Blood crisis in India: করোনাকালে দক্ষিণের দুই রাজ্যে রক্তের সংকট ! তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি
- Published by:Piya Banerjee
Last Updated:
সূত্রের খবর দু'টি রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি দেখা দিয়েছে।
#তেলঙ্গানা: দেশ জুড়ে স্বাস্থ্য পরিষেবা এক গভীর সংকটে পড়েছে। দিন দিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা রেকর্ড গড়ছে। ঘরে-বাইরে বিষন্নতা ও দুশ্চিন্তা গ্রাস করেছে আম জনতাকে। অক্সিজেন ঘাটতি ঘুম কেড়েছে রোগী ও তার পরিবারের। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্যকর্মীরা হিমসিম খাচ্ছেন বর্তমান পরিস্থিতির শিকার হয়ে। এই সব দুশ্চিন্তাই শেষ নয়, দক্ষিণের দুই তেলেগু রাজ্য তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ করোনাকালে আরও ভয় বাড়াচ্ছে। দু'টি রাজ্যেই রক্তের ঘাটতি দেখা দিয়েছে। সূত্রের খবর দু'টি রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি দেখা দিয়েছে। ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, করোনার দ্বিতীয় তরঙ্গের প্রভাবে ব্লাড ডোনার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থারা এগিয়ে আসছে না। তেলঙ্গানা জুড়ে প্রায় ৩০০টি ব্লাডব্যাঙ্ক রয়েছে যারা গোটা বছরে ব্লাড ডোনার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার কাছ থেকে প্রায় সাড়ে ৩ লক্ষ ইউনিট রক্ত সংগ্রহ করতে পারে। কিন্তু বর্তমানে তাদের অবস্থা খুব করুণ। ব্লাড ব্যাঙ্কের হিসেব বলছে, তাদের কাছে এখন যা স্টক রয়েছে তা দিয়ে জরুরি পরিস্থিতিতে এক সপ্তাহের জন কাজ চালানো যেতে পারে। তেলঙ্গানা রাজ্য জুড়ে ১৫%-এর কম রক্তের সরবরাহ করা হচ্ছে।
অন্য দিকে অন্ধ্রপ্রদেশেও একই অবস্থা। রাজ্য জুড়ে রয়েছে প্রায় ২০০টি ব্লাডব্যাঙ্ক, যা বছরে প্রায় আড়াই লক্ষ ইউনিট রক্ত সংগ্রহ করতে পারে। সে জায়গায় করোনার দ্বিতীয় ঢেউ রক্তদানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এক দিকে যেমন ডোনাররা সংক্রণের ভয়ে ভুগছেন, অন্য দিকে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ভয়ে কোনও প্রকার স্বেচ্ছাসেবী রক্তদান শিবির করা সম্ভব হচ্ছে না। ফলস্বরূপ রক্তের ঘাটতির সমস্যা সামলাতে হচ্ছে রাজ্যকে। অন্ধ্রপ্রদেশে এই মুহূর্তে প্রায় ১০%-এর কম রক্ত সরবরাহ করা হচ্ছে। এমনটা চলতে থাকলে সামনের দিনগুলোতে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে দক্ষিণের এই দুই রাজ্যকে, বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশেষ করে, যে করোনা রোগীরা জটিল রোগে ভুগছেন, যেমন ক্যান্সার, হাড়ের সমস্যা, কিডনিজনিত সমস্যায় ভুগছেন, তাঁদের বাঁচিয়ে তোলা অসম্ভব হতে পারে। তাই সময় থাকতে এই বিষয়ে নজর এখন থেকে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 28, 2021 5:21 PM IST