WB Panchayat Election 2023: আপনার কি পঞ্চায়েতের ডিউটি পড়েছে? ভোটকর্মীরা ডিসিআরসি পৌঁছতে কোথায়, কখন বাস পাবেন? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
West Bengal Panchayat Election 2023: পশ্চিম বর্ধমান জেলার ডিসিআরসি সেন্টার করা হয়েছে রানীগঞ্জ গার্লস কলেজ। কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য জেলার বিভিন্ন জায়গা থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে।
আসানসোল: হাতে আর মাত্র দুটো দিন। তারপর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আগামী শনিবার ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন এবং প্রশাসন স্তরে প্রস্তুতি তুঙ্গে। সমস্ত রাজনৈতিক দলগুলি শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলছে। পঞ্চায়েত নির্বাচনে প্রয়োজন প্রচুর পরিমাণ ভোট কর্মীর। আগামী শুক্রবার তাদের ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রে হাজির হয়ে যেতে হবে। শনিবার সকাল থেকে শুরু হয়ে যাবে ভোটদান পর্ব।
ভোটকর্মীদের ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র অর্থাৎ ডিসিআরসি সেন্টারে নিয়ে যাওয়ার জন্য যাতায়াতের ব্যবস্থা করেছে কমিশন। পশ্চিম বর্ধমান জেলার ডিসিআরসি সেন্টার অর্থাৎ ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র করা হয়েছে রানীগঞ্জ গার্লস কলেজ। সেই কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য জেলার বিভিন্ন জায়গা থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। জেলার মোট আট’টি জায়গা থেকে ডিসিআরসি সেন্টারে যাওয়ার জন্য বাস পাবেন ভোট কর্মীরা। জেনে নিন সেই ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুরের দুর্গাপুজোর এ বারে বিরাট চমক! অভিনব থিম এ জেলা-ও জেলায় সাড়া ফেলেছে
রানীগঞ্জ গার্লস কলেজে ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের নিয়ে যাওয়ার জন্য দুটি বাস ছাড়বে চিত্তরঞ্জন বাসস্ট্যান্ড থেকে। বাস দুটি চিত্তরঞ্জন বাস স্ট্যান্ড থেকে ছেড়ে সালানপুর বিডিও অফিস, জুবিলি মোড়, কাল্লা মোড়, কালীপাহাড়ি মোড়, রানিসায়র মোড়, পাঞ্জাবি মোড় হয়ে পৌঁছবে। প্রথম বাসটি ছাড়বে সকাল ৭’টায়, এবং দ্বিতীয় বাসটি ছাড়বে সকাল সাড়ে সাত’টায়।
advertisement
রানীগঞ্জ গার্লস কলেজে ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের নিয়ে যাওয়ার জন্য একটি বাস ছাড়বে পাণ্ডবেশ্বর বিডিও অফিস থেকে। বাসটি হীরাপুর, পাঞ্জাবি মোড় হয়ে গন্তব্যে পৌঁছবে। বাসটি নির্দিষ্ট স্থান থেকে ছাড়বে সকাল ৭’টায়। রানীগঞ্জ গার্লস কলেজে ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের নিয়ে যাওয়ার জন্য দুটি বাস ছাড়বে বরাকর বাসস্ট্যান্ড থেকে। বাস দুটি কুলটি, নিয়ামতপুর, আসানসোল সিটি বাস স্ট্যান্ড হয়ে গন্তব্যে পৌঁছবে। বরাকর থেকে প্রথম বাসটি ছাড়বে সকাল সাতটায় এবং দ্বিতীয় বাসটি ছাড়বে সকাল সাড়ে সাত’টায়।
advertisement
আরও পড়ুনঃ ছাতা মাথায় দাঁড়িয়ে এক গ্রাম লোক! কী খুঁজে পেলেন ওঁরা? মুহূর্তে তোলপাড় জলপাইগুড়ি
রানীগঞ্জ গার্লস কলেজে ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের নিয়ে যাওয়ার জন্য আসানসোল সিটি বাস স্ট্যান্ড থেকে একটি বাস ছাড়বে। বাসটি কালিপাহাড়ি, নিঘা, চাঁদা, পাঞ্জাবি মোড় হয়ে গন্তব্যে পৌঁছবে। নির্দিষ্ট স্থান থেকে বাসটি ছাড়বে সকাল সাতটায়। রানীগঞ্জ গার্লস কলেজে ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের নিয়ে যাওয়ার জন্য দুটি বাস ছাড়বে পানাগড় বাজার থেকে। বাস দুটি মুচিপাড়া, দুর্গাপুর সিটি সেন্টার, ভিরিঙ্গি মোড়, মেনগেট, অন্ডাল, কাজোরা, পাঞ্জাবি মোর হয়ে গন্তব্যে পৌঁছবে। প্রথম বাসটি ছাড়বে সকাল সাতটায় এবং দ্বিতীয় বাসটি ছাড়বে সকাল সাড়ে সাতটায়।
advertisement
এ ছাড়াও, রানীগঞ্জ গার্লস কলেজে ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের নিয়ে যাওয়ার জন্য দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ড থেকে দুটি বাস ছাড়বে। একটি বাস ছাড়বে বারাবনি বিডিও অফিসের কাছে থেকে। আরও একটি বাস পাওয়া যাবে রানীগঞ্জ স্টেশনের কাছে থেকে। দুর্গাপুর সিটি সেন্টার থেকে বাস দুটি ছাড়বে সকাল সাত’টা এবং সাড়ে সাত’টায়। বারাবনি এবং রানীগঞ্জ স্টেশন থেকে ওই বাস দুটি ছাড়বে সকাল ৭’টায়।
advertisement
Nayan Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2023 10:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Panchayat Election 2023: আপনার কি পঞ্চায়েতের ডিউটি পড়েছে? ভোটকর্মীরা ডিসিআরসি পৌঁছতে কোথায়, কখন বাস পাবেন? জানুন