Kashmir terrorists bunker video: দেখে মনে হবে আলমারি, ভিতরে গোপন ডেরা! কাশ্মীরে নিকেশ ৬ জঙ্গি, দেখুন ভিডিও

Last Updated:

গত ৬ জুলই কুলগামের দুটি গ্রামে সেনা-জঙ্গি সংঘর্ষ বাঁধে৷ ওই সংঘর্ষে দুই সেনা জওয়ানেরও মৃত্যু হয়৷

এভাবেই আলমারির আড়ালে তৈরি করা বাঙ্কারে ঢুকত জঙ্গিরা৷ বাঙ্কারের ভিতরের ছবি (ডান দিকে)৷
এভাবেই আলমারির আড়ালে তৈরি করা বাঙ্কারে ঢুকত জঙ্গিরা৷ বাঙ্কারের ভিতরের ছবি (ডান দিকে)৷
কুলগাম: বাইরে থেকে দেখে মনে হবে দেওয়াল আলমারি৷ কিন্তু আসলে ওই আলমারির ভিতরেই ছিল জঙ্গিদের লুকিয়ে থাকার গোপন কুঠুরি৷ জম্মু কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ছয় জঙ্গিদের মধ্যে চার জনই আলমারির আড়ালে এই বাঙ্কারে লুকিয়ে দিন কাটাচ্ছিল৷ বাইরে থেকে দেখে মনে হবে দেওয়াল আলমারি৷ কিন্তু আসলে ওই আলমারির ভিতরেই ছিল জঙ্গিদের লুকিয়ে থাকার গোপন কুঠুরি৷
জম্মু কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ছয় জঙ্গিদের মধ্যে চার জনই আলমারির আড়ালে এই বাঙ্কারে লুকিয়ে দিন কাটাচ্ছিল৷ স্থানীয় কয়েক জন বাসিন্দারাও ওই জঙ্গিদের সাহায্য করছিল বলেই ধারণা সেনা কর্তাদের৷
advertisement
advertisement
কীভাবে ওই আলমারির আড়ালে বাঙ্কার তৈরি করা হয়েছিল, তার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ঘরের মধ্যে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নির্দেশে এক ব্যক্তি ওই আলমারির ভিতরে ঢুকে কীভাবে ভিতরে বাঙ্কার তৈরি করা হয়েছিল তা মোবাইলে রেকর্ড করছেন৷
advertisement
সেনা সূত্রে খবর, ওই বাঙ্কারে লুকিয়ে থাকা চার জঙ্গিই হিজবুল মুজাহিদিনের সদস্য৷ তাদের একজন আবার ওই জঙ্গি গোষ্ঠীর কম্যান্ডার হিসেবে কাজ করত৷ গত ৬ জুলই কুলগামের দুটি গ্রামে সেনা-জঙ্গি সংঘর্ষ বাঁধে৷ ওই সংঘর্ষে দুই সেনা জওয়ানেরও মৃত্যু হয়৷
একসঙ্গে ছ জন জঙ্গিকে নিকেশ করাকে বড় সাফল্য হিসেবেই দেখছেন জম্মু কাশ্মীর পুলিশের ডিজি আর আর সোয়াইন৷ তাঁর দাবি, জম্মু কাশ্মীরের বুক থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করার চেষ্টা যে খুব শিগগিরই পরিণতি পেতে চলেছে, এই অভিযানের সাফল্য তারই ইঙ্গিত৷
বাংলা খবর/ খবর/দেশ/
Kashmir terrorists bunker video: দেখে মনে হবে আলমারি, ভিতরে গোপন ডেরা! কাশ্মীরে নিকেশ ৬ জঙ্গি, দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement