Telengana Agnipariskha: বৌদির সঙ্গে পরকীয়া, নিজেকে নির্দোষ প্রমাণ করতে অগ্নিপরীক্ষা যুবকের, হাঁটলেন উত্তপ্ত কয়লার উপর
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Telengana Agnipariskha: সততার পরীক্ষা দিতে তাঁকে হাঁটতে হল জ্বলন্ত কয়লার উপর দিয়ে। খালি হাতে তুলতে হল গরম বেলচা
তেলেঙ্গানা : মহাকাব্যে সীতাকে নিজের পবিত্রতার পরিচয় দিতে হয়েছিল অগ্নিপরীক্ষায়। বাস্তবেও ঘটল অগ্নিপরীক্ষা। তবে কোনও মহিলা নয়, এ বার তেলেঙ্গানার মুলুগু অঞ্চলে অগ্নিপরীক্ষা দিতে হল এক পুরুষকে। নিজের সততার পরীক্ষা দিতে তাঁকে হাঁটতে হল জ্বলন্ত কয়লার উপর দিয়ে। খালি হাতে তুলতে হল গরম বেলচা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই অগ্নিপরীক্ষার ভিডিও।
তেলেঙ্গানার বাঞ্জারুপাল্লে গ্রামের বাসিন্দা ওই ব্যক্তির নাম গঙ্গাধর। অভিযোগ স্ত্রীর সঙ্গে প্রতারণা করে তিনি নিজের দাদার স্ত্রী বা বৌদির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সেই অভিযোগ খণ্ডন করতে অগ্নিপরীক্ষা দিতে হয় গঙ্গাধরকে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি অগ্নিকুণ্ডের চারধারে পরিক্রমা করে পা রাখছেন গরম কয়লায়।
advertisement
advertisement
Agnipareeksha! In a modern day version of Ramayana, a husband was made to jump into fire in Mulugu #Telangana to prove his fidelity. Gangadhar was even made to remove a red hot spade from the fire to prove his innocence. Interestingly, it wasn’t his wife who suspected him.Cont: pic.twitter.com/zPSdKN1k82
— Revathi (@revathitweets) March 1, 2023
advertisement
তবে আশ্চর্যের বিষয় হল, গঙ্গাধরের নামে কোনও অভিযোগ আনেনি তাঁর স্ত্রী। কিন্তু অন্য সূত্র থেকে অভিযোগ পৌঁছয় গ্রামের পঞ্চায়েতের কাছে। তার পরই বসে বিচারসভা। সেখানে সিদ্ধান্ত হয় তাঁকে অগ্নিপরীক্ষা দিতে হবে। কিন্তু অগ্নিপরীক্ষায় সফল হয়েও রেহাই নেই। অভিযোগ, পঞ্চায়েত থেকে জোর করে তাঁকে দোষ স্বীকার করতে বাধ্য করা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 1:15 PM IST