Tamil Nadu Erode MP A Ganeshamurthi : টিকিট না পেয়েই আত্মহত্যার চেষ্টা? শেষমেশ মৃত্যুই হল সাংসদের! ভোটের আগেই মর্মান্তিক ঘটনা

Last Updated:

Tamil Nadu Erode MP A Ganeshamurthi Passes Away : রবিবার রাতে আত্মহত‍্যার চেষ্টা করেন মারুমালারচি দ্রাবিড় মুনেত্রা কাজ়াগামের (এমডিএমকে) সাংসদ এ গণেশমূর্তি। তামিলনাড়ুর সাংসদকে গুরুতর অবস্থায় রবিবারই চিকিত্‍সাকেন্দ্রে নিয়ে যায় তাঁর পরিবারের সদস‍্যরা।

টিকিট না পেয়েই আত্মহত্যার চেষ্টা? শেষমেশ মৃত্যুই হল সাংসদের! ভোটের আগেই মর্মান্তিক ঘটনা
টিকিট না পেয়েই আত্মহত্যার চেষ্টা? শেষমেশ মৃত্যুই হল সাংসদের! ভোটের আগেই মর্মান্তিক ঘটনা
তামিলনাড়ু: প্রয়াত সাংসদ গনেশমূর্তি। শোকের ছায়া রাজনৈতিক মহলে। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মৃত‍্যু হয়েছে তাঁর। চলতি সপ্তাহের রবিবার রাতেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।
দেশের সর্বভারতীয় সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রবিবার রাতে আত্মহত‍্যার চেষ্টা করেন মারুমালারচি দ্রাবিড় মুনেত্রা কাজ়াগামের (এমডিএমকে) সাংসদ এ গণেশমূর্তি। তামিলনাড়ুর সাংসদকে গুরুতর অবস্থায় রবিবারই চিকিত্‍সাকেন্দ্রে নিয়ে যায় তাঁর পরিবারের সদস‍্যরা।
advertisement
advertisement
কোয়েম্বাটোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ভেন্টিলেশনে ছিলেন সাংসদ। এই হাসপাতালেই বৃহস্পতিবার ভোর ৫.০৫ নাগাদ মৃত‍্যু হয় তাঁর। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে এরোদ থেকে ডিএমকে-র টিকিটে জয়ী হয়েছিলেন এ গণেশমূর্তি। সূত্রের খবর, সাংসদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, অসুস্থ হয়ে পড়ার পর সাংসদ জানান তিনি কীটনাশক খেয়েছেন। তবে কী কারণে হঠাৎ তিনি এমন সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে এখনও বিশেষ কিছুই জানা যায়নি।
advertisement
আসন্ন লোকসভায় প্রার্থী হিসেবে টিকিট পান নি এ গণেশমূর্তি। আসন্ন নির্বাচনের জন্য, এমডিএমকে এবং ডিএমকে দলের প্রার্থী হিসাবে এমডিএমকের সাধারণ সম্পাদক ভাইকোর ছেলে দুরাই ভাইকোকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়া নিয়ে মনে কোনও ক্ষোভ তৈরি হয়েছিল কি? তাঁর আত্মহত‍্যার চেষ্টার কারণ-সহ অন‍্যান‍্য সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tamil Nadu Erode MP A Ganeshamurthi : টিকিট না পেয়েই আত্মহত্যার চেষ্টা? শেষমেশ মৃত্যুই হল সাংসদের! ভোটের আগেই মর্মান্তিক ঘটনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement