Jammu and Kashmir: মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে জম্মু কাশ্মীরের কিছু জেলার স্কুল-কলেজ! শান্তি ফিরছে?
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
খুলে দেওয়া হচ্ছে জম্মু ও কাশ্মীরের অসীমান্তবর্তী জেলাগুলির স্কুল-কলেজ। আগামিকাল, মঙ্গলবার ১৩ মে থেকে স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রীনগর: ভারতের সঙ্গে চলমান সংঘাত আবহেই খুলে দেওয়া হচ্ছে জম্মু ও কাশ্মীরের অসীমান্তবর্তী জেলাগুলির স্কুল-কলেজ। আগামিকাল, মঙ্গলবার ১৩ মে থেকে স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন ওমার আবদুল্লা পুঞ্চে গিয়ে কথা বলেন। এই কঠিন সময়ে তাঁদের অবদানের কথা স্বীকার করে অফিসারদের ধন্যবাদ জানান।
এর মাঝে খুলেছে ৩২টি বিমানবন্দর। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI) এবং সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষ উত্তর এবং পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দর খোলার নোটিস জারি করেছে। বিবৃতিতে জানানও হয়, “৩২টি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল ১৫ মে ২০২৫-এর ০৫:২৯ পর্যন্ত কিছুদিনের জন্য বন্ধ থাকার নোটিস জারি করা হয়েছিল। জানানো যাচ্ছে যে এই বিমানবন্দরগুলি থেকে এখন বেসামরিক বিমান চলাচল করতে পারবে। যাত্রীদের ফ্লাইট স্ট্যাটাস চেক এবং নিয়মিত আপডেটের জন্য এয়ারলাইন্সের ওয়েবসাইটগুলি পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে”।
advertisement
advertisement
ভারত-পাক সংঘর্ষবিরতির পরেই শনিবার সন্ধ্যার পর থেকে ফের তা লঙ্ঘন করে সীমান্তের বেশ কিছু জায়গায় গুলি চালিয়েছিল পাক সেনা। ড্রোন এবং গোলা বর্ষণেরও খবর পাওয়া গিয়েছিল। ভারতীয় সেনা যোগ্য জবাব দেবে বলে জানিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। কিন্তু, তারপর থেকেই শান্ত হয়েছে এলাকা। নতুন করে আর কোনও হামলার খবর পাওয়া যায় নি। এরমধ্যেই সোমবার সাংবাদিক বৈঠক করেন ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও। তিনি দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দেন জঙ্গিদের বিরুদ্ধে ভারতের অভিযান চলবে।
advertisement
অপারেশন সিঁদুর চলাকালীন প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাত ৮টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সীমান্তে সংঘর্ষবিরতির মধ্যেও পাকিস্তান সেনার ধারাবাহিক হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কোনও ঘোষণা করতে চলেছেন বলে মনে করা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 12, 2025 6:30 PM IST