NMAJS: শিক্ষাদানের ক্ষেত্রে এক নতুন মানদণ্ড তৈরি করাই লক্ষ্য; মুম্বইয়ে প্রতিষ্ঠিত হল নীতা মুকেশ আম্বানি জুনিয়র স্কুল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Nita Mukesh Ambani Junior School Launch: বুধবার অর্থাৎ ১ নভেম্বর চালু হল নীতা মুকেশ আম্বানি জুনিয়র স্কুল (NMAJS)।
মুম্বই: এক নয়া শিক্ষামূলক প্রতিষ্ঠান উন্মোচনের সাক্ষী রইল বাণিজ্যনগরী মুম্বই। বুধবার অর্থাৎ ১ নভেম্বর চালু হল নীতা মুকেশ আম্বানি জুনিয়র স্কুলের (এনএমএজেএস)। আর এই স্কুলটি শিক্ষাদান এবং শেখার দৃষ্টান্তগুলিকে পুনরায় সংজ্ঞায়িত করতে সম্পূর্ণ ভাবে প্রস্তুত।
বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল (ডিএআইএস) ক্যাম্পাসের ঠিক পাশেই তৈরি করা হয়েছে নতুন এই স্কুলটি। যেটাকে একটি অত্যাধুনিক ক্যাম্পাস হিসেবেই ডিজাইন করা হয়েছে। শুধু তা-ই নয়, এখানে পড়ুয়ারা পেয়ে যাবে নমনীয় শিক্ষার সুবিধা। এর পাশাপাশি ছোট ও বড় দলে ভাগ হয়ে কোল্যাবোরেশন এবং কাজ করার সুবিধাও মিলবে এই নয়া স্কুলে।
advertisement
advertisement

advertisement
শ্রেষ্ঠত্বের এই যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত এনএমএজেএস। যা ২০০৩ সালে প্রতিষ্ঠিত ডিএআইএস নীতা আম্বানির দূরদর্শী নেতৃত্বের জোরে ইতিমধ্যেই অতিক্রম করেছে। নীতা আম্বানি আসলে মন থেকে একজন শিক্ষিকা এবং শিক্ষাবিদ। ফলে একজন প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন হিসেবে নীতা আম্বানি অসাধারণ আবেগ এবং অঙ্গীকারের মাধ্যমে মাত্র ২০ বছরের মধ্যে ডিএআইএস-কে বিশ্বের সেরা বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম করে তুলতে সক্ষম হয়েছেন। এমনকী আজ ডিএআইএস ভারতের ১ নম্বর ইন্টারন্যাশনাল স্কুলের তকমা লাভ করেছে। সেই সঙ্গে বিশ্বের সেরা ২০টি আইবি স্কুলের তালিকাতেও স্থান করে নিয়েছে ডিএআইএস।
advertisement
আর সবথেকে বড় কথা হল, নীতা মুকেশ আম্বানি জুনিয়র স্কুল নামে এই নতুন প্রতিষ্ঠানের ভিত্তি আর উড়ানে সাহায্য করতে চলেছে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল। এই প্রসঙ্গে প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন নীতা আম্বানি বলেন যে, “আমরা সব সময় চেয়ে এসেছি ডিএআইএস-এ যেন একটি সুখের বাতাবরণ বজায় থাকে। যেখানে শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণ উভয়ই যেন আনন্দদায়ক হয়ে ওঠে। এখন যখন আমরা পিছনের দিকে ফিরে তাকাই, তখন বুঝতে পারি যে, মাত্র দুই দশকে হাজার হাজার শিশু এবং তাদের পরিবারের জীবনে পরিবর্তন আনতে সক্ষম হয়েছি আমরা। আর একটি মহান কৃতজ্ঞতা এবং আশাবাদের সঙ্গে এই শ্রেষ্ঠত্বের সংস্কৃতি গড়ে তুলতে দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে নতুন প্রজন্ম যাতে নেতৃত্বদানের পথে এগিয়ে আসে, তার জন্য ভবিষ্যতের দিকে চেয়ে রয়েছি আমরা। এই নতুন শিক্ষার মন্দির – নীতা মুকেশ আম্বানি জুনিয়র স্কুল – মুম্বই শহর এবং সমগ্র জাতিকে উৎসর্গ করতে পেরে আমি সত্যিই সম্মানিত।”
advertisement
ভবিষ্যতের পরিচায়ক এই স্কুলের অগ্রগতি এবং দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভাইস-চেয়ারপার্সন ইশা আম্বানিও। তাঁর কথায়, “আমার মা হলেন আমার রোল মডেল। তিনি একটি ভারতীয় মন এবং একটি ভারতীয় আত্মা নিয়ে ডিএআইএস-কে একটি আন্তর্জাতিক স্কুল হিসেবে কল্পনা করেছিলেন। আর সেই স্কুল অকল্পনীয় ভাবে ভারতের শিক্ষার চেহারাটাই বদলে দিয়েছে। শিশুদের মধ্যে যাতে একুশ শতকের দক্ষতা ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্য নিয়েই আমরা ডিএআইএস-এর মৌলিক নীতি এবং অনন্য শক্তির উপর ভিত্তি করে এই নীতা মুকেশ আম্বানি জুনিয়র স্কুল প্রতিষ্ঠা করেছি।’’
advertisement

প্রসঙ্গত, গত ১ নভেম্বর অর্থাৎ বুধবার পরিবার, পরিজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী, পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে নতুন এই স্কুলের বাস্তু পূজা করা হয়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, নীতা আম্বানির জন্মদিনেই এই শুভ কাজ সম্পন্ন করা হল। নতুন এই স্কুলটির নকশা তৈরি করেছেন বিশ্বের খ্যাতনামা আর্কিটেক্ট Perkins&Will। আর এটা তৈরি করেছেন Leighton। একাধিক অত্যাধুনিক নকশার ক্যাম্পাস তৈরি করার অভিজ্ঞতা রয়েছে তাদের। নীতা মুকেশ আম্বানি জুনিয়র স্কুল হল সম্পূর্ণ রূপে একটি আন্তর্জাতিক স্কুল। যা পড়ুয়াদের আইবি প্রাইমারি ইয়ার্স প্রোগ্রাম (পিওয়াইপি) এবং মিডল ইয়ার্স প্রোগ্রাম (এমওয়াইপি) পাঠ্যক্রমের সুবিধা প্রদান করবে।
advertisement
শিক্ষক-শিক্ষিকাদের দক্ষতা এবং অঙ্গীকার যে কোনও বিদ্যালয়ের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এনএমএজেএস নিজের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ শিক্ষা প্রদানের জন্য গোটা বিশ্বের সেরা প্রতিভাদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য তখনই সম্পূর্ণ রূপে সম্পন্ন হয়, যখন অভিভাবকরা আন্তরিক ভাবে এর তত্ত্ব এবং অনুশীলনকে সমর্থন করেন। আর এনএমএজেএস সর্বদাই অভিভাবকদের অটুট সমর্থন পাওয়ার জন্য সত্যিই ভাগ্যবান।
এর পাশাপাশি এনএমএজেএস নিজেকে একটি শিশু-বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায়। আর এটি এমন একটি সুখী বিদ্যালয় হবে, যার মধ্যে একুশ শতকের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং মূল্যবোধের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার অঙ্গীকার থাকবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 02, 2023 9:21 AM IST