Mango: বিহারের 'এই' ১২ ব্র্যান্ডের আম খান দেশের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি, নাম জানেন?

Last Updated:

Mango: বিহারে মোট ৩৮টি জেলা রয়েছে। এই জেলার মধ্যে এমন ১২টি জেলা রয়েছে, যেগুলি আম দিয়ে চিহ্নিত করা হয়েছে।

জরদালু আম। ফাইল ছবি।
জরদালু আম। ফাইল ছবি।
কলকাতাঃ আমাদের দেশে আমকে ফলের রাজা বলা হয়। ছোট থেকে বয়স্ক, আম পছন্দ নয় এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া সম্ভব নয়। গ্রীষ্মের মরশুম আসতে না আসতেই বাজার ভরে যায় আমে। আর আমের সঙ্গে বিহারের সম্পর্ক বহু প্রাচীন, তার গন্ধেই এখানকার মানুষ বলে দিতে পারেন আম মিষ্টি হবে না টক।
বিহারের বিভিন্ন জেলাতে বিভিন্ন জাতের আম উৎপন্ন হয়। প্রায় প্রতিটি জেলাকে চিহ্নিত করা হয় ওই অঞ্চলের বিশেষ আম দিয়ে। কৃষি বিভাগের মতে, বিহারে মূলত ১২টি বিভিন্ন জাতের আম উৎপাদিত হয়, বিভিন্ন জেলায় বিভিন্ন। বিহারের ১২টি জেলার এই আমের নামও বিভিন্ন।
আরও পড়ুনঃ টমেটোর পর সেঞ্চুরি হাঁকাল ফুলকপিও, কেন হুড়মুড়িয়ে বাড়ল দাম? কারণ জানলে চমকে উঠবেন
বিহারে মোট ৩৮টি জেলা রয়েছে। এই জেলার মধ্যে এমন ১২টি জেলা রয়েছে, যেগুলি আম দিয়ে চিহ্নিত করা হয়েছে। গ্রীষ্মকালে এখানকার কৃষকরা আম চাষ করে প্রতিবছরেই মোট রকমের মুনাফা অর্জন করেন। বিহারের পশ্চিম চম্পারণকে জর্দা আম দিয়ে চিহ্নিত করা হয়। একই ভাবে সীতামারির বমবাইয়া, দ্বারভাঙ্গার কলকাতিয়া, সুপলের গুলাবখাস, মধুবনির কৃষ্ণভোগ, মাধেপুরা ও কাটিহারের মালদহ, ভাগলপুরের জরদালু, মুঙ্গেরের চুরাম্বা মালদহ, সমষ্টিপুরের বথুয়া, পটনার দুধিয়া মালদহ ও বক্সারের চৌসাকে চিহ্নিত করা হয়েছে।
advertisement
advertisement
জরদালু আম বিশ্বের সবচেয়ে উন্নত আমের প্রজাতির মধ্যে গণ্য করা হয়। বিশ্বের অনেক দেশেই বর্তমানে জরদালু আমের চাহিদা বাড়ছে। সেই কারণে ভাগলপুরের বিখ্যাত জরদালু আমকে ২০১৮ সালে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ প্রদান করা হয়েছে। জরদালু আম এর অনন্য সুগন্ধ ও স্বাদের জন্য পরিচিত। বছরের পর বছর ধরে এই আম দিল্লির অনেক জায়গাতেই বিক্রি করা হয়। বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকরাও একবার হলে এই আমের স্বাদ চেখে দেখতে চান। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ দেশে উপস্থিত সব দেশের হাইকমিশনারের কাছেও এই আম পাঠানো হয়। এর সঙ্গে অন্যান্য মন্ত্রী, অফিসারদের পাশাপাশি সাংসদ ও বিধায়কদেরও পাঠানো হয় এই আম।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mango: বিহারের 'এই' ১২ ব্র্যান্ডের আম খান দেশের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি, নাম জানেন?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement