Hyderabad thief: মদের দোকানে চুরি করতে এসে ছোট্ট ভুল, কাজ হাসিল করেও সর্বনাশ হল চোরের

Last Updated:

মজার এই ঘটনা ঘটেছে তেলঙ্গানার হায়দ্রাবাদের মেদক জেলায়৷ দোকানের এক কর্মচারী জানিয়েছেন, রবিবার রাত ১০টা নাগাদ দোকান বন্ধ করেন তাঁরা৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
হায়দ্রাবাদ: মদের দোকানে চুরি করতে ঢুকেছিল চোর৷ ছাদের টাইলস কেটে, সিসিটিভি ক্যামেরা নিষ্ক্রিয় করে, ক্যাশ কাউন্টারের ড্রয়ার ভেঙে মোটা টাকা নগদও নেওয়া হয়ে গিয়েছিল৷
এ পর্যন্ত সব ঠিকই ছিল৷ কিন্তু ঠিক নতুন বছরের মুখে মোটা টাকা নগদ চুরির আনন্দে একটু বেশিই দিশেহারা হয়ে পড়েছিল সে৷ চুরির সাফল্য উদযাপনে দোকানে থরে থরে সাজানো বোতল থেকে মদ নিয়ে আকণ্ঠ মদ্যপান করে ফেলে সে৷ এর পর যা হওয়ার তাই হল৷ মদের নেশায় আর নড়াচড়া করার ক্ষমতা ছিল না ওই চোরের৷ নেশার ঘোরে ওই মদের দোকানের ভিতরেই লুটিয়ে পড়ে সে৷
advertisement
advertisement
পরদিন সকালে যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় চোখ খোলে সে, তখন তাকে ঘিরে রয়েছে মদের দোকানের কর্মচারীরা৷ এত পরিশ্রম করে চুরি করা টাকাও তখন ওই চোরের চারপাশে ছড়িয়ে ছিঁটিয়ে রয়েছে৷ একই ভাবে ছড়ান ছিল বেশ কয়েকটি মদের বোতলও৷
advertisement
মজার এই ঘটনা ঘটেছে তেলঙ্গানার হায়দ্রাবাদের মেদক জেলায়৷ দোকানের এক কর্মচারী জানিয়েছেন, রবিবার রাত ১০টা নাগাদ দোকান বন্ধ করেন তাঁরা৷ সোমবার সকালে এসে দোকান খোলার সময় ওই চোরকে আবিষ্কার করেন তাঁরা৷ তখনও প্রায় অচৈতন্য অবস্থায় পড়েছিল ওই চোর৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ এসে ওই চোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে৷
advertisement
শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই চোরের নেশার ঘোর পুরোপুরি কাটেনি৷ ফলে ওই চোরের পরিচয়ও জানতে পারেনি পুলিশ৷ নেশা কাটলেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Hyderabad thief: মদের দোকানে চুরি করতে এসে ছোট্ট ভুল, কাজ হাসিল করেও সর্বনাশ হল চোরের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement