উত্তরপ্রদেশ: সিনেমার নাম 'পাঠান'। নায়ক, বলিউড 'বাদশা' শাহরুখ খান। সেই সিনেমার প্রথম গান সামনে আসতে না আসতেই বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল সারা দেশজুড়ে। তার কারণ? কারণ, গানের একটি দৃশ্যে এক বিশেষ রঙের পোশাক।
পাঠান সিনেমার 'বেশরম' গানের দৃশ্যে গেরুয়া রঙের পোশাকে নাচতে দেখা গিয়েছিল অভিনেত্রী দীপিকা পাডুকোণকে। তারপর, সেই দৃশ্যকে কেন্দ্র করেই ঝড় বয়ে যায় দেশীয় রাজনীতিতে।
একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের পথে নেমে শাহরুখের সিনেমা 'পাঠান' বয়কট করার দাবি তোলেন। চলতে থাকে বিক্ষোভ। ভাঙচুর করা হয় সিনেমা হল। অবশেষে, সেই দৃশ্য বাদও দেওয়ার সিদ্ধান্ত নেন সিনেমার নির্মাতারা। কিন্তু, তারপরেও ধিকিধিকি জ্বলতে থাকে বিক্ষোভের আগুন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিজেপির কর্মসমিতির বৈঠকে দলের সদস্যদের, কোনও সিনেমা অথবা অভিনেতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য না করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: ভারতকে $5 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছে দিতে বিরাট ভূমিকা নেবে উত্তরপ্রদেশ : যোগী আদিত্যনাথ
সোমবার নিউজ ১৮ -এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এই বয়কট-রাজনীতি নিয়েই নিজের মতামত প্রকাশ করেন যোগী আদিত্যনাথ।
এদিন এই বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "নির্মাতাদের এমন দৃশ্য কখনওই সিনেমায় রাখা উচিত নয়, যা মানুষের ভাবাবেগে আঘাত করে।" তাঁর মতে, মানুষ অভিনেতা, নির্মাতাদের যেমন সম্মান দেয়, তেমনই তাঁদেরও উচিত জনগণের আবেগকে সম্মান করা।
এর পাশাপাশি, যোগী জানান, সিনেমা নিয়ে নিজস্ব নীতি আনতে চলেছে উত্তরপ্রদেশ সরকার । তাঁর এ-ও মত, ভারতীয় সিনেমা অর্থনীতি তো বটেই, সাংস্কৃতিক দিক থেকেও এদেশের গুরুত্বপূর্ণ অঙ্গ।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে 'ওয়ার্ল্ড ক্লাস' ফিল্ম সিটি তৈরির প্রকল্প গ্রহণ করেছে সে রাজ্যের সরকার। সম্প্রতি তা নিয়ে মুম্বইয়েও গিয়েছিলেন যোগী আদিত্যনাথ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।