Offbeat Wedding: ৩ বছর ধরে লিভ ইনে ২ সন্তানের বাবা হওয়ার পর একইসঙ্গে ২ প্রেমিকাকে বিয়ে করলেন যুবক
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Offbeat Wedding: একত্রবাসে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন সাথীবাবুর দুই প্রেমিকাই
তেলঙ্গনা : ছাড়তে পারবেন না কাউকেই৷ তাই দুই প্রেমিকাকেই একসঙ্গে বিয়ে করলেন যুবক৷ এই অভিনব ঘটনা তেলঙ্গনার কোথাগুড়েম জেলার এরাবোরু গ্রামের চেরলা মণ্ডলের৷ জানা গিয়েছে ওই যুবকের নাম মাদিভি সাথীবাবু৷ স্কুলে পড়ার সময়েই তিনি প্রেমে পড়েন দোশিলাপল্লীর বাসিন্দা সোদি স্বপ্না কুমারীর সঙ্গে৷ ওই একই সময়ে তিনি অনুরক্ত হন কুরনাপল্লীর বাসিন্দা সুনীতার প্রতিও৷
গত তিন বছর ধরে তিন জনে একইসঙ্গে লিভ ইন করছিলেন৷ একত্রবাসে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন সাথীবাবুর দুই প্রেমিকাই৷ কন্যাসন্তানের জন্ম দেন স্বপ্না৷ অন্যদিকে সুনীতা মা হন পুত্রসন্তানের৷ এর পরই দুই তরুণীর বাড়ি থেকে বিয়ের জন্য চাপ আসতে থাকে৷
আরও পড়ুন : নিজে দিনের পর দিন স্নান না করলেও প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর চানের জল গরম করে দিতেন দুর্নিবার
শেষে পঞ্চায়েতের দ্বারস্থ হন তরুণীদের পরিবার৷ তিন গ্রামের পঞ্চায়েতের তরফে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে দুই প্রেমিকাকেই বিয়ে করতে হবে সাথীবাবুকে৷ সেইমতো গত ৯ মার্চ সকালে বসেছিল বিয়ের আসর৷
advertisement
advertisement
আরও পড়ুন : অনুরাগিণী থেকে হন প্রথম অর্ধাঙ্গিনী, প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর প্রচণ্ড রাগ নাকি সামলাতেন দুর্নিবারই
তবে বিয়ের কথা গোপন রাখতে গ্রামে সংবাদমাধ্যমের প্রবেশ সেদিন নিষিদ্ধ করলেও সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি, ভিডিও ছড়িয়ে পড়া আটকানো যায়নি৷ রকমারি কমেন্টের পাশাপাশি ভাইরাল হয়ে পড়ে সেগুলি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2023 8:24 PM IST