Kashmir terrorists bunker video: দেখে মনে হবে আলমারি, ভিতরে গোপন ডেরা! কাশ্মীরে নিকেশ ৬ জঙ্গি, দেখুন ভিডিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত ৬ জুলই কুলগামের দুটি গ্রামে সেনা-জঙ্গি সংঘর্ষ বাঁধে৷ ওই সংঘর্ষে দুই সেনা জওয়ানেরও মৃত্যু হয়৷
কুলগাম: বাইরে থেকে দেখে মনে হবে দেওয়াল আলমারি৷ কিন্তু আসলে ওই আলমারির ভিতরেই ছিল জঙ্গিদের লুকিয়ে থাকার গোপন কুঠুরি৷ জম্মু কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ছয় জঙ্গিদের মধ্যে চার জনই আলমারির আড়ালে এই বাঙ্কারে লুকিয়ে দিন কাটাচ্ছিল৷ বাইরে থেকে দেখে মনে হবে দেওয়াল আলমারি৷ কিন্তু আসলে ওই আলমারির ভিতরেই ছিল জঙ্গিদের লুকিয়ে থাকার গোপন কুঠুরি৷
জম্মু কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ছয় জঙ্গিদের মধ্যে চার জনই আলমারির আড়ালে এই বাঙ্কারে লুকিয়ে দিন কাটাচ্ছিল৷ স্থানীয় কয়েক জন বাসিন্দারাও ওই জঙ্গিদের সাহায্য করছিল বলেই ধারণা সেনা কর্তাদের৷
আরও পড়ুন: লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য পরীক্ষা আজ! নিট ইউজি-মামলায় শুনানি সুপ্রিম কোর্টে, কাউন্সেলিং শুরু কবে?
advertisement
advertisement
কীভাবে ওই আলমারির আড়ালে বাঙ্কার তৈরি করা হয়েছিল, তার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ঘরের মধ্যে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নির্দেশে এক ব্যক্তি ওই আলমারির ভিতরে ঢুকে কীভাবে ভিতরে বাঙ্কার তৈরি করা হয়েছিল তা মোবাইলে রেকর্ড করছেন৷
The four militants, who were killed in last night’s encounter at Chinnigam, used to stay in this hideout at Chinnigam Frisal in Kashmir’s Kulgam district. pic.twitter.com/euLk6QG6Le
— Ahmed Ali Fayyaz (@ahmedalifayyaz) July 7, 2024
advertisement
সেনা সূত্রে খবর, ওই বাঙ্কারে লুকিয়ে থাকা চার জঙ্গিই হিজবুল মুজাহিদিনের সদস্য৷ তাদের একজন আবার ওই জঙ্গি গোষ্ঠীর কম্যান্ডার হিসেবে কাজ করত৷ গত ৬ জুলই কুলগামের দুটি গ্রামে সেনা-জঙ্গি সংঘর্ষ বাঁধে৷ ওই সংঘর্ষে দুই সেনা জওয়ানেরও মৃত্যু হয়৷
একসঙ্গে ছ জন জঙ্গিকে নিকেশ করাকে বড় সাফল্য হিসেবেই দেখছেন জম্মু কাশ্মীর পুলিশের ডিজি আর আর সোয়াইন৷ তাঁর দাবি, জম্মু কাশ্মীরের বুক থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করার চেষ্টা যে খুব শিগগিরই পরিণতি পেতে চলেছে, এই অভিযানের সাফল্য তারই ইঙ্গিত৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2024 9:46 AM IST