National News: গলা-হাত শক্ত করে দড়ি দিয়ে বাঁধা...প্লাস্টিকে মোড়া দেহ পচছে নীল ড্রামে! লুধিয়ানায় হাড়হিম হত্যাকাণ্ড

Last Updated:

সিসিটিভি ফুটেজ দেখে কারা ওই ড্রাম ওখানে ফেলেছে, তা বোঝার চেষ্টা করা হচ্ছে৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷ তদন্তাকারীরা মনে করছেন, খুনের ধরন দেখে মনে করা হচ্ছে, ওই ব্যক্তিকে পূর্ব পরিকল্পনা করেই খুন করা হয়েছে৷

News18
News18
পঞ্জাব: মেরঠ কাণ্ডের স্মৃতি ফিরল পঞ্জাবের লুধিয়ানায়৷ মেরঠে, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে নেভি স্বামীকে খুন করে নীল ড্রামে ভরে রেখেছিল স্ত্রী৷ এবার সেই রকমই নীল ড্রামের মধ্যে দড়ি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হল এক পচাগলা দেহ৷
লুধিয়ানার শেরপুর এলাকায় একই রকম একটি নীল ড্রামের ভিতরে একটি পচা মৃতদেহ পাওয়া গেছে। বুধবার সকালে সাফাইকর্মীরা একটি খালি জমিতে একটি পরিত্যক্ত ড্রাম পড়ে থাকতে দেখেন৷ সেখান থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। তখনই তাঁরা দেখতে পান মৃতদেহটি৷
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ৬ নম্বর ডিভিশন পুলিশ। স্টেশন হাউস অফিসার (এসএইচও) ইনস্পেক্টর কুলবন্ত কৌর জানিয়েছেন, দেহটি বছর চল্লিশের কোনও ব্যক্তির৷ তার গলা-পা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা ছিল৷ তারপর গোটা দেহ চাদর দিয়ে মুড়ে প্লাস্টিকের ব্যাগে বরে নীল ড্রামের ভিতরে ভরা ছিল৷
মৃতদেহটিতে ইতিমধ্যেই পচন শুরু হওয়ায় তদন্তকারীরা মনে করছেন, অন্তত দিন দু’য়েক আগে ওই ব্যক্তিকে খুন করা হয়ে থাকতে পারে৷ ওই ব্যক্তির চেহারা দেখে তদন্তকারীরা অনুমান করেছেন, ওই ব্যক্তি রাজ্যের বাইরের৷ তাঁর পরিচয় এখনও জানা যায়নি৷
advertisement
সিসিটিভি ফুটেজ দেখে কারা ওই ড্রাম ওখানে ফেলেছে, তা বোঝার চেষ্টা করা হচ্ছে৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷ তদন্তাকারীরা মনে করছেন, খুনের ধরন দেখে মনে করা হচ্ছে, ওই ব্যক্তিকে পূর্ব পরিকল্পনা করেই খুন করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
National News: গলা-হাত শক্ত করে দড়ি দিয়ে বাঁধা...প্লাস্টিকে মোড়া দেহ পচছে নীল ড্রামে! লুধিয়ানায় হাড়হিম হত্যাকাণ্ড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement