রাজ্যপাল-বিজেপি সংঘাতের আবহেই নতুন রাজ্যপালের ঘোষণা, খুশির হাওয়া গেরুয়া শিবিরে
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
নতুন রাজ্যপালের দায়িত্বভার নিতে চলেছেন সিভি আনন্দ বোস।
#ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: রাজ্যপাল- বঙ্গ বিজেপি সংঘাতের আবহেই স্থায়ী রাজ্যপাল পেল বাংলা। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালের দায়িত্বভার নিতে চলেছেন সিভি আনন্দ বোস। জগদীপ ধনখড়ের পর তিনিই স্থায়ী রাজ্যপাল হতে চলেছেন। উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে রাজ্যের রাজ্যপালের পদ ছাড়েন জগদীপ ধনখড়। তারপর লা গণেশনকে রাজ্যের অস্থায়ী রাজ্যপাল করা হয়। রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘সি ভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। তিনি যে দিন থেকে দায়িত্ব নেবেন সেদিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে'।
রাজ্যের আইন-শৃঙ্খলা-সহ একাধিক ইস্যুতে লা গণেশনের ভূমিকায় তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায় পদ্ম শিবিরের একাধিক নেতাকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে সাংসদ সৌমিত্র খাঁকে অখিল গিরি ইস্যুতে লা গণেশনের 'নীরব' ভূমিকা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়।
advertisement
advertisement
অখিল গিরিকে বরখাস্তের ইস্যুতে রাজ্যপাল লা গণেশনের উদ্দেশ্যে শুভেন্দু বলেছিলেন, "উনি রাজভবনে নেই৷ তা উনি ইম্ফলে থাকুন বা দিল্লিতে থাকুন। আমরা চাই, ই-মেইলে বা অন্য কোনও ভাবে, কীভাবে জানি না, অখিল গিরির বিরুদ্ধে পদক্ষেপ নিতে উনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিন।" বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমকে বলেন, ' শীঘ্রই জগদীপ ধনকরেরর যোগ্য উত্তরসূরী পাবো আমরা'। এই আবহেই পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপালের নাম ঘোষণা করা হলো। আর এই নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় নিজেদের ওয়াল ভরিয়ে দেন সুকান্ত- শুভেন্দু- দিলীপ সহ একাধিক পদ্ম নেতা। শুভেন্দু অধিকারী টুইট করে আন্তরিকভাবে স্বাগত জানান সি ভি আনন্দ বোসেকে।
advertisement
সুকান্ত মজুমদার শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন,' আমি নিশ্চিত রাষ্ট্রের উন্নতির জন্য কাজ করবেন তিনি। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ নবনিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে সৃজনশীল ব্যক্তিত্ব ও দক্ষ প্রশাসক বলে উল্লেখ করে মন্তব্য করেন, ' রাজ্যের আইন শৃঙ্খলা পুনরায় স্থিতিশীল করতে আপনি অগ্রণী ভূমিকা নেবেন সেই আশা রাখি'। রাজনৈতিক মহলের মতে, রাজ্যে শাসক দলকে বেকায়দায় ফেলতে গেরুয়া শিবিরের নেতারা যেভাবে পদে পদে জগদীপ ধনখড়ের সহায়তা পেয়েছেন, যে কোনও কারণেই হোক গণেশনের থেকে এখনও তা অধরা৷ কালীপুজোর দিন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়া কিম্বা সম্প্রতি লা গণেশনের আমন্ত্রনে তাঁর পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই রাজভবনের সঙ্গে পদ্ম ব্রিগেড সম্পর্কে তাল কাটে। এরপর অখিল গিরিকে বরখাস্ত ইস্যুতে রাজ্যপাল লা গণেশনের সঙ্গে সংঘাত আরও প্রকট হয় পদ্ম শিবিরের, মত রাজনৈতিক বিশ্লেষকদের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 18, 2022 10:35 AM IST