইনস্টিটিউটে লুকিয়ে ঢুকে দুটি গরু মেরে ফেলে এবং আরও দুটি গরুকে আক্রমণ করে। দু-দিন আগেই বাঘটি ক্যাম্পাস ছেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
advertisement
ভোপাল বিভাগীয় বন কর্মকর্তা অলোক পাঠক পিটিআইকে বলেছেন, "এটি সম্ভবত ৮-৯ অক্টোবর ইনস্টিটিউটে প্রবেশ করেছিল। এটি ক্যাম্পাসে টোপ দিয়ে রাখা তিনটি খাঁচার মধ্যে একটিতে ধরা পড়ে। আমরা যাচ্ছি। নর্মদাপুরমের সাতপুরা টাইগার রিজার্ভে বাঘটিকে ছেড়ে দিতে”।
আরও পড়ুন: শহর থেকে একটু দূরে উইকেন্ড ডেস্টিনেশন
কর্মকর্তা বলেন, ইনস্টিটিউটে ১৬টি ক্যামেরা লাগানো হয়েছে এবং তাঁদের ৫০ কর্মচারী এখনও ক্যাম্পাসে নজর রাখছেন।
advertisement
৬০০ ছাত্র কলেজে গ্র্যাজুয়েশন করছেন। এছাড়াও ৫০০০কর্মচারী এবং ১০০০পরিবারের সদস্য সেখানে বসবাস করে। রাতাপানি বন্যপ্রাণী অভয়ারণ্যের বাঘ, ভোপালের কাছাকাছি রাইসেন এবং সেহোর জেলায় বারমবার বেরিয়ে আসে। রাজ্যের রাজধানী কেরওয়া এলাকায় চলে যায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2022 7:35 PM IST