ফের অশান্ত কাশ্মীর, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত ৩

Last Updated:

ফের উত্তপ্ত কাশ্মীর উপত্যকা ৷ শুক্রবারের নামাজের পর থেকেই অশান্ত কাশ্মীর ৷

#শ্রীনগর: ফের উত্তপ্ত কাশ্মীর উপত্যকা ৷ শুক্রবারের নমাজের পর থেকেই অশান্ত কাশ্মীর ৷ এদিন নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে কট্টরপন্থীরা। ঘটনায় ত জনের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা ১৫০ ৷ বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অগ্নিগর্ব ভূস্বর্গ ৷ দফায় দফায় চলে সংঘর্ষ ৷ এখন পর্যন্ত এই অশান্তির জেরে মৃত্যু হয়েছে ৫৩ জনের ৷
সূত্রের খবর,  শুক্রবার হজরতবাল দরগা পর্যন্ত বিক্ষোভ মিছিল করার কথা ছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৷ তাদের আটকানোর জন্য কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় কার্ফু জারি করা হয়েছিল ৷ এদিন নমাজের পর কার্ফু অগ্রাহ্য করে স্বাধীনতার দাবিতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় কট্টরপন্থীরা। শুরু হয় সংঘর্ষ ৷ নিরাপত্তাবাহিনীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় মহম্মদ মকবুল ৷ তার মৃত্যু খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায় ৷
advertisement
এর কয়েকদিন আগেই সন্ত্রাসবাদের ‘পোস্টার বয়’ বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে উত্তেজনা ছড়ায় কাশ্মীর উপত্যাকায় ৷ বিচ্ছিন্নতাবাদীদের উস্কানিতে তরুণ জঙ্গির মৃত্যুতে একাধিক মানুষ সামিল হন বিক্ষোভ-প্রতিবাদে ৷ পুলিশ ও নিরাপত্তাবাহিনীদের উদ্দেশ্য করে ছোঁড়া হয় ইট-পাটকেল ৷ সমগ্র কাশ্মীর জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন ৷ বিক্ষোভকারীদের দমন করতে পুলিশের তরফ থেকে ছোঁড়া হয় কাঁদানে গ্যাস ৷ ঘটনার পর থেকেই ব্যাহত সাধারণ জনজীবন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের অশান্ত কাশ্মীর, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত ৩
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement