Marriage Age of Women: 'তখন তোমার একুশ বছর....', টাস্ক ফোর্সের পরামর্শেই মেয়েদের বিয়ের বয়স বদল!

Last Updated:

Marriage Age of Women: গত বছরের জুনে এই বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়। ডিসেম্বরেই এই টাস্ক ফোর্স প্রস্তাব দেয় বিবাহের বয়স বাড়ানো দরকার।

বিয়ের বয়স বদল
বিয়ের বয়স বদল
#নয়াদিল্লি : বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। ঘোষণা হয়েছিল অনেক আগেই। এবার তা কার্যকর হতে চলেছে। সূত্রের খবর, বুধবার ক্যাবিনেট বৈঠকে মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করায় ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবার খুব দ্রুত এই আইন সংশোধন করতে বিল আনা হবে।
২০২০ এর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উল্লেখ করেছিলেন মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। তারপর এক বছরেরও বেশি সময় কেটে যাওয়ার পর অবশেষে সেই প্রস্তাবে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মেয়েদের অপুষ্টি, অসুস্থতা থেকে রক্ষা করতে সঠিক সময়ে বিয়ে হওয়া উচিত বলে মনে করে কেন্দ্র। সেই ভাবনা থেকেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। নাবালক বিবাহ আইন, বিশেষ বিবাহ আইন এবং হিন্দু বিবাহ আইন সংশোধন করতে চায় কেন্দ্রীয় সরকার।
advertisement
advertisement
এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন নীতি আয়োগের টাস্ক ফোর্সের প্রধান জয়া জেটলি। এই টাস্ক ফোর্সে রয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিক, নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের আধিকারিক, আইন মন্ত্রকের পদস্থ কর্মকর্তারা। এছাড়াও কেন্দ্রীয় সরকারের পরামর্শদাতা ভিকে পল রয়েছেন টাস্কফর্সে। গত বছরের জুনে এই বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়। ডিসেম্বরেই এই টাস্ক ফোর্স প্রস্তাব দেয় বিবাহের বয়স বাড়ানো দরকার।
advertisement
তাদের যুক্তি, মহিলাদের প্রথম সন্তানসম্ভবা হতে অন্তত ২১ বছর বয়স হওয়া উচিত। সেই মত এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষজ্ঞদের বক্তব্য, দেরীতে বিয়ের আর্থ, সামাজিক, স্বাস্থ্যগত প্রভাব রয়েছে সমাজে।বুধবার সূচি মেনে ক্যাবিনেট বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও সাংবাদিক সম্মেলনে মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়নি। কেন্দ্রের তরফেও কোনও প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় নি। বিষয়টি সামনে আসে বৃহস্পতিবার সকালে। এমন এক সিদ্ধান্তে দলমত নির্বিশেষে নরেন্দ্র মোদি সরকারের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ সকলেই।
বাংলা খবর/ খবর/দেশ/
Marriage Age of Women: 'তখন তোমার একুশ বছর....', টাস্ক ফোর্সের পরামর্শেই মেয়েদের বিয়ের বয়স বদল!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement