NEET Exam Scam: লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য পরীক্ষা আজ! নিট ইউজি-মামলায় শুনানি সুপ্রিম কোর্টে, কাউন্সেলিং শুরু কবে?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Neet Exam Scam: নিট ইউজি মামলার শুনানি সোমবার সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের নির্দেশে ইতিমধ্যেই নিট ইউজি সংক্রান্ত যাবতীয় মামলাকে একত্রিত করা হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফে জবাবও তলব করেছে সর্বোচ্চ আদালত। বেলা সাড়ে দশটা নাগাদ প্রধাণ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ মামলার শুনানি করবে।
নয়াদিল্লি: নিট ইউজি মামলার শুনানি সোমবার সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের নির্দেশে ইতিমধ্যেই নিট ইউজি সংক্রান্ত যাবতীয় মামলাকে একত্রিত করা হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফে জবাবও তলব করেছে সর্বোচ্চ আদালত। বেলা সাড়ে দশটা নাগাদ প্রধাণ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ মামলার শুনানি করবে।
প্রসঙ্গত, ডাক্তারির স্নাতকে সর্বভারতীয় প্রবেশিকা নিট-ইউজি কেলেঙ্কারি নিয়ে গত কয়েক সপ্তাহেই দেশ জুড়ে তোলপাড় পরে গিয়েছে। দায়ের হওয়া একের পর এক মামলা নিয়ে আজ, সোমবার একযোগে শুনানি করবে সুপ্রিম কোর্ট। নিট-ইউজি পরীক্ষা সম্পূর্ণ বাতিলেরও বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে দেশের শীর্ষ আদালতে। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, সে দিকে তাকিয়ে রয়েছেন দেশের প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী। এরমধ্যে বাংলা থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১.২০ লক্ষ।
advertisement
advertisement
এদিকে, শনিবার নিট-ইউজি’র কাউন্সেলিং শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। এনিয়ে রবিবার পর্যন্ত সরকারি কোনও বিবৃতি নেই কেন্দ্রীয় সরকারি তরফে। অবশ্য মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)-র একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, এই কাউন্সেলিং হতে পারে জুলাইয়ের শেষে এমনটাই ইঙ্গিত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2024 9:29 AM IST