Kashmir terrorists bunker video: দেখে মনে হবে আলমারি, ভিতরে গোপন ডেরা! কাশ্মীরে নিকেশ ৬ জঙ্গি, দেখুন ভিডিও

Last Updated:

গত ৬ জুলই কুলগামের দুটি গ্রামে সেনা-জঙ্গি সংঘর্ষ বাঁধে৷ ওই সংঘর্ষে দুই সেনা জওয়ানেরও মৃত্যু হয়৷

এভাবেই আলমারির আড়ালে তৈরি করা বাঙ্কারে ঢুকত জঙ্গিরা৷ বাঙ্কারের ভিতরের ছবি (ডান দিকে)৷
এভাবেই আলমারির আড়ালে তৈরি করা বাঙ্কারে ঢুকত জঙ্গিরা৷ বাঙ্কারের ভিতরের ছবি (ডান দিকে)৷
কুলগাম: বাইরে থেকে দেখে মনে হবে দেওয়াল আলমারি৷ কিন্তু আসলে ওই আলমারির ভিতরেই ছিল জঙ্গিদের লুকিয়ে থাকার গোপন কুঠুরি৷ জম্মু কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ছয় জঙ্গিদের মধ্যে চার জনই আলমারির আড়ালে এই বাঙ্কারে লুকিয়ে দিন কাটাচ্ছিল৷ বাইরে থেকে দেখে মনে হবে দেওয়াল আলমারি৷ কিন্তু আসলে ওই আলমারির ভিতরেই ছিল জঙ্গিদের লুকিয়ে থাকার গোপন কুঠুরি৷
জম্মু কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ছয় জঙ্গিদের মধ্যে চার জনই আলমারির আড়ালে এই বাঙ্কারে লুকিয়ে দিন কাটাচ্ছিল৷ স্থানীয় কয়েক জন বাসিন্দারাও ওই জঙ্গিদের সাহায্য করছিল বলেই ধারণা সেনা কর্তাদের৷
advertisement
advertisement
কীভাবে ওই আলমারির আড়ালে বাঙ্কার তৈরি করা হয়েছিল, তার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ঘরের মধ্যে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নির্দেশে এক ব্যক্তি ওই আলমারির ভিতরে ঢুকে কীভাবে ভিতরে বাঙ্কার তৈরি করা হয়েছিল তা মোবাইলে রেকর্ড করছেন৷
advertisement
সেনা সূত্রে খবর, ওই বাঙ্কারে লুকিয়ে থাকা চার জঙ্গিই হিজবুল মুজাহিদিনের সদস্য৷ তাদের একজন আবার ওই জঙ্গি গোষ্ঠীর কম্যান্ডার হিসেবে কাজ করত৷ গত ৬ জুলই কুলগামের দুটি গ্রামে সেনা-জঙ্গি সংঘর্ষ বাঁধে৷ ওই সংঘর্ষে দুই সেনা জওয়ানেরও মৃত্যু হয়৷
একসঙ্গে ছ জন জঙ্গিকে নিকেশ করাকে বড় সাফল্য হিসেবেই দেখছেন জম্মু কাশ্মীর পুলিশের ডিজি আর আর সোয়াইন৷ তাঁর দাবি, জম্মু কাশ্মীরের বুক থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করার চেষ্টা যে খুব শিগগিরই পরিণতি পেতে চলেছে, এই অভিযানের সাফল্য তারই ইঙ্গিত৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kashmir terrorists bunker video: দেখে মনে হবে আলমারি, ভিতরে গোপন ডেরা! কাশ্মীরে নিকেশ ৬ জঙ্গি, দেখুন ভিডিও
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement