India-Pakistan Relation: সামনাসামনি নয়, হটলাইনে হবে দুই দেশের DGMO-দের বৈঠক! কী কী বিষয়ে হতে পারে আলোচনা? তাকিয়ে গোটা দেশ
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
India-Pakistan Relation: প্রাথমিকভাবে কোনও একটি নিউট্রাল জায়গায় দুই দেশের DGMO-এর বৈঠক হওয়ার কথা থাকলেও। আপাতত, বৈঠক হতে চলেছে হটলাইনে। দুপুর ১২ টায় বৈঠক। বৈঠকে ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন DGMO লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই।
নয়াদিল্লিঃ প্রাথমিকভাবে কোনও একটি নিউট্রাল জায়গায় দুই দেশের DGMO-এর বৈঠক হওয়ার কথা থাকলেও। আপাতত, বৈঠক হতে চলেছে হটলাইনে। দুপুর ১২ টায় বৈঠক। বৈঠকে ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন DGMO লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। পাকিস্তানের পক্ষে আলোচনায় বসবেন DGMO মেজর জেনারেল কাসিফ আবদুল্লা।
সংঘর্ষবিরতির পর আজ, সোমবার প্রথম আলোচনায় বসতে চলেছে ভারত এবং পাকিস্তান। দু’দেশের সামরিক বাহিনীর ‘ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স’ (ডিজিএমও) স্তরে বৈঠক হবে। যদিও, প্রথম তাঁদের সরাসরি কোনও নিউট্রাল জায়গায় বৈঠকে বসার কথা ছিল। তবে, তা হচ্ছে না। হটলাইনে দুপুর ১২টায় ওই বৈঠক শুরু হওয়ার কথা। ওই বৈঠকে কোন কোন বিষয় উঠে আসতে পারে তা নিয়ে ইতিমধ্যে জল্পনা এবং কৌতূহল দানা বাঁধতে শুরু করেছে সাধারণ মানুষের মনে।
advertisement
advertisement
কাশ্মীর নিয়ে আলোচনায় আগ্রহী নয় ভারত। কারণ, তারা মনে করেন আলোচনা হলে পাক অধিকৃত জম্মু-কাশ্মীর নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের সিদ্ধান্ত অপরিবর্তিত রেখেই আজকের বৈঠক। কোনও তৃতীয়পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত। অন্যদিকে কিছু পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, সিন্ধু জলচুক্তি নিয়ে আলোচনা হবে দু’দেশের
advertisement
রবিবার সন্ধ্যায় ভারতের তিন বাহিনী একটি যৌথ সাংবাদিক বৈঠক করেছে। সেখানে ভারতীয় সেনার ডিজিএমও রাজীব ঘাইও উপস্থিত ছিলেন। সোমবার তাঁর সঙ্গেই আলোচনায় বসতে চলেছেন পাক সেনার ডিজিএমও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2025 9:24 AM IST