India-Pakistan Tension: ‘জঙ্গি’দের শেষকৃত্যে হাজির ৫ পাক সেনা আধিকারিক! এবার প্রত্যেকের নাম, পরিচয় প্রকাশ‍্যে আনল ভারত

Last Updated:

India-Pakistan Tension: রবিবার সন্ধ্যায় ভারতের তিন বাহিনী একটি যৌথ সাংবাদিক বৈঠক করেছে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করাই ছিল ‘অপারেশন সিঁদুর’-এর লক্ষ্য। সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট করে দিল ভারত।

পাকিস্তানের জঙ্গিদের শেষকৃত্যে পাক আধিকারিকেরা। ছবি: এক্স।
পাকিস্তানের জঙ্গিদের শেষকৃত্যে পাক আধিকারিকেরা। ছবি: এক্স।
নয়াদিল্লিঃ রবিবার সন্ধ্যায় ভারতের তিন বাহিনী একটি যৌথ সাংবাদিক বৈঠক করেছে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করাই ছিল ‘অপারেশন সিঁদুর’-এর লক্ষ্য। সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট করে দিল ভারত। তিন বাহিনীর কর্তারা জানান, এই সংঘাতের আবহে পাক সেনার ৩৫-৪০ জন জওয়ান নিহত হয়েছেন। পাকিস্তানের অভ্যন্তরে বেশ কিছু সামরিক ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ইসলামাবাদের কাছে চাকলালা ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। করাচিতেও যে কোনও মুহূর্তে আঘাত করার মতো কৌশলগত অবস্থানে ছিল ভারতীয় নৌসেনা।
আরও পড়ুনঃ সামনাসামনি নয়, হটলাইনে হবে দুই দেশের DGMO-দের বৈঠক! কী কী বিষয়ে হতে পারে আলোচনা? তাকিয়ে গোটা দেশ
তবে, এক সংবাদিক সম্মেলনে পাকিস্তানের সামরিক মুখপাত্র ডিজি আইএসপিআর দাবি করেছেন যে,‘ ছবির ব্যক্তিগুলো কেউ একজন নির্দোষ পরিবারের সদস্য, আর একজন ধর্মপ্রচারক ছিলেন। আইএসপিআর পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে দাবি করে যে, কেউ হয়তো আবার সাধারণ দলীয় কর্মী। ‘অপারেশন সিঁদুর’-এ ভারতের হামলায় একাধিক পাকিস্তানি জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। অভিযোগ, ঘটা করে সেই সব ‘জঙ্গি’র শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। সেখানে হাজির ছিলেন পাক সেনা এবং পুলিশের শীর্ষ কর্তারা। রবিবার এই আধিকারিকদের নাম ও পরিচয় প্রকাশ করেছে ভারত। তাতে পুলিশের আইজি থেকে শুরু করে সেনার লেফটেন্যান্ট জেনারেল, অনেকের নামই রয়েছে।
advertisement
advertisement
ভারতীয় সেনা সেই শেষকৃত‍্যে মোট পাঁচ জন পাকিস্তানি শীর্ষ আধিকারিকের নাম, ছবি প্রকাশ করেছে। তালিকায় রয়েছেন পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল ফায়াজ় হোসেন শাহ। তিনি লাহৌরের আইভি কর্পসের কমান্ডার। মেজর জেনারেল রাও ইমরান সরতাজ়, লাহৌরের ১১তম ইনফ্যান্ট্রি ডিভিশনের সঙ্গে যুক্ত। এ ছাড়া আছেন ব্রিগেডিয়ার মহম্মদ ফুরকান শাব্বির, পঞ্জাব পুলিশের ইনস্পেক্টর জেনারেল উসমান আনোয়ার এবং পঞ্জাবের প্রাদেশিক পরিষদের সদস্য মালিক শোয়েব আহমেদ ভের্থ।
advertisement
ভারত যে ছবি প্রকাশ করেছে, তাতে শেষকৃত্যের অনুষ্ঠানে দেখা গিয়েছে লশকর-এ-ত্যায়বা জঙ্গি হাফিজ় আব্দুল রাউফকে। আমেরিকার তৈরি সন্ত্রাসবাদীদের তালিকায় বিশেষ ভাবে চিহ্নিত তার নাম। ‘জঙ্গি’দের দেহ পাকিস্তানের জাতীয় পতাকা দিয়ে মুড়ে তাদের শ্রদ্ধা জানানো হয়েছে বলে অভিযোগ। ছবিতে লশকর জঙ্গি আব্দুলকেই ভাষণ দিতে দেখা গিয়েছে। তার পিছনে পাক কর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের চিহ্নিত করে ছবি প্রকাশ করেছে ভারতীয় সেনা।
advertisement
২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী লশকর-এ-ত্যায়বার হাফিজ সইদও জঙ্গিদের এই শেষকৃত্যে উপস্থিত ছিল বলে দাবি করা হচ্ছে। হাফিজ়ই পাকিস্তানে জামাত-উদ-দাওয়া নামের আর একটি সন্ত্রাসবাদী সংগঠন তৈরি করে। ভারতের দাবি, ‘অপারেশন সিঁদুর’-এ নিহত সেই সংগঠনের তিন জঙ্গি। তাদেরই শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছিল মুরিদকেতে। নিহতেরা হল কারি আব্দুল মালিক, খালিদ এবং মুদাস্‌সির।
আরও পড়ুনঃ স্মৃতিশক্তি হবে কম্পিউটারের মতো! প্রতিদিন সন্তানকে দিন এই ৫ খাবার! ক্লাসে ফার্স্ট হওয়া কেউ আটকাতে পারবে না
গত ৮ মে ভারতের বিদেশ মন্ত্রক এবং সেনাবাহিনীর যৌথ বিবৃতিতে পাকিস্তানের এই আচরণের নিন্দা করা হয়েছিল। সেখানেই বিদেশসচিব বলেছিলেন, নিহত জঙ্গিদের দেহ জাতীয় পতাকায় মুড়ে শহিদের সম্মান দিচ্ছে পাকিস্তান। তিন বাহিনীর যৌথ সাংবাদিক বৈঠকে জানানো হয়, পাকিস্তানি সেনা বা সীমান্তের ও পারের বাসিন্দাদের সঙ্গে ভারতের কোনও লড়াই নেই। ভারতের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। যে জঙ্গিদের নিধনের পরিকল্পনা করা হয়েছিল, তাদের হত্যা করা হয়েছে। কিন্তু এর পরেও পাকিস্তানের পক্ষ থেকে হামলা করা হয়েছে। সেই কারণেই ভারতকে জবাব দিতে হয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
India-Pakistan Tension: ‘জঙ্গি’দের শেষকৃত্যে হাজির ৫ পাক সেনা আধিকারিক! এবার প্রত্যেকের নাম, পরিচয় প্রকাশ‍্যে আনল ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement