NEET Exam Scam: লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য পরীক্ষা আজ! নিট ইউজি-মামলায় শুনানি সুপ্রিম কোর্টে, কাউন্সেলিং শুরু কবে?

Last Updated:

Neet Exam Scam: নিট ইউজি মামলার শুনানি সোমবার সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের নির্দেশে ইতিমধ্যেই নিট ইউজি সংক্রান্ত যাবতীয় মামলাকে একত্রিত করা হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফে জবাবও তলব করেছে সর্বোচ্চ আদালত। বেলা সাড়ে দশটা নাগাদ প্রধাণ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ মামলার শুনানি করবে।

সুপ্রিম কোর্ট নিট মামলার শুনানি
সুপ্রিম কোর্ট নিট মামলার শুনানি
নয়াদিল্লি: নিট ইউজি মামলার শুনানি সোমবার সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের নির্দেশে ইতিমধ্যেই নিট ইউজি সংক্রান্ত যাবতীয় মামলাকে একত্রিত করা হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফে জবাবও তলব করেছে সর্বোচ্চ আদালত। বেলা সাড়ে দশটা নাগাদ প্রধাণ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ মামলার শুনানি করবে।
প্রসঙ্গত, ডাক্তারির স্নাতকে সর্বভারতীয় প্রবেশিকা নিট-ইউজি কেলেঙ্কারি নিয়ে গত কয়েক সপ্তাহেই দেশ জুড়ে তোলপাড় পরে গিয়েছে। দায়ের হওয়া একের পর এক মামলা নিয়ে আজ, সোমবার একযোগে শুনানি করবে সুপ্রিম কোর্ট। নিট-ইউজি পরীক্ষা সম্পূর্ণ বাতিলেরও বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে দেশের শীর্ষ আদালতে। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, সে দিকে তাকিয়ে রয়েছেন দেশের প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী। এরমধ্যে বাংলা থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১.২০ লক্ষ।
advertisement
advertisement
এদিকে, শনিবার নিট-ইউজি’র কাউন্সেলিং শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। এনিয়ে রবিবার পর্যন্ত সরকারি কোনও বিবৃতি নেই কেন্দ্রীয় সরকারি তরফে। অবশ্য মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)-র একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, এই কাউন্সেলিং হতে পারে জুলাইয়ের শেষে এমনটাই ইঙ্গিত।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
NEET Exam Scam: লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য পরীক্ষা আজ! নিট ইউজি-মামলায় শুনানি সুপ্রিম কোর্টে, কাউন্সেলিং শুরু কবে?
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement